Advertisement
Advertisement
Coronavirus COVID-19

দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়ল, ২৬ রাজ্যে অ্যাকটিভ কেস দশ হাজারেরও কম

সামান্য বেড়েছে মৃতের সংখ্যাও।

Coronavirus: India records 23,950 new COVID-19 cases, 26,895 recoveries |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 23, 2020 9:45 am
  • Updated:December 23, 2020 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে নতুন করোনা স্ট্রেনের আতঙ্কের মধ্যেই ভারতে দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল। খানিকটা বাড়ল মৃতের সংখ্যাও। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রক বলছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। গতকালই স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছিল, ব্রিটেনে করোনার যে নতুন স্ট্রেনের অস্তিত্ব দেখা গিয়েছে, তার নমুনা এখনও ভারতে মেলেনি। এদিন আরও একটি সুখবর শুনিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এই মুহূর্তে দেশের ২৬টি রাজ্যে করোনার অ্যাকটিভ কেস কমতে কমতে ১০ হাজারের নিচে নেমে গিয়েছে।

[আরও পড়ুন: ইংল্যান্ডে আতঙ্ক ছড়ানো নতুন করোনা ভাইরাস এখনও মেলেনি ভারতে, আশ্বস্ত করল সরকার]

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৯৫০ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা মঙ্গলবারের থেকে হাজার চারেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৪৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৬ হাজার ৮৯৫ জন। যা মঙ্গলবারের থেকে অনেকটা কম হলেও দৈনিক আক্রান্তের থেকে বেশি। ফলে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা অনেকটা কমে গিয়েছে। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮৯ হাজার ২৪০ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৬৫ শতাংশের বেশি। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৬ লক্ষ ৬৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১০ লক্ষ ৯৮ হাজার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement