সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ মে উঠছে না লকডাউন। আরও দু’সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে আগামী ১৭ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এই সময় বিশেষ অনুমতি ছাড়া বাস, ট্রেন, বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তরাঁ, শপিং মল, সিনেমা হল, সাঁলো। রেডজোনে-সহ বিভিন্ন এলাকায় কিছু অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দেওয়া হয়েছে। এই মর্মে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়।
Ministry of Home Affairs issues order under the Disaster Management Act, 2005 to further extend the Lockdown for a further period of two weeks beyond May 4: MHA pic.twitter.com/Cw4bkdMTFU
— ANI (@ANI) May 1, 2020
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, লকডাউনের ইতিবাচক প্রভাব পড়েছে কোভিড মোকাবিলায়। তাই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই কিছু ছাড় দিয়ে লকডাউন বাড়ানো ইঙ্গিত মিলেছিল। তারপর পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবার কেন্দ্রের তরফে আরও ১৪ দিন লকডাউন বাড়ানোর কথা জানানো হল। তবে সংক্রামিতের সংখ্যা ও নতুন সংক্রমণের আশঙ্কার উপর নির্ভর করে বিভিন্ন জোনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।আগামী ৪ মে থেকে এই নির্দেশিকা কার্যকরি হবে।
A limited number of activities will remain prohibited across India, irrespective of the zone, including travel by air, rail, metro & inter-State movement by road; running of schools, colleges, & other educational & training/coaching institutions: MHA pic.twitter.com/R6DYKTcs36
— ANI (@ANI) May 1, 2020
কেন্দ্রের তরফে করোনা সংক্রমণের ধরণ অনুযায়ী আগেই দেশকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রেড জোন ( সংক্রামিত প্রচুর), কনটেনমেন্ট জোন (রেড জোনের মধ্যে হাই রিস্ক এলাকা), অরেঞ্জ জোন (সংক্রমণ তুলনামূলক কম) ও গ্রিন জোন (গত ২১ দিনে কোনও সংক্রামিতের হদিশ নেই)। এবার সেই অরেঞ্জ ও গ্রিনজোনে অর্থনৈতিক কার্যকলাপে ভিন্ন ভিন্ন ছাড় দেওয়া হয়েছে। কোথাও কোথাও আরও শক্ত করা হল বজ্র আঁটুনি, কোথাও আবার ছাড় মিলল বেশকিছুটা। তবে গোটা দেশেই বন্ধ থাকছে যে কোনও ধরণের জমায়েত। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও কড়া নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে।
রেড জোন ও কনটেনমেন্ট জোনে
In Orange Zones, in addition to activities permitted in Red Zone, taxis&cab aggregators will be permitted with 1 driver&1 passenger only: Ministry of Home Affairs on extension of #lockdown for two weeks from May 4 pic.twitter.com/09w8PdzqwD
— ANI (@ANI) May 1, 2020
Movement of individuals in all zones, for all non-essential activities, shall remain strictly prohibited between 7 pm to 7 am: Ministry of Home Affairs pic.twitter.com/j5Fhh9IsXk
— ANI (@ANI) May 1, 2020
Liquor stores & paan shops will be allowed to function in green zones while ensuring minimum six feet distance (2 gaz ki doori) from each other & ensuring that not more 5 persons are present at one time at the shop: MHA on the extension of #lockdown for two weeks from May 4
— ANI (@ANI) May 1, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.