Advertisement
Advertisement
Coronavirus school students

Corona পরিস্থিতিতে ‘নিখোঁজ’ বেসরকারি স্কুলের সাড়ে ১২ লক্ষ পড়ুয়া! চিন্তায় হরিয়ানা সরকার

কোথায় গেল এই বিশাল সংখ্যক পড়ুয়া?

Coronavirus: 12.5 lakh private school students ‘missing’in Haryana

ছবি: ফাইল

Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2021 8:35 pm
  • Updated:July 3, 2021 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে (Coronavirus) অনেক কিছুই বদলে গিয়েছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের রোজগার কমেছে। প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিন আগে অনলাইনে পঠনপাঠন শুরু হলেও একটা চমকপ্রদ পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠছে হরিয়ানার শিক্ষা দপ্তরের। দেখা যাচ্ছে, অতিমারীর এই দেড় বছরে হরিয়ানার (Haryana) বেসরকারি স্কুলগুলির ৪০ শতাংশ পড়ুয়ায় একপ্রকার ভ্যানিশ হয়ে গিয়েছে।

করোনা পরিস্থিতিতে পঠনপাঠন নিয়ে সম্প্রতি হরিয়ানার শিক্ষা দপ্তরে রিপোর্ট জমা দেয় সেরাজ্যের বেসরকারি স্কুলগুলি। তাতে দেখা গিয়েছে, ২০২০ শিক্ষাবর্ষে যেখানে ২৯ লক্ষ ৮৩ হাজার পড়ুয়া নাম নথিভুক্ত করেছিল, এ বছর নাম নথিভুক্ত করেছে মাত্র ১৭ লক্ষ ৩১ হাজার জন পড়ুয়া। অর্থাৎ প্রায় সাড়ে ১২ লক্ষ পড়ুয়া বেমালুম নিখোঁজ। যা মোট পড়ুয়ার সংখ্যার প্রায় ৪০ শতাংশ। মাত্র একটি শিক্ষাবর্ষে এত বিশাল সংখ্যক পড়ুয়া নিখোঁজ হয়ে যাওয়াটা এককথায় অবিশ্বাস্য।

Advertisement

[আরও পড়ুন: যোগীরাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে গেরুয়া শিবির? পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিরাট জয় BJP’র]

এখন প্রশ্ন হল এত সংখ্যক পড়ুয়া কোথায় গেল? অনেকের ব্যাখ্যা অতিমারীতে (Corona Pandemic) অনেক পড়ুয়ার অভিভাবকই রোজগার হারিয়েছেন। নাহয় আয় কমে গিয়েছে। সেই ধরনের পড়ুয়ারা হয়তো বেসরকারি স্কুল থেকে গিয়ে সরকারি স্কুলে ভরতি হয়েছে। এমনিতেও হরিয়ানায় সরকারি স্কুলের সংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার। যা বেসরকারি স্কুলের তুলনায় অনেকটাই বেশি। এখন প্রশ্ন হল, বেসরকারি স্কুল থেকে যদি সরকারি স্কুলে পড়ুয়ারা ভরতিও হয়ে থাকে, সেক্ষেত্রে স্কুল বদলের নথি থাকার কথা। সে হিসেবও মিলছে না। এই সাড়ে ১২ লক্ষ পড়ুয়া কি তবে স্কুলছুটদের দলে নাম লেখাল? উঠছে প্রশ্ন। যদিও কারও কারও ব্যাখ্যা, হরিয়ানায় বহু পরিযায়ী শ্রমিকের বাস। হয়তো লকডাউনে পরিযায়ী শ্রমিকেরা (Migrant Workers) বাড়ি ফিরেছেন। তাঁদের সঙ্গে ঘরে ফিরেছেন তাঁদের সন্তানরাও। কিংবা এই পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েরা হয়তো এখন আর বেসরকারি স্কুলে না পড়ে সরকারি স্কুলে পড়াশোনা করছে। যদিও, এই সবটাই সম্ভাবনার বিষয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement