সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় স্বস্তি। টানা বেশ কিছুদিন ৪০ হাজারের ঘরে ঘোরাফেরা করার পর গতকালই তা নেমে এসেছে ৩০ হাজারের নিচে। আজ অর্থাৎ মঙ্গলবার আরও কমল দৈনিক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন মাত্র ৩১ হাজার ৪৪৩ জন। যা কিনা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন। সেই সঙ্গে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও একলাফে অনেকটা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। যা কিনা ১০৯ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশের সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ।
India reports 31,443 new #COVID19 cases in the last 24 hours; the lowest in 118 days. Recovery rate increases to 97.28%. India’s active caseload currently at 4,31,315; lowest in 109 days. pic.twitter.com/TXqEgq1eNs
— ANI (@ANI) July 13, 2021
মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৪৪৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯ হাজার ৭ জন। । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। সুস্থতার হার প্রায় ৯৭.২২ শতাংশ। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। যা কিনা গত ১০৯ দিনের মধ্যে সর্বনিম্ন। অ্যাকটিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের মাত্র ১.৩২ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৪ কোটি ১৪ লক্ষ ৬৭ হাজার ৬৪৬ জনের। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ৪০ লক্ষের বেশি মানুষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৪০ হাজার ৩২৫ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.