সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর কয়েক দিন লাগাতার দেশের করোনা গ্রাফটা নিম্নমুখীই ছিল। কিন্তু, বৃহস্পতিবার উলটো ছবি দেখা গেল। নতুন করে উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত কয়েকদিন লাগাতার দৈনিক মৃতের সংখ্যাটা থাকছে হাজারের উপরে।
India reports 1,72,433 fresh COVID cases (6.8% higher than yesterday), 2,59,107 recoveries, and 1008 deaths in the last 24 hours
Active cases: 15,33,921
Death toll: 4,98,983
Daily positivity rate: 10.99%Total vaccination: 167.87 crore pic.twitter.com/ZgQtIloAzu
— ANI (@ANI) February 3, 2022
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। যা আগের দিনের থেকে ৬.৮ শতাংশ বেশি। এদিন দেশের পটিজিভিটি রেট কমে হয়েছে ১০.৯৯ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, কেরল ও কর্ণাটকের দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখনও চিন্তার। আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা ভয় ধরানোর মতো। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০০৮ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে কমলেও। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জন।
অ্যাকটিভ কেস অবশ্য আগের মতোই নিম্নমুখী। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৭ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৭ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৬৯ হাজার ৪৪৯ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.