সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ১২ হাজারে। যা কিনা ৭ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। সে তুলনায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য বাড়ল। সামান্য বেড়েছে মৃতের সংখ্যাটাও। তবে, সংখ্যাটা খুব একটা উদ্বেগজনক নয়।
India reports 15,968 new #COVID19 cases, 17,817 discharges and 202 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,04,95,147
Active cases: 2,14,507
Total discharges: 1,01,29,111
Death toll: 1,51,529 pic.twitter.com/xdqdECtZaa— ANI (@ANI) January 13, 2021
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৬৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের থেকে হাজার চারেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৯৫ হাজার ১৪৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ১৭ হাজার ৮১৭ জন। যা দৈনিক আক্রান্তের থেকে বেশি হলেও আগের দিনের তুলনায় সামান্য কম। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ১৪ হাজার ৫০৭ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১ লক্ষ ২৯ হাজার ১১১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার জনের।
A total of 18,34,89,114 samples tested for #COVID19 till 12th January, of which 8,36,227 samples were tested yesterday: India Council of Medical Research (ICMR) pic.twitter.com/waxLTEC44q
— ANI (@ANI) January 13, 2021
এদিকে, গতকালই দেশের বিভিন্ন প্রান্তে করোনার টিকা কোভিশিল্ডের ডোজ পৌঁছে গিয়েছে। আজ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিনের ডোজও যাবে একাধিক রাজ্যে। ইতিমধ্যেই তা পৌঁছেছে রাজধানী দিল্লিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.