Advertisement
Advertisement
মহারাষ্ট্র

২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, মোট আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

একদিনে ৩ হাজার মানুষের শরীরে মিলল মারণ ভাইরাসের সন্ধান।

Coronavirus Cases In Maharashtra Crosses China tally

ফাইল ছবি

Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 7, 2020 10:03 pm
  • Updated:June 7, 2020 10:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন, সামাজিক দূরত্বের বজ্র আঁটুনিটেও হচ্ছে ফস্কা গেরো। মাত্র ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ছুঁল ৩ হাজার। ফলে উদ্বেগে বিশেষজ্ঞরা।

কবি বলেছিলেন, ‘ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে’। কিন্তু এইভাবে শ্রেষ্ঠত্বের আসন নেবে তা কা জানত! ক্রমেই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কোনও কিছুতেই বাগে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণকে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষ। ‘আনলক-১’ শুরুর পর থেকে দেশে করোনা সংক্রমণের গতি শুধু উদ্বেগজনক বললে ভুল হবে। তা রীতিমতো আশঙ্কাজনক। শনিবারই করোনা সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড করেছিল ভারত। কিন্তু মাত্র একদিনের তফাতে সেই রেকর্ড ভেঙে ফের নয়া রেকর্ড গড়ল দেশ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেনের পর বিশ্বের দরবারে পঞ্চম স্থান গ্রহণ করল। স্পেনকে পিছনে ফেলে সংক্রমণের নিরিখে ক্রমেই এগিয়ে চলেছে ভারত। রবিবারই ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছুঁল ৩ হাজারের গণ্ডি। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৫ হাজার ৯৭৫ জন। রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত তিন হাজারেরও বেশি মানুষ। দুমাসের লকডাউনের পরও মহারাষ্ট্রে সংক্রমণের মাত্রাতিরিক্ত বৃদ্ধি টেক্কা দিল করোনার আঁতুরঘর চিনকে (China)। চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৬।

Advertisement

 [আরও পড়ুন:নৃশংসতার চিত্র গুয়াহাটিতে, ফাঁদ পেতে চিতাবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসীরা]

দেশের যে রাজ্যগুলি সংক্রমণের নিরিখে হিটলিস্ট তৈরি করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে বাণিজ্য নগরী মহারাষ্ট্র। ক্রমে স্থান পেয়েছে গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কলকাতা। রবিবার তামিলনাড়ুতে দেড় হাজার মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সেখানে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এই সংক্রমণের শেষ কোথায় সেই উত্তর এখনও অজানা।

 [আরও পড়ুন:‘জনতার রান্নাঘর’-এ ঢুকে খুন্তি নাড়লেন বিমান, অবাক হয়ে দেখলেন সূর্যকান্তরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement