Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: দেশে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ৩৩ হাজারের বেশি, শুরু ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়ল ২২.৫ শতাংশ।

Coronavirus in India: 33,750 new cases in last 24 hours with huge leap of Omicron, 123 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 3, 2022 9:40 am
  • Updated:January 3, 2022 10:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে (India)। লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। রবিবার তা ছিল সাড়ে ২৭ হাজারের সামান্য বেশি। শতকরা হিসেবে সোমবার তা লাফ দিয়ে ২২.৫ শতাংশ বেড়েছে। একদিনে করোনার (Coronavirus)বলি দেশের ১২৩ জন। এদিকে, নতুন বছরের শুরু থেকে করোনা যুদ্ধে আরও শান দিতে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে সোমবার থেকে বিভিন্ন কেন্দ্র থেকে করোনা টিকা (Corona vaccine)পাচ্ছেন দেশের কমবয়সিরা। কিন্তু তাতেও করোনার তৃতীয় ঢেউ কতটা ঠেকানো যাবে, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমহলেরই একটা বড় অংশ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, দেশের লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে তা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। মৃত্যুমুখে পড়েছেন ৪ লক্ষ ৮১ হাজারের বেশি। সুস্থতার হার তুলনায় খানিকটা কম। গত ২৪ ঘণ্টায় কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়েছেন মাত্র ১০ হাজার ৮৪৬ জন।  রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৭০০এ। 

[আরও পড়ুন: কাশ্মীরে বানচাল অনুপ্রবেশের ছক, সীমান্তরক্ষীদের গুলিতে খতম পাকিস্তানি জঙ্গি]

করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে দেখা দিয়েছে প্রায় সর্বত্রই।  তা মেনে নিয়েই এবার কমবয়সিদের টিকাকরণ শুরু করেছে কেন্দ্র। তথ্য বলছে, ১৫ থেকে ১৮ বছর বয়সি প্রায় ৬ লক্ষ ছেলেমেয়ে কো-উইন (CoWin) অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে। নিজের স্মার্ট ফোন না থাকলেও বাবা-মায়ের কারও ফোন থেকে টিকা পাওয়ার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।  কোভ্যাক্সিন দিয়ে তাদের টিকাকরণের কাজ শুরু হয়েছে সোমবার থেকে। এছাড়া ভারতের হাতে রয়েছে জাইডাস-ক্যাডিলার টিকা জাইকভ-ডি (ZyCov-D)।  সোমবার দেখা গেল, স্কুলের পোশাক পরেই কেউ কেউ টিকা নিতে গিয়েছে।

ওমিক্রনের দাপট রুখতে দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। বাংলা তার মধ্যে অন্যতম।  আপাতত ২ সপ্তাহে এ রাজ্য়ে জারি হয়েছে কড়া কোভিডবিধি। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। লোকাল ট্রেন চলবে সন্ধে ৭টা পর্যন্ত। এছাড়া একাধিক রাজ্যে নাইট কারফিউ লাগু করেছে প্রশাসন। 

[আরও পড়ুন: ‘যোগী সরকার অপরাধীদের সঙ্গে ‘জেল জেল’ খেলছে’, উত্তরপ্রদেশে এসে মন্তব্য মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement