Advertisement
Advertisement

Breaking News

CoronaVirus COVID-19

বড়দিনের আগে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমল অ্যাকটিভ কেস

সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্যগুলিতেও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।

CoronaVirus: India records 24,712 new COVID-19 cases, 29,791 recoveries |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2020 9:59 am
  • Updated:December 24, 2020 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে ক্রিসমাস এবং নববর্ষের পার্টি। শহরাঞ্চলে রীতিমতো উৎসবের মেজাজ। ঠিক তার আগে দেশের দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়ল। যদিও সংখ্যাটা মোটেই উদ্বেগজনক নয়। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ২৫ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন। মোট আক্রান্ত পেরিয়েছে ১ কোটি ১ লক্ষের গণ্ডি। তবে, সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় এদিন আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। সার্বিকভাবে তো বটেই দেশের সর্বাধিক প্রভাবিত পাঁচ রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, বাংলা এবং ছত্তিশগড়েও অ্যাকটিভ কেসের সংখ্যাটা নিম্নমুখী। যা নতুন বছরের আগে আশা দেখাচ্ছে।

[আরও পড়ুন: লন্ডন ফেরত ১৫ যাত্রীর শরীরে নতুন করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা! চাঞ্চল্য মুম্বইয়ে]

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৭১২ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা বুধবারের থেকে হাজার খানেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ২৩ হাজার ৭৭৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৭৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১২ জনের।

গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৯ হাজার ৭৯১ জন। যা বুধবারের থেকে অনেকটা বেশি। ফলে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা অনেকটা কমে গিয়েছে। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮৩ হাজার ৮৪৯ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৭০ শতাংশের কাছাকাছি। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৬ লক্ষ ৯৩ হাজার ১৭৩ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement