সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কোভিড মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পরদিন দেশে ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, খানিকটা স্বস্তি দিয়ে আগের দিনের থেকে কমেছে অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা। তবে সব মিলিয়ে করোনার পরিসংখ্যান বেশ উদ্বেগজনক।
3,545 new COVID19 cases in India today; Active caseload at 19,688 pic.twitter.com/3sz7h1RuG7
— ANI (@ANI) May 6, 2022
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। যা আগের দিনের থেকে খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানীতে পজিটিভিটি রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি। আক্রান্তের নিরিখে দ্বিতীয় দিল্লি লাগোয়া হরিয়ানা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৬৮৮ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.০৫ শতাংশ।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২ জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ভারতে প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ৪৭ লক্ষ। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫১ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৫৪৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৮১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৯১৮ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.