Advertisement
Advertisement

Breaking News

Coronavirus COVID-19

ফের কমল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে করোনাজয়ী সাড়ে তিন লক্ষের বেশি

আশার আলো দেখাচ্ছে পরিসংখ্যান।

Coronavirus: India reports 3,11,170 COVID-19 cases, 3,62,437 discharges | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 16, 2021 10:00 am
  • Updated:May 16, 2021 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ স্তিমিত হচ্ছে। নতুন আক্রান্তের সংখ্যা কমছে। বাড়ছে সুস্থতা। রবিবারের পরিসংখ্যান অন্তত কেন্দ্রের সেই দাবিকে অনেকটাই মান্যতা দিল। গত ২৪ ঘন্টায় আরও খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তুলনায় অনেকটাই বেশি করোনাজয়ীর সংখ্যা। সুস্থতার হার ৮৪.২ শতাংশ। সেটাও আশাপ্রদ।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর তিনদিন বড় আকারে কমল আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি। চারদিন পর গতকালই দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নিচে নেমেছিল। কিন্তু আজ ফের তা ৪ হাজারের উপরে উঠে গেল।

[আরও পড়ুন: সরকার চাইলে ২-৩ মাসেই সবাইকে টিকা দেওয়া সম্ভব, বলছেন দেবী শেঠি]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় কমল ৫০ হাজারের বেশি। আপাতত অ্যাকটিভ কেস ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ২২ লক্ষ ২০ হাজার ১৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, আগামী জুলাইয়ের মধ্যেই ভারতে আরও ৫১ কোটি টিকা তৈরি হয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement