সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের উদ্বেগ। পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যাটা রইল ৪২ হাজারের উপরে। ফের বাড়ল অ্যাকটিভ কেসও। এদিকে লাগাতার অ্যাকটিভ কেস বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে কেন্দ্রও। সামনেই উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। দুর্গাপুজো, ওনাম থেকে স্বাধীনতা দিবস, সবেতেই বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
India reports 42,982 new #COVID19 cases, 41,726 recoveries and 533 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 3,18,12,114
Active cases: 4,11,076
Total recoveries: 3,09,74,748
Death toll: 4,26,290Total vaccination: 48,93,42,295 pic.twitter.com/PrNVUJjqMT
— ANI (@ANI) August 5, 2021
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। এই সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৭২৬ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে তো বটেই দৈনিক আক্রান্তের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, সামান্য হলেও বেড়েছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.