সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যেন শেষ হয়েও শেষ হওয়ার নাম নিচ্ছে না। দিন দুই আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে গিয়েছিল ১০ হাজারের নিচে। কিন্তু রবিবার যেন ঠিক তার উলটো ছবি। শনিবারই একধাক্কায় দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার হয়ে গিয়েছিল। রবিবারও সংখ্যাটা কমবেশি একইরকম থাকল। তবে চিন্তার বিষয় হল, এদিনও দৈনিক সুস্থতার সংখ্যাটা আগের থেকে অনেকটা কমেছে। ফলে অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। তবে, স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিয়ে কমেছে দৈনিক মৃতের সংখ্যা।
India reports 12,194 new #COVID19 cases, 11,106 discharges, and 92 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,09,04,940
Total discharges: 1,06,11,731
Death toll: 1,55,642
Active cases: 1,37,567Total Vaccination: 82,63,858 pic.twitter.com/Sce28w0YHC
— ANI (@ANI) February 14, 2021
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১৯৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে নামমাত্র বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৪ হাজার ৯৪০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে খানিকটা কম। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৭ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ১১ হাজার ৭৩১ জন। দেশে ইতিমধ্যেই ৮২ লক্ষ ৬৩ হাজার ৮৫৮ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে কম হলেও, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.