সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুম বদলের সময় নিজেদের চরিত্র বদল করে ফের ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস (Coronavirus)। দেশে নতুন করে সংক্রমণের হার চিন্তা বাড়িয়েছে। তবে শনিবার দেশের কোভিড (COVID-19) গ্রাফ সামান্য নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার যা ছিল বারোশোর বেশি। তবে কমছে অ্যাকটিভ কেসও।
India’s active COVID-19 cases have come down to 15,200 from 15,705: Union health ministry
— Press Trust of India (@PTI_News) November 5, 2022
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৪৪৭। একদিনে ৭ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৪৮৬। অ্যাকটিভ কেস (Active Cases) এই মুহূর্তে ১৫,২০০। যা আগে ছিল ১৫,৭৫০। মোট আক্রান্তের ০.০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
Single-day rise of 1,082 COVID-19 cases pushes India’s tally to 4,46,59,447, death toll climbs to 5,30,486: Union health ministry
— Press Trust of India (@PTI_News) November 5, 2022
দেশের কোভিড গ্রাফের তথ্য় অনুযায়ী, মহারাষ্ট্রের (Maharashtra) পরিস্থিতি সবচেয়ে খারাপ। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সংক্রমণ বেশি। এছাড়া বাংলা-সহ বাকি রাজ্যগুলিতে মোটের উপর নিয়ন্ত্রণে সংক্রমণের মাত্রা।
এদিকে, মহামারী নির্মূল করতে জোরকদমে দেশে চলছে টিকাকরণ (Corona vaccination)। বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের (Pfizer) তৈরি বিশেষ টিকাটি বেশ কার্যকরী হচ্ছে। ইতিমধ্যে ২১৯ কোটি ৪৬ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। একদিনে ১, ৬৭,৬৫৯ ডোজ পেয়েছেন দেশবাসী। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৩০০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.