Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: দেশে ফের একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার! আজ থেকেই শুরু বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া

সব মিলিয়ে রীতিমতো চিন্তায় রাখছে কোভিডগ্রাফ।

Coronavirus: India reports 20,038 fresh cases, 16,994 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 15, 2022 9:45 am
  • Updated:July 15, 2022 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। কয়েকদিনে স্বস্তির পর বৃহস্পতিবারই দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারের গণ্ডি পেরিয়েছিল। শুক্রবারও সেটাই অব্যাহত থাকল। সেই সঙ্গে অনেকটা বাড়ল অ্যাকটিভ কেস। যা চিন্তায় রাখবে বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৯ হাজার ৭৩ জন। যা গতকালের থেকে ২ হাজার ৯৯৭ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩২ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৪.৪৪ শতাংশ।

[আরও পড়ুন: অতিমারীর মধ্যেই এবার মাঙ্কিপক্সের থাবা দেশে, কেরলে সন্ধান মিলল প্রথম আক্রান্তের]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এই সংখ্যাটা আগের দিনের অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৪৫ হাজার ৩৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৬ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৮ শতাংশ।

[আরও পড়ুন: ‘কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি সংসদে’, বিতর্কের মধ্যেই জানালেন লোকসভার স্পিকার]

বুধবারই কেন্দ্র ঘোষণা করেছেন, ১৫ জুলাই থেকে দেশে শুরু হবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া। ১৮ ঊর্ধ্ব প্রত্যেক নাগরিক বুস্টার পাবেন। সেইমতো আজ থেকেই দেশের ১৮ ঊর্ধ্ব যোগ্য নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ৭৫ দিনে শুধু বাংলাতেই সাড়ে ৫ কোটি মানুষকে বুস্টার দেওয়া হবে। দেশে ইতিমধ্যেই ১৯৯ কোটি ৪৭ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement