সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে লাগাতার করোনা সংক্রমণের একটি নিম্নমুখী ট্রেন্ড দেখা গিয়েছে। সেই ধারা বজায় থাকল শুক্রবারও। এদিন সামান্য হলেও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আবার ক্রমাগত সুস্থতার হার বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে দৈনিক করোনাজয়ীর সংখ্যাও। যার ফলে অনেকাংশে নিয়ন্ত্রিত করোনার অ্যাকটিভ কেস। পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার ফের দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ লক্ষ। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তবে, উদ্বেগ এখনও বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা।
India reports 2,59,591 new #COVID19 cases, 3,57,295 discharges & 4,209 deaths in last 24 hrs, as per Health Ministry.
Total cases: 2,60,31,991
Total discharges: 2,27,12,735
Death toll: 2,91,331
Active cases: 30,27,925Total vaccination: 19,18,79,503 pic.twitter.com/ehndKtsQ7n
— ANI (@ANI) May 21, 2021
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা বেশ কয়েকদিন ৩ লক্ষের নিচে থামল দৈনিক সংক্রমণ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার দেশের দৈনিক মৃতের সংখ্যাটা ৪ হাজারের নিচে নেমেছিল। শুক্রবার তা ফের ঊর্ধ্বমুখী।
তবে স্বাস্থ্যমন্ত্রককে বড়সড় স্বস্তি দিচ্ছে লাগাতার কমতে থাকা অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫। শুক্রবারও তা কমেছে লক্ষাধিক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল, তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯হাজার ৫০৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.