সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিসংখ্যান লাগাতার স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ঘরাফেরা করছে ৫০ হাজারের নিচে। টানা নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার যেন খানিকটা উলট পুরাণ দেখা গেল। দীর্ঘদিন বাদে হঠাতই বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে, তাতে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।
India reports 45,892 new #COVID19 cases, 44,291 recoveries, and 817 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,07,09,557
Total recoveries: 2,98,43,825
Active cases: 4,60,704
Death toll: 4,05,028Total vaccinated: 36,48,47,549 (33,81,671 in last 24 hrs) pic.twitter.com/KFEi9MClz4
— ANI (@ANI) July 8, 2021
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। মৃতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম।
দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যাটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৪ হাজার ২৯১ জন। সুস্থতার হার ৯৭.১৮ শতাংশ। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪ জন। যা মোট আক্রান্তের মাত্র দেড় শতাংশ। ইতিমধ্যেই ভারতে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও। ইতিমধ্যেই দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে প্রায় ১৮ লক্ষ ৯৩ হাজার। এদিন দেশের সংক্রমণের হার ছিল মাত্র ২.৪২ শতাংশ। এই নিয়ে টানা ১৭ দিন দেশের সংক্রমণের হার ছিল ৩ শতাংশের নিচে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.