Advertisement
Advertisement
Coronavirus COVID 19

দেশে একদিনে করোনার কবলে ৮৩ হাজার, মোট মৃতের সংখ্যা পেরল ৯০ হাজারের গণ্ডি

তাৎপর্যপূর্ণভাবে ফের করোনা পরীক্ষার সংখ্যাটা ১০ লক্ষের কম।

Coronavirus in Bengali News: India's COVID19 case tally crosses 56-lakh mark | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 23, 2020 9:39 am
  • Updated:September 23, 2020 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দেশে করোনা পরীক্ষার সংখ্যাটা তাৎপর্যপূর্ণভাবে কম। একটা সময় দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাটা ১২-১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে গত তিন’দিন তা কমের দিকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যাটা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫৩ হাজার ৬৩৮-এ। সম্ভবত পরীক্ষার সংখ্যাটা কম হওয়ার কারণেই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা কম।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ হাজার ৩৪৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৮ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৪৬ হাজার ১১ জন। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে করোনায় মৃতের সংখ্যাটা আগের মতোই উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০ হাজার ২০ জন।

[আরও পড়ুন: ভারতে করোনার ভ্যাকসিন আসতে পারে নতুন বছরের গোড়াতেই, দাবি শীর্ষস্থানীয় বিজ্ঞানীর]

এদিকে গতকালের রেকর্ডের পর আজ অনেকটাই কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গতকাল রেকর্ড ১ লক্ষ ১ হাজার জন সুস্থ হয়েছিলেন। আজ সুস্থ হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। ফলে এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ লক্ষ ৮৭ হাজার ৬১৪ জন। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯ লক্ষ ৬৮ হাজার ৩৭৭ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement