সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বর্তমান করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতা এবং আলস্যকে দায়ী করল চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। তাদের দাবি, কেন্দ্র তাদের কোনও পরামর্শই মানছে না। বিশিষ্ট চিকিৎসক এবং গবেষকদের পরামর্শ স্রেফ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাফ কথা, এই মুহূর্তে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সুপরিকল্পিত সার্বিক লকডাউন। নাইট কারফিউ বা বিক্ষিপ্ত লকডাউন উপযোগী নয়।
#PMOIndia #NITIAayog #LargestVaccineDrive #IMAIndiaOrg IMA demands the health ministry wake up from its slumber and responds to mitigate the growing challenges of the pandemic. pic.twitter.com/7OxKgLhi9Q
— Indian Medical Association (@IMAIndiaOrg) May 8, 2021
রবিবার IMA’র পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমাদের তরফে অনেক আগেই দেশজুড়ে লকডাউন করার পরামর্শ দেওয়া হয়েছিল। হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা কেন্দ্রগুলো যাতে নিজেদের প্রস্তুত রাখতে পারে তার জন্য পূর্ব-ঘোষিত লকডাউন জরুরি ছিল। করোনার (CoronaVirus) দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদাসীন মনোভাব এবং উপযুক্ত পদক্ষেপ নিতে আলস্য দেখে দেখে আমরা স্তম্ভিত।’ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দাবি, তাদের হুঁশিয়ারি সত্ত্বেও লকডাউন করেনি কেন্দ্র, আর আজ প্রতিদিন নতুন করে ৪ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন। এর মধ্যে মাঝারি থেকে খারাপ অবস্থার রোগীর হার অন্তত ৪০ শতাংশ। আলাদা আলাদা করে বিক্ষিপ্ত লকডাউন (Lock Down) বা নাইট কারফিউ কোনও কাজে লাগেনি। অর্থনীতি ঠিক রাখার থেকে মানুষের প্রাণ বাঁচানো জরুরি। আইএমএর সাফ দাবি, কেন্দ্রের উচিত এখনই হাতে সময় নিয়ে সুপরিকল্পিতভাবে লকডাউন করা।
দেশজুড়ে অক্সিজেন সংকটের পিছনেও কেন্দ্রের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছে চিকিৎসকদের সংগঠনটি। তাদের দাবি, দেশে অক্সিজেনের সংকট নেই। শুধু সঠিকভাবে তা বিতরণ করতে পারছে না কেন্দ্র। যে কারণে এই সংকট। প্রসঙ্গত, চিকিৎসকদের অন্যতম বৃহৎ এই সংগঠনটি এর আগেও একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করেছে। এই সংঠনের শীর্ষপদে আছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁদের এই বিবৃতি নিয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.