Advertisement
Advertisement
Coronavirus COVID-19

দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই বাড়ল, ভ্যাকসিন পেলেন ২০ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মী

কমল অ্যাকটিভ কেস।

Coronavirus: India reports 12,689 new COVID-19 cases, 13,320 discharges | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 27, 2021 10:01 am
  • Updated:January 27, 2021 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কার্যত রেকর্ড হারে কমে গিয়েছিল। সাত মাসের মধ্যে প্রথমবার তা নেমে গিয়েছিল ১০ হাজারের নিচে। আনলক পর্বে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গতকালই সর্বনিম্ন ছিল। যা দেখে গোটা দেশ যখন দ্রুত মহামারীর কবল থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছে, তখনই যেন ছন্দপতন। বুধবার ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেশ খানিকটা বেড়ে গেল। আরও একবার তা চলে গেল ১২ হাজারের উপরে। তবে, এই সংখ্যাটা বিরাট কিছু উদ্বেগজনক নয়। বেশ কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যায় এই ধরনের ওঠানামা চলছে।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৮৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের থেকে হাজার তিনেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮৯ হাজার ৫২৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি।

[আরও পড়ুন: ‘বিজেপিপন্থী’ অভিনেতার উসকানিতেই লালকেল্লায় তাণ্ডব! ষড়যন্ত্রের অভিযোগ কৃষকদের]

গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৩ হাজার ৩২০ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য বেশি। আগের দিনের তুলনাতে অবশ্য সুস্থতার সংখ্যাটা সামান্য কম। আপাতত মোট অ্যাকটিভ ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৮ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৫৯ হাজার ৩০৫ জন। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। প্রথম ১২ দিনে দেশে মোট করোনার টিকা পেয়েছেন ২০ লক্ষ ২৯ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement