Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus Update: একদিনে করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.৫৫ শতাংশ।

Coronavirus in India: 9923 new positive cases in last 24 hours, 17 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2022 9:29 am
  • Updated:June 21, 2022 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক পর দেশের কোভিড (COVID-19)গ্রাফে খানিকটা স্বস্তি। একদিনে সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। সামান্য কমেছে পজিটিভিটি রেটও। তবে সুস্থতার হার এবং ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের পরিসংখ্যানে উদ্বেগ জারি থাকছেই। এই পরিস্থিতিতে ফের স্বাস্থ্যবিধি কড়াকড়ি হবে কি না, তা নিয়ে আলোচনা নানা স্তরে। যদিও কেন্দ্র মনে করছে, কোনও নিয়মবিধি লাগু করার প্রয়োজন নেই আপাতত। গত ২৪ ঘণ্টায় বাংলাতেও করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৯২৩ জন, যা গত কয়েকদিন ১২ হাজারের বেশি ছিল। একদিনে দেশে কোভিডের বলি ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৭২৯৩ জন। সুস্থতার নিরিখে যা ৯৮.৬১ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর (Active case) সংখ্যা ৭৯,৩১৩। আগেরদিনের তুলনায় যা ২৬১৮ বেশি। মোট আক্রান্তের তুলনায় অ্যাকটিভ কেস ০.১৮ শতাংশ। করোনার কবলে মৃত্যু হয়েছে দেশের ৫,২৪, ৮৯০ জনের। যা আক্রান্তের ১.২১ শতাংশ।

[আরও পড়ুন: সংঘ পরিবারের ইচ্ছায় বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া, আনুষ্ঠানিক সিলমোহর সময়ের অপেক্ষা]

মহামারীর বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের (Corona vaccine) প্রয়োগের পথে হেঁটেছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টাতেও ১৩ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১৯৬ কোটি ৩২ লক্ষের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের ডোজ পেয়েছেন।  এদিকে, বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। বাংলারও কয়েকটি জেলা নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রক। হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুর নিয়ে উদ্বেগ জারি রয়েছে।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার, জেলেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধল যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement