Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: অক্টোবরে শীর্ষে উঠবে করোনার তৃতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ কমার মাঝেই সতর্কবার্তা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ২৫ হাজার ৭২ জন।

Coronavirus in India: 25,072 new cases in last 24 hours, 389 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 23, 2021 10:41 am
  • Updated:August 23, 2021 10:56 am  

সংবাদ প্রতিনিধি ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন পর দেশে অনেকটাই নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। কোভিডে মৃত্যু হয়েছে ৩৮৯ জন। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৩ জন দেশবাসীর টিকাকরণ হওয়ায় এ নিয়ে দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫।

দেশে দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণ কমার মাঝেও সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, অক্টোবরের মধ্যে শীর্ষে উঠবে তৃতীয় দফায় করোনা সংক্রমণ। অর্থাৎ তৃতীয় ঢেউ থেকে সতর্ক থাকতে প্রায় মাস দেড়েক আগেই জারি হচ্ছে সতর্কতা। জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের (NIDM) তরফে প্রধানমন্ত্রীর দপ্তরকে এই বার্তা দেওয়া হয়েছে বলে খবর। 

[আরও পড়ুন: ‘কোভিডবিধি কেবল হিন্দুদের ধর্মীয় উৎসবেই চাপানো হচ্ছে’, বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়] 

এই মুহূর্তে দেশে কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন অ্য়াকটিভ রোগী। তৃতীয় ধাক্কা সামলাতে বহু রাজ্য নতুন করে বিধিনিষেধ জারি হয়েছে। এ রাজ্যেও চলছে কোভিড বিধি। টিকাকরণে গতি বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ না হওয়ায় গতি খানিকটা শ্লথ। আর মহামারীর তৃতীয় ধাক্কা সামলানোর জন্য সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে উঠছে।

[আরও পড়ুন: Assam-Mizoram Conflict: ব্রিজ নির্মাণ নিয়ে ফের অশান্তি দুই রাজ্যে, দায়ের মামলাও]

যদিও এরই মধ্যে সুখবর শুনিয়েছে জাইডাস-ক্যাডিলা (Zydus-Cadila)। কমবয়সিদের জন্য তাদের তৈরি সূঁচবিহীন করোনা টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। অক্টোবরের মধ্যে ১ কোটি টিকা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে এই সংস্থা। তারপর হয়ত ছোটদের উপর পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র মিলবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement