ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ মে লকডাউন উঠে গেলেও উত্তরপ্রদেশে ৩০ জুন পর্যন্ত জমায়েত করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশ যাতে ঠিকঠাক মানা হয় তার জন্য প্রশাসন ও পুলিশকে সবসময় নজরদারি চালাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
Chief Minister has directed officers that no public gathering be allowed till 30th June. Further decision will be taken depending on the situation: Office of CM Yogi Adityanath #COVID19 pic.twitter.com/1zF4tw9dLE
— ANI UP (@ANINewsUP) April 25, 2020
শুক্রবার সন্ধেয় জেলা প্রশাসনগুলির উচ্চপদস্থ আধিকারিক, পুলিশকর্তা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে বৈঠক করেন যোগী। ওই বৈঠকে তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের উপরেই জোর দেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি তিনি বলেছেন, ‘রমজান মাস শুরু হয়েছে। সেই সময় সবাইকে বাড়িতে থেকেই প্রার্থনা করার অনুরোধ করেছেন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে আরও বৃদ্ধি না পায় তার জন্য জমায়েত করতেও বারণ করা হয়েছে। তাই আগামী ৩০ জন পর্যন্ত কোনও জমায়েত করা যাবে না।’
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তবলিঘি জামাতের প্রসঙ্গ উত্থাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বলেন, ‘বেশিরভাগ করোনা আক্রান্তের সঙ্গে তবলিঘি জামাতের যোগে রয়েছে। ইতিমধ্যেই তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। লকডাউনের নিয়ম ঠিক মতো পালন করার জন্যই রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রমণের হার খুব কম রয়েছে। তাই আগামী ৩ মে লকডাউন উঠে গেলেও রাজ্যের মানুষের স্বার্থে কিছু বিধিনিষেধ জারি থাকবে। কোনওভাবেই ৩০ জুন পর্যন্ত কোনও জমায়েত করা যাবে না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.