Advertisement
Advertisement
করোনা ভাইরাস

করোনা পরিস্থিতি: কলকাতায় আক্রান্ত যুবকের পরিবারে সংক্রমণ ঘটেনি, স্বস্তি রিপোর্টে

চেন্নাইয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক ব্যক্তি।

Corona virus outbreak:family of the patient with COVID-19 in Kolkata are safe, says report
Published by: Sayani Sen
  • Posted:March 18, 2020 8:41 am
  • Updated:March 19, 2020 9:08 am  

ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। কলকাতাতেও করোনা আক্রান্ত এক যুবকের হদিশ মিলেছে। ভারতে মারণ চিনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  এখনও পর্যন্ত ১৫৯ জন। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু  হয়েছে  কমপক্ষে ৩ জনের। গোটা বিশ্বে মৃতের সংখ্যা  ৮ হাজার ২২৫ জন।  এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকুন।

রাত ৯.৪৫: কলকাতায় করোনা আক্রান্ত যুবকের মা, বাবাকে পাঠানো হল রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। সাবধানতার জন্য এই পদক্ষেপ, জানালর বেলেঘাটা আইডি।

Advertisement

রাত ৯.২৭:নয়ডায় জারি ১৪৪ জারি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সন্ধে ৮.৫৫: ফিলিপিন্স  থেকে ফিরে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত একজন। দেশে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে ১৬০।

সন্ধে ৮.৫০: কেরলের হাসপাতালগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। 

সন্ধে ৮.৪০: ইরানে আটাকে থাকা ১৯৫ জন ফেরানো হল ভারতে।

সন্ধে ৮. ২৫: কলকাতায় করোনা আক্রান্ত যুবকের পরিবারে কারও শরীরে COVID-19 জীবাণু মেলেনি। পরীক্ষার রিপোর্টে  আপাতত স্বস্তি। 

সন্ধে ৮.১৫: মহারাষ্ট্রে সরকারি অফিসগুলিতে ৪০ শতাংশ কর্মীর উপস্থিতিতে কাজ করার পরিকল্পনা। 

সন্ধে ৮.১০: মোহনবাগানের ক্যান্টিন বন্ধ ৩১ মার্চ পর্যন্ত।

সন্ধে ৭.৫১:  বেঙ্গালুরুর সাইবাবা মন্দির বন্ধ অনির্দিষ্টকালের জন্য। ভক্তদের মন্দিরের অতিথিশালা ছেড়ে দেওয়ার আবেদন।

সন্ধে ৭.৩০: করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা সিবিএসই বোর্ডের। পরীক্ষার্থীদের মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব রাখার নির্দেশ।

সন্ধে ৭.১৮: গুজরাটের সবরমতী আশ্রম বন্ধ করে দেওয়া হল ২৯ মার্চ পর্যন্ত। 

সন্ধে ৭.১৩: চেন্নাইতে প্রথম করোনা মুক্ত হয়ে ফিরলেন রোগী। তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

সন্ধে ৬.২৮: মহারাষ্ট্রে আরও দুজনের শরীরে COVID-19’র জীবাণু। ৩২ বছর বয়সি নেদারল্যান্ডস ফেরত মহিলা ও এক বৃদ্ধকে নিয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৩।

সন্ধে ৬.১০: স্পেনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫৫০। পাকিস্তানে করোনায় আক্রান্ত ২৫০জন। 

সন্ধে ৬.০৫: ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ভিস্তারা।

সন্ধে ৬.০০: চেন্নাইয়ে আরও ২ জনের শরীরে করোনা সংক্রমণ।

বিকেল ৫.৫৫: উত্তরবঙ্গ মেডিক্যালে করোনা সন্দেহে ভরতি আরও ১। বাড়ানো হল বেডের সংখ্যা।

বিকেল ৫.৪০: করোনা সন্দেহ করার পর বেলেঘাটা আইডি থেকে পালিয়ে খড়গপুরে চলে গেলেন যুবক। আপাতত মেদিনীপুর মেডিক্যালে ভরতি সন্দেহভাজন।

বিকেল ৫.৩৬: রাজস্থানের আজমেঢ় শারিফ দরগায় শুরু থার্মাল স্ক্রিনিং।

বিকেল ৫.৩৪: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গাজিয়াবাদের করোনা আক্রান্ত ব্যক্তি।

বিকেল ৫.২৫: অন্ধ্রপ্রদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল।

বিকেল ৫.১৪: নাগপুর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রেস্তরাঁ,  পানের দোকান। মদ বিক্রিতেও জারি নিষেধাজ্ঞা।

বিকেল ৪.৪৯: ফ্রান্স থেকে আসা দুই যাত্রীকে হাওড়া-দিঘা এসি সুপার এক্সপ্রেস থেকে তমলুক স্টেশনে নামিয়ে দেওয়া হল। আপাতত তমলুক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁদের।

বিকেল ৪.৪০: স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৮ জন।

বিকেল ৪.২২: করোনা আক্রান্ত ছেলেকে নিয়ে দায়িত্বজ্ঞানহীনতার জন্য নাম না করে আমলাকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,  “বিদেশ থেকে ফিরলেই পরীক্ষা করান। দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করবেন না। সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য। প্রভাব খাটিয়ে কেউ বাঁচতে পারবেন না। উপসর্গ দেখা দিলে লুকোবেন না।” বাসে-ট্রেনে ভিড় কমাতে সরকারি কর্মচারীদের শিফটে রদবদলের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

বিকেল ৪.১৬: করোনা সতর্কতায় বৃহস্পতিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দার্জিলিংয়ে পর্যটক নিষিদ্ধ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটকদের দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ।

দুপুর ৩.৫০: পালঘর স্টেশনে গরিবরথ প্যাসেঞ্জার থেকে নামিয়ে দেওয়া হল চার যাত্রীকে। তাঁদের হাতে দেওয়া হল কোয়ারেন্টাইনের স্ট্যাম্প।

দুপুর ৩.৪৫: পর্যটকদের পাহাড়ে না আসার অনুরোধ জিটিএ’র। 

দুপুর ৩.৪৩: করোনায় প্রথম মৃত্যু বাংলাদেশে। ঢাকা মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত হয়ে ভরতি হন। সেখানেই মৃত্যু হল ওই বৃদ্ধের।

দুপুর ৩.৩০: মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭ জন।

দুপুর ৩.২৭: আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ দিল্লির চিড়িয়াখানা।

দুপুর ৩.২৬: করোনা ঠেকাতে গৃহবন্দি অমিতাভ বচ্চন, সোনম কাপুর এবং জন আব্রাহাম। 

দুপুর ৩.২৫: সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত অন্তত ১২ জন ভারতীয়।

দুপুর ৩.২৩: তুচ্ছ মামলায় জড়িত ২৮০০ জন বন্দিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব পাঞ্জাবের কারামন্ত্রীর। 

দুপুর ৩.১৯: করোনা মোকাবিলায় উদাসীন মধ্য পূর্বের রাজ্যগুলি, অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। 
দুপুর ৩.১০:
করোনা সন্দেহে খড়গপুরে এক যুবককে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল। তিনি অসমের তিনসুকিয়া থেকে ফিরছিলেন। 

দুপুর ২.৪০: নবান্নে করোনা আক্রান্ত যুবকের মায়ের সঙ্গে কথা, আইসোলেশনে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
দুপুর ২.২৫:  লখনউতে সংক্রামিত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত এক চিকিৎসক। নয়ডাতে আরও একজনের শরীরে সংক্রামিত ভাইরাস।
দুপুর ২.২২: নতুন করে বেঙ্গালুরুতে ২ জন এবং উত্তরপ্রদেশে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত। 

দুপুর ২.২১: বৃহস্পতিবার থেকে বন্ধ তারকেশ্বর মন্দির।
দুপুর ২.২০: করোনা আক্রান্ত যুবকের চিকিৎসা করায় বাঙ্গুরের চিকিৎসককে পাঠানো হল বেলেঘাটা আইডিতে। হাসপাতালে ভরতি স্বাস্থ্যকর্মীও।
দুপুর ২.১৯: করোনা আক্রান্ত যুবকের মায়ের সঙ্গে কথা বলার জেরে এক পুরকর্মীকে তড়িঘড়ি বাড়িতে আইসোলেশনে পাঠানো হল।
দুপুর ২.১৮: করোনা আক্রান্ত সন্দেহে লন্ডন থেকে ফেরা সল্টলেকের এক যুবককে বেলেঘাটা আইডিতে ভরতি করা হল।
দুপুর ২.১৬: COVID19’এর পরীক্ষা করতে যোধপুর পার্ক এবং সাউথ সিটি লাগোয়া দুই ব্যক্তির বাড়িতে হানা পুলিশের।
দুপুর ২.১৫: কর্ণাটকে আরও ২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস।

দুপুর ২.০০: বুধবার থেকে করোনা সতর্কতায় বন্ধ হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন।

দুপুর ১.৪২: করোনা সতর্কতায় বারাণসীতে বন্ধ গঙ্গা আরতি। বন্ধ বৈষ্ণোদেবীর মন্দিরও।

Benaras
দুপুর ১.৪০: বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের মাত্র চারটি এজলাসে চলবে শুনানি।
দুপুর ১.৩৪: জিৎ-মিমির সঙ্গে একই বিমানে কলকাতায় ফেরা যুবকের শারীরিক পরীক্ষার পর করোনা সংক্রমণে ভরতি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে। 
দুপুর ১.৩০: লাদাখের ৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ।
দুপুর ১.১৫: অন্তর্দেশীয় বিমানযাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা হবে।
বেলা ১২.৫৮: কোয়ারেন্টাইনে থাকাকালীন লুধিয়ানার হাসপাতাল থেকে পলাতক ১৬৭ জন।
বেলা ১২.৫০: করোনা সংক্রমণ ঠেকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া।
বেলা ১২.৪০: তেলেঙ্গানাতেও এক ব্যক্তির শরীরে মিলল করোনা ভাইরাস।
বেলা ১২.৩০: নরওয়ে থেকে গোয়ায় আসা এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত।
বেলা ১২.১৫: করোনা সতর্কতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কানপুর বিশ্ববিদ্যালয়।
বেলা ১২.০৫: পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ প্রশাসনের।
বেলা ১২.০০: কোন কোন কর্মী ইতিমধ্যে বিদেশে গিয়েছিলেন? তথ্যপ্রযুক্ত সংস্থাগুলির কাছ থেকে তথ্য চেয়ে পাঠাল ওড়িশা প্রশাসন।
সকাল ১১.৫৫: করোনা সতর্কতায় জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠকে বসলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
সকাল ১১.৪৫: শেয়ার বাজার ফের ধস। সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট।
সকাল ১১.৪০: লাদাখে জারি ১৪৪ ধারা।
সকাল ১১.৩০: আফ্রিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ জন।
সকাল ১১.১৫: করোনা সতর্কতায় স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা পাচ্ছে না মিড-ডে মিল। বিভিন্ন রাজ্যকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।

সকাল ১১.১৩: করোনা সংক্রমণের সন্দেহে বেঙ্গালুরু থেকে ফেরা ৩ যুবককে গ্রামে ঢুকতে বাধা। কাটোয়ায় তীব্র চাঞ্চল্য।
সকাল ১১.১০: করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত আইআইটি মুম্বইয়ে ছুটি ঘোষণা।
সকাল ১১.০৫: মেলবোর্ন থেকে ফিরে আইসোলেশনে তারকা ওপেনার শিখর ধাওয়ান।
সকাল ১০.৫০: শুটিং বাতিল করে লন্ডন থেকে ফিরেই আইসোলেশনে জিৎ, মিমি। আগামী ১৪ দিন গৃহবন্দি থাকবেন বলেই জানিয়েছেন তারকা সাংসদ।
সকাল ১০.৪০: বিদেশমন্ত্রকের তরফে চালু ২৪x৭ হেল্পলাইন নম্বর। নম্বরটি হল: ০১১-২৪৩০০৬৬৬।
সকাল ১০.১৬: আমেরিকা থেকে ফিরে আইসোলেশনে পুরীর গজপতি মহারাজ এবং তাঁর পরিজনেরা।
সকাল ১০.১০: মোদির নির্দেশে আপাতত রাজনৈতিক কর্মসূচিতে ‘না’ বিজেপির।
সকাল ১০.০৯: করোনা আতঙ্কের জেরে পিছিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ওপেন।
সকাল ১০.০০: ইরানে করোনা আক্রান্ত অন্তত ২৫০ জন ভারতীয়। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৮৮ জনের।
সকাল ৯.৫০: করোনা আতঙ্কের জেরে ভারত সফর বাতিল করলেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি ত্রুতনেভ। মঙ্গলবার রাশিয়ার কূটনীতিক মহল সূত্রে একথা জানা গিয়েছে। চলতি মাসের শেষে ভারত সফরে আসার কথা ছিল ত্রুতনেভের।
সকাল ৯.৩০: দিনের শুরুতে সেনসেক্স চড়ল ৫১৮.৭২ পয়েন্ট।

সকাল ৯.২৫: সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত  মোট ১৪৭ জন।

সকাল ৯.২২: কুয়েত থেকে ফেরা যুবককে ভরতি করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। কান্দির বিজয়নগরের বাসিন্দা ওই যুবকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার নমুনা পাঠানো হবে কলকাতায়। কোয়েরেন্টাইনে ওই যুবকের পরিজনরা। 

সকাল ৯.১৮: রবিবার এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় ফেরেন রাজ্যের আমলার ছেলে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কার কার সংস্পর্শে এসেছেন তিনি, তা জানতে যুবকের গতিবিধি নজরে রেখেছে স্বাস্থ্যদপ্তর। 

সকাল ৯.১২: সদ্য দুবাই থেকে ফিরেছেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু। করোনা সতর্কতায় আপাতত ১৪ দিন সেল্‌ফ আইসোলেশনে থাকবেন তিনি।

সকাল ৯.০৮: শুটিং বাতিল করে কলকাতায় ফিরলেন মিমি, জিৎ, বিশ্বনাথ, অভিষেক।
সকাল ৮.৫৭: অস্ট্রেলিয়ায় জারি জরুরি অবস্থা। 
সকাল ৮.৫৩: ওড়িশার ৫ জেলায় জারি ১৪৪ ধারা।
সকাল ৮.৫০: জম্মু-কাশ্মীরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা।
সকাল ৮.৪৫: কর্মীদের বেতনহীন ছুটির কথা ঘোষণা করল বিমান সংস্থা গো এয়ার।
সকাল ৮.৪১: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত বৈঠক বাতিল।
সকাল ৮.৩৫: পুণেতে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই নিয়ে পুনেতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। মহারাষ্ট্রে মারণ চিনা ভাইরাসে সংক্রামিত মোট ৪২ জন। 

সকাল ৮.০০: লেহ’র একজন সেনা জওয়ানের দেহে মিলল করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ। ছুটিতে বাড়িতে থাকাকালীনই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, স্টেজ-২ করোনা ভাইরাসে আক্রান্ত তিনি। আইসোলেশন ওয়ার্ডে রেখে চলছে তাঁর চিকিৎসা। ওই জওয়ানের বাবা ইরানে গিয়েছিলেন। তাঁর বাবা এবং বোনের শরীরেও করোনা সংক্রমণ হয়েছে। তাঁর মাকে কোয়েরেন্টাইনে রাখা হয়েছে।
সকাল ৭.৩০: এই প্রথম বিশ্বভারতীতে বন্ধ হল বুধবারের উপাসনা। করোনা সংক্রমণ রুখতে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।  
সকাল ৭.০০: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২ কর্মীর শরীরে করোনা ভাইরাস সংক্রমণ। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement