সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম আসন্ন। করোনাবিধি মেনে সর্বত্র উৎসব পালনের প্রস্তুতি চলছে। তারই মধ্যে দেশের কোভিড (COVID-19) গ্রাফে ফের স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ তো কমলই। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭ দিনের মধ্যে সবচেয়ে নেমে এল অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগী ২ লক্ষ ৭৩ হাজারের সামান্য বেশি। মন্ত্রকের দাবি, ১৯৭ দিন পর ফের এতটা কমল অ্যাকটিভ কেস, যা বেশ আশাব্যঞ্জক।
COVID19 | India reports 24,354 new cases in the last 24 hours; Active caseload at 2,73,889; lowest in 197 days: Ministry of Health and Family Welfare pic.twitter.com/6t3MvQvppn
— ANI (@ANI) October 2, 2021
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ২৬ হাজার ৭২৭ জন। সেই তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ একটু কমল। শনিবার দেশে করোনার বলি ২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৪৫৫ জন। মহামারীর ছোবলে এ নিয়ে প্রাণ হারালেন দেশের ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১।
এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯। শুক্রবারের তুলনায় এ হার ৮.৯ শতাংশ কম। প্রায় ২০০ দিন পর দেশের অ্যাকটিভ করোনা কেস এতটা কমল। অ্যাকটিভ কেসের এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি দিলেও, চিন্তা জারি থাকছে কেরলের করোনা পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের ২৪ হাজার ৩৫৪ জনের মধ্যে স্রেফ কেরলেই সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৩৪ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের।
#COVID19 | Of 24,354 new cases reported in India in the last 24 hours, Kerala recorded 13,834 new cases and 95 deaths yesterday
— ANI (@ANI) October 2, 2021
আসন্ন উৎসবের মরশুমের আগে সর্বোচ্চ সংখ্যক দেশবাসীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় ৬৯ লক্ষ ৩৩ হাজার ৮৩৮ জন ভ্যাকসিন পেয়েছেন। শুক্রবার পর্যন্ত দেশের টিকাপ্রাপকের সংখ্যা ৮৯ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৫৫৪ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.