Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

দেশে একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই! অ্যান্টিবায়োটিক নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের

প্যারাসিট্যামলে জোর দিতে বলছে কেন্দ্র।

Coronavirus: India reports 3, 894 cases in last 24 hours | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2023 11:32 am
  • Updated:April 2, 2023 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা পরিসংখ্যান নিয়ে উদ্বেগ অব্যাহত। গত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। এবার সেটা প্রায় চার হাজারের কাছে পৌঁছে গেল। এদিকে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের মধ্যেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে নয়া বিবৃতি জারি করল কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৪ জন। শনিবার এই আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ৯৯৪ জন। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৮৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ২.২৪ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮৯।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ]

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৪ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৮১। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ৯৮.৭৭ শতাংশ রোগীই করোনাকে হার মানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে ভরতির সংখ্যাও ক্ষীণ। তবে দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। দৈনিক পজিটিভিটি রেট ১৪.৩৭ শতাংশ।

[আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে নীলকণ্ঠ শিবের সঙ্গে তুলনা, বীরভূমের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক]

এদিকে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে নয়া গাইডলাইন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে কথায় কথায় মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে চলবে না। ব্যাকটেরিয়াজাত সংক্রমণের সম্ভাবনা থাকলেই শুধু রোগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ জ্বরের ক্ষেত্রে প্যারাসিট্যামলের উপরই আস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement