সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে মানবিক বার্তা দিল ভারত সরকার। করোনা ভাইরাস আক্রান্ত চিনের ইউহান ও হুবেই প্রদেশ থেকে পাকিস্তানি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করতে পাকিস্তানের দিকে মদতের হাত বাড়িয়ে দিল মোদি সরকার।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘পাকিস্তান সরকার যদি চায় এবং অনুমতি দেয় তাহলে ভারতও পাকিস্তানি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসতে পারে। এজন্য ভারতের কোনও অসুবিধা হবে না। শুধু পাকিস্তানকে সদিচ্ছা দেখাতে হবে যে তারা নিজেদের নাগরিক ও পড়ুয়াদের উদ্ধার করে আনতে চায় চিন থেকে। পাকিস্তন অনুরোধ পাঠালেই ভারত পাক নাগরিকদের উদ্ধার করে আনবে।’ তিনি আরও বলেন, “ভারত নিজেদের নাগরিক ও পড়ুয়াদের উদ্ধারের পাশাপাশি মালদ্বীপ, নেপাল ও বংলাদেশের নাগরিকদেও উদ্ধার করে এনেছে। বিপন্ন প্রতিবেশীদের পাশে থাকাটা ভারতের দায়িত্ব বলেই মনে করেছে। পাকিস্তানের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। কিন্তু পাকিস্তানকেই ঠিক করতে হবে তারা নিজেদের নাগরিকদের ফেরাতে চায় কি না।”
কয়েকদিন আগেই পাকিস্তান জানিয়েছিল, চিনের সঙ্গে ‘সমবেদনা’ প্রকাশ করতেই ইউহানে আটকে থাক পড়ুয়াদের ফেরানো হবে না। তবে বিশ্লেষকরা আগেই বলেছিলেন, পাকিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। গত রবিবার সেই কথা মেনেও নিয়েছেন চিনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত নাঘমনা হাসমিন। আর এতেই ইউহান প্রদেশে আটকে থাকা পাকিস্তানি পড়ুয়াদের মাথায় হাত। তাঁদের অভিযোগ, ইউহানে চরম উঠেছে খাদ্য সংকট। এমনকী সাধারণ সুযোগ-সুবিধাও মিলছে না। কার্যত ঘরবন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে। দেশে ফেরার জন্য পাকিস্তান সরকারের কাছে আকুতি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তার কোনও ফল হয়নি। চলতি মাসের প্রথম দিকেই মালদ্বীপের ৭ বাসিন্দা-সহ ৩২৩ জন ভারতীয়কে নিয়ে ভারতে ফিরে আসে দ্বিতীয় বিশেষ বিমান। তাঁদের আপাতত দিল্লির মানেসরের ‘করেনটাইন’ সেন্টারে রাখা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.