Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: ফের বাড়ছে করোনা! দেশে দৈনিক আক্রান্ত হাজারের বেশি, বাড়ল মৃত্যুও

১২ বছরের কম বয়সিদের ভ্যাকসিন দেওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

Coronavirus: India reports 1,088 fresh cases, 1081 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2022 9:57 am
  • Updated:April 13, 2022 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগেই দেশের ১৮ ঊর্ধ্বদের জন্য চালু হয়েছে করোনার বুস্টার ডোজ। সেদিনই দেশবাসীকে নতুন করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার সেই সতর্কবার্তার পরই ফের বাড়া শুরু করল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১০ হাজার ৮৭০। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার মাত্র ০.০৩ শতাংশ। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যা গতকাল ছিল ১৯। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৭৩৬।

[আরও পড়ুন: স্নাতকস্তরে একই সঙ্গে করা যাবে দু’টি কোর্স! যুগান্তকারী নিয়ম আনছে UGC]

স্বস্তিজনক দেশের সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৮১ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। যদিও ১২ বছরের কম বয়সিদের ভ্যাকসিন দেওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

[আরও পড়ুন: ৯ মাসের শিশুকে চড়, আছড়ে ফেলা হল বিছানায়! ভিডিওয় মায়ের কাণ্ড দেখে স্তম্ভিত নেটদুনিয়া]

বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষের ২৯ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement