Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: দেশের নিম্নমুখী কোভিড গ্রাফেও বাড়ছে চিন্তা, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৮

গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল মৃত্যু, করোনার বলি ৩১৫ জন।

Coronavirus in India: 6531 new cases in last 24 hours, 315 death | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 27, 2021 9:47 am
  • Updated:December 27, 2021 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষেও চিন্তা জারি থাকছে করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে। ২০২১ সালে দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা এই ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় দেশে খানিকটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। তবে মৃত্যুহার বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৩১৫ জন, রবিবারের তুলনায় যা অনেকটাই বেশি। এদিকে, বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের ৫৭৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন  ৭১৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা ৭৫,৮৪১। রবিবার করোনায় মৃতের সংখ্যা ছিল মাত্র ১৬২, আর সোমবার সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩১৫। ওমিক্রনের দাপটে সবচেয়ে বেশি জেরবার দিল্লি, মহারাষ্ট্র। দুই রাজ্যে ১৪০ ছাড়িয়েছে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। 

[আরও পড়ুন: Corona vaccine: ছোটদের ভ্যাকসিনের সিদ্ধান্ত ‘অবৈজ্ঞানিক’, বিস্ফোরক দাবি AIIMS-এর বিজ্ঞানীর

ওমিক্রন সামলাতে ফের কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে রাজধানী দিল্লি (Delhi)। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য নাইট কারফিউ জারি হচ্ছে এখানে। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। অন্যদিকে, কর্ণাটকেও করোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার থেকে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  আপাতত ১০ দিন এই বিধিনিষেধ থাকবে। একমাসের জন্য নাইট কারফিউ চালু করেছে অসমও। মধ্যপ্রদেশ, গুজরাটেও জারি রাত্রিকালীন বিধিনিষেধ।

[আরও পড়ুন: লাল সন্ত্রাসে রাশ টানতে অভিযান ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর, তুমুল সংঘর্ষে নিকেশ ৬ মাওবাদী]

অন্যদিকে, ওমিক্রনের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে অবতীর্ণ হতে প্রিকশন বা বুস্টার ডোজ চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন বছর ১০ জানুয়ারি থেকে তা চালু হবে। প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রথম ধাপে এই ডোজ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আবার ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সীদের ভ্যাকসিন চালু হবে দেশে।  সবমিলিয়ে, ওমিক্রনের বিপদ রুখতে ফের ভ্যাকসিনের উপরেই ভরসা করছে কেন্দ্রীয় সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement