সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের পর সোমবারও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাটা কমের দিকে। গত প্রায় সপ্তাহ দু’য়েক ধরেই দৈনিক সংক্রমণের সংখ্যাটা ৬৫ হাজার থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল। রবিবার তা অনেকটাই কমে হয় সাড়ে ৬১ হাজারের কাছাকাছি। সোমবার সংখ্যাটা ৬১ হাজারেরও নিচে নেমে এসেছে। একদিকে যেমন ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে সংক্রমণের এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি দিচ্ছে, অন্যদিকে তেমনই স্বস্তি দিচ্ছে করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাজয়ীর সংখ্যা নতুন সংক্রমণের থেকে অনেকটাই বেশি।
India’s #COVID19 case tally crosses 31 lakh mark with 60,975 fresh cases and 848 deaths in the last 24 hours.
The #COVID19 case tally in the country rises to 31,67,324 including 7,04,348 active cases, 24,04,585 cured/discharged/migrated & 58,390 deaths: Ministry of Health pic.twitter.com/X0tb6dYInC
— ANI (@ANI) August 25, 2020
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৯৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা হলেও কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪ জন। সুখবর হল সোমবার আক্রান্তকে ছাপিয়ে গিয়েছে করোনাজয়ীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৪ হাজার ৫৮৫ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৪ হাজার ৩৪৮ হাজার জন করোনা রোগী চিকিৎসাধীন।
সংক্রমণের নিরিখে এখনও তৃতীয় স্থানে থাকলেও, প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা এবং ব্রাজিলের থেকে ভারতের দৈনিক সংক্রমণ বৃদ্ধির গতি এখন অনেকটাই বেশি। তাছাড়া মোট সংক্রমণের নিরিখেও ব্রাজিলকে প্রায় ছুঁয়ে ফেলার মুখে ভারত। তবে সুস্থতার পাশাপাশি স্বস্তি দিচ্ছে মৃতের সংখ্যাটিও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮ হাজার ৩৯০ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.