Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: দেশে একদিনে করোনার বলি ৫৪০ জন, চিন্তা বাড়াচ্ছে ডেল্টা স্ট্রেন

দুটি টিকা নিলেও থাকছে ডেল্টার কবলে পড়ার সম্ভাবনা, বলছে গবেষণা।

Coronavirus: India registers 36,571 new cases in the last 24 hours | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2021 9:36 am
  • Updated:August 20, 2021 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে ফের স্বস্তি। শুক্রবার বেশ খানিকটা কমল অ্যাকটিভ কেস। দৈনিক আক্রান্তের সংখ্যাটা আগের দিনের কাছাকাছি থাকলেও বেড়েছে করোনাজয়ীর সংখ্যা। যার ফলে খানিকটা বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ।

তবে, এসবের মধ্যে খানিকটা চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন। গতকালই এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে, করোনার দুটি টিকা নেওয়া থাকলেও অনায়াসে সংক্রমণ ঘটাতে সক্ষম এই ভয়াবহ স্ট্রেনটি। শুধু তাই নয়, দেশে নিয়মিত দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে। বাড়ছে R-Value। যা স্পষ্টতই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: Coronavirus: ৫ মাসের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, তবে চিন্তা দেশের দৈনিক আক্রান্ত ও মৃত্যু নিয়ে]

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি।

Coronavirus: India registers 36,571 new cases in the last 24 hours

[আরও পড়ুন: ত্রিপুরায় ভোররাতে হোটেল ছাড়তে বাধ্য হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ‘তালিবানি শাসন চলছে’, তোপ TMC নেতার]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে সামান্য বেশি। ফলে খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন। এই সংখ্যাটা দেড়শো দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৭ কোটি ২২ লক্ষ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement