Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৯৫, অনেকটা কমল অ্যাকটিভ রোগীর সংখ্যা

দেশে কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও।

Coronavirus in India: 30,256 new cases in last 24 hours, 295 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 20, 2021 9:40 am
  • Updated:September 20, 2021 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে ভারতের চেষ্টা ক্রমশ সাফল্যের পথেই এগোচ্ছে। দৈনন্দিন কোভিড (COVID-19) গ্রাফে চোখ রাখলেই তা স্পষ্ট হয়। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমেছে আরও। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের। রবিবার সংক্রমণ, মৃত্যুর হার ছিল এর চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৪৩ হাজার ৯৩৮ জন। এই হার ক্রমশই ঊর্ধ্বমুখী। অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, দেশের মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। করোনার বলি মোট ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩। তবে অনেকটা কমেছে অ্য়াকটিভ রোগীর সংখ্যা। রবিবার যা ছিল ৩ লক্ষ ৩২ হাজারের বেশি, সোমবার তা নেমে এল ৩ লক্ষ ১৮ হাজারের কাছে।

[আরও পড়ুন: পরিবারের আপত্তি, প্রেমিককে বিয়ে করতে প্রিয়জনদের বিষ খাওয়াল তরুণী!]

তবে কেরল (Kerala) নিয়ে চিন্তা জারি এখনও। দেশের ৩০ হাজর ২৫৬ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে অর্ধেকর বেশিই কেরলের। দক্ষিণের রাজ্যে একদিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের। 

এদিকে, করোনার তৃতীয় ধাক্কা সামলাতে টিকাকরণে জোর তো ছিলই। গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে রেকর্ড টিকাকরণ হয়েছে দেশে। চলতি সপ্তাহেও সেই ধারা অব্যাহত থাকার কথা। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা (Corona vaccine) পেয়েছেন ৩৭ লক্ষ ৭৮ হাজার ২৯৬ জন। এ নিয়ে মোট টিকাপ্রাপ্ত দেশবাসীর সংখ্যা ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ১৪৪। চলতি বছরের মধ্যে সমস্ত নাগরিকের টিকাকরণ শেষ করার লক্ষ্যে দ্রুত এগোচ্ছে কেন্দ্র।

[আরও পড়ুন: অজানা জ্বর যেন মৃত্যুদূত! আতঙ্কে উত্তরপ্রদেশে গ্রাম খালি করে পালাচ্ছেন বাসিন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement