Advertisement
Advertisement
CoronaVirus COVID-19

মানুষের উদাসীনতাই বাড়াচ্ছে উদ্বেগ! দেশে করোনার অ্যাকটিভ কেস ফের ২ লক্ষ পেরল

ফের অনেকটা বাড়ল আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

CoronaVirus: India reports 24,882 new COVID-19 cases, 19,957 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 13, 2021 10:02 am
  • Updated:March 13, 2021 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় স্রেফ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে মোট ৬টি রাজ্যের করোনা গ্রাফ রীতিমতো উদ্বেগজনক। যার জেরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা বেড়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। আরও উদ্বেগজনকভাবে নতুন করে অ্যাকটিভ কেস পেরিয়েছে ২ লক্ষের গণ্ডি। অথচ, একটা সময় এই সংখ্যাটা নেমে এসেছিল ১ লক্ষ ৩০ হাজারের কোঠায়।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৮৮২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। গত কয়েক দিন ধরে লাগাতার এই সংখ্যাতা ঊর্ধ্বমুখী।

[আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সূচনা, সবরমতী আশ্রমে গান্ধীমূর্তিতে মাল্যদান প্রধানমন্ত্রীর]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৯৫৭ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য অনেকটা কম। ফলে দেশে মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ২ লক্ষ ২ হাজার ২২ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ২৬০ জন। চলতি মাসের শুরু থেকে দেশের করোনা গ্রাফ সব দিক থেকেই ঊর্ধ্বমুখী। যা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও এ নিয়ে চিন্তিত। তিনি বলছেন, ৬টি রাজ্যের মানুষের উদাসীনতার জন্য দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement