সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির মোকাবিলায় বেনজিরভাবে রাজ্যের পাশে দাঁড়াল কেন্দ্র। মহামারি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবিমতো রাজ্যের বকেয়া টাকার একটা বড় অংশ মিটিয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই সঙ্গে বাংলাকে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে প্রাপ্য টাকার একটা বড় অংশ অগ্রিম মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।
These States are Andhra Pradesh, Assam, Himachal Pradesh, Kerala, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Punjab, Sikkim, Tamil Nadu, Tripura, Uttarakhand & West Bengal. The remaining Rs 11,092 crore is to all States as advance payment of Central share of 1st instalment of SDRMF. pic.twitter.com/GqiIc1FnAr
— NSitharamanOffice (@nsitharamanoffc) April 3, 2020
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছিলেন, করোনা রুখতে রাজ্যের বকেয়া টাকা মেটানোর পাশাপাশি ২৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। লকডাউনের জেরে রাজ্যগুলির ভাঁড়ারে টান পড়ছে। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় বিপুল রাজস্ব ঘাটতির সম্ভাবনা তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি এবং জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যের যে বিপুল বকেয়া আছে, তা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত কেন্দ্রের। শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রী নন, বিরোধীদের দখলে থাকা একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী একই দাবি করছিলেন। পাঞ্জাব, কেরলের মতো রাজ্যগুলির দাবি ছিল, করোনা রুখতে গিয়ে রাজ্যের ‘ভাঁড়ে মা ভবানী’র মতো পরিস্থিতি। অথচ হাজার হাজার কোটির বকেয়া মেটাচ্ছে না সরকার।
এই পরিস্থিতিতে একপ্রকার চাপে পড়ে রাজস্ব ঘাটতির একটা অংশ ১৪টি রাজ্যকে মিটিয়ে দিল কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যগুলিকে প্রায় ৬ হাজার ১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। এর মধ্যে বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ। আর বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যগুলির প্রাপ্য থেকেই দেওয়া হয়েছে আরও ১১ হাজার ৯২ কোটি টাকা। এতে পশ্চিমবঙ্গের ভাগ ৫০৪ কোটি ৫ লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে বাংলা এই মুহূর্তে কেন্দ্রের কাছে প্রায় ৯২৩ কোটি টাকা পাচ্ছে। যা মুখ্যমন্ত্রীর দাবির ধারেকাছে না হলেও, বিপর্যয়ের পরিস্থিতিতে মহার্ঘ হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.