Advertisement
Advertisement
Corona

চিকিৎসকের হাতযশ, করোনাকে কুপোকাত করে যুদ্ধজয়ী ১২ দিনের শিশু

এই ধরনের ঘটনাই সাহস বাড়ায়, বলছেন নেটিজেনরা।

12-day-old baby girl at Bhopal hospital recovers from infection

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:May 3, 2020 6:54 pm
  • Updated:May 3, 2020 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের নিত্যনতুন কাণ্ডকারখানা দেখে চমকে উঠছে দুনিয়া! কখনও এই মারণ ভাইরাসের মরণ কামড়ে মারা যাচ্ছেন ৩৫ বছরের যুবক। আবার কখনও করোনাকে কুপোকাত করে পুনর্জন্ম হচ্ছে ১০৭ বছরের বৃদ্ধা। শুক্রবারই সকালে যেমন রাজস্থানের জয়পুরে করোনার জেরে প্রাণ হারিয়েছে ২০ দিনের শিশু। আর ওইদিনে রাতে মধ্যপ্রদেশের ভোপালে করোনাকে কুপোকাত করে জীবনযুদ্ধে জয়ী হল মাত্র ১২ দিনের এক শিশুকন্যা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই উজ্জ্বীবিত হয়ে পড়েছেন নেটিজেনরা।

শনিবার ওই শিশুটির বাবা জানান, গত সাত তারিখ ভোপালের সুলতানিয়া জানানা হাসপাতালে জন্ম ওই শিশুটির। ১১ এপ্রিল হাসপাতালে থেকে তাঁর স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ছেড়েও দেওয়া হয়। কয়েকদিন পরে তাঁরা জানতে পারেন, জন্মের সময় কর্তব্যরত এক নার্সের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তারপরই হাসপাতাল যোগাযোগ করে শিশুটি-সহ পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া মেটাতে নারাজ কেন্দ্র’, ‘লজ্জাজনক’ সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা ]

গত ১৯ এপ্রিল তার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় শিশুটি ছাড়া আর কারোর শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। এরপর ওই শিশুকন্যা ও তার মাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। ১৫ দিন ধরে সেখানে চিকিৎসা করিয়ে সু্স্থ হওয়ার পর শুক্রবার রাতে মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে একরত্তি মেয়ে।

[আরও পড়ুন: বিজেপির আমলে ‘পরাধীন’ সংবাদমাধ্যম, ভিডিও পোস্ট করে সরব কংগ্রেস]

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মেয়ে সুস্থ হয়ে গতকাল রাতে বাড়ি ফিরেছে। ভগবানের আর্শীবাদ ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমেই সুস্থ হয়েছে আমার মেয়ে। এই মহামারির বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছে তাই আমরা ওর নাম রেখেছি প্রকৃতি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement