সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে আরও খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণের হার। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে বেশ খানিকটা বাড়ল মৃত্যুর হার। আর সেটাই নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল স্বাস্থ্যমহলের কাছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৬২৭ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। একদিনে করোনা ভাইরাসের (Coronavirus) কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন।
India reports 2,51,209 new #COVID19 cases, 627 deaths and 3,47,443 recoveries in the last 24 hours
Active case: 21,05,611 (5.18%)
Daily positivity rate: 15.88%Total Vaccination : 1,64,44,73,216 pic.twitter.com/vz7DhaPdvz
— ANI (@ANI) January 28, 2022
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষের সামান্য বেশি। বৃহস্পতিবারও যা ছিল ২২ হাজারের বেশি। পজিটিভিটি রেট ১৫.৮৮ শতাংশ। এখনও কেরল, মহারাষ্ট্রের পরিসংখ্যান এখনও চিন্তায় রাখছে। কেরলের (Kerala)স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাঁদের রাজ্যে সংক্রমিতদের ৯৪ শতাংশই ওমিক্রনে (Omicron) আক্রান্ত। এছাড়া দেশে এই মুহূর্তে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2।
করোনা কাল কাটিয়ে এবার ধীরে ধীরে স্কুল, কলেজ খুলতে উদ্য়োগী কেন্দ্রও। বেশ কয়েকটি রাজ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সামগ্রিকভাবে সেই ২০২০ সালের মার্চ থেকে বন্ধই সব। বিশেষত স্কুলগুলি। এবার ছোটদের পড়াশোনার স্বার্থে স্কুলগুলি খোলার নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফে। সূত্রের খবর, এ বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে পারে।
Centre likely to issue advisory on reopening schools soon: Sources
Read @ANI Story | https://t.co/r6zdOMlgLJ
#Centre #Reopening #schools pic.twitter.com/m8KXJhkJyU— ANI Digital (@ani_digital) January 28, 2022
দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। পাশাপাশি কো-মর্বিডিটি যুক্ত প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। ইতিমধ্যেই দেশের ১৬৪ কোটিরও বেশি দেশবাসী পেয়েছেন টিকা। আর এই হাতিয়ারে ভরসা করেই ফের স্বাভাবিক জনজীবনে ফিরতে চাইছেন আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.