Advertisement
Advertisement
Corona Vaccination

প্রথম দিনের টিকাকরণেই রেকর্ড ভারতের, রবিবার ভ্যাকসিন নিলেন আরও ১৭ হাজার জন

ভ্যাকসিন নেওয়ার পর ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

Corona Vaccination: India has highest day one vaccination number in the world | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 17, 2021 8:21 pm
  • Updated:January 17, 2021 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা টিকাকরণের (Corona Vaccination) প্রথম দিনই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ভারত। শনিবার দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। আর প্রথম দিনই সব মিলিয়ে ২ লক্ষ ৭ হাজার ২২৯ জন করোনার টিকা নিয়েছেন। যা কিনা বিশ্ব রেকর্ড। এর আগে বিশ্বের কোনও দেশে প্রথম দিনে এত মানুষকে টিকা দেওয়া হয়নি। এমনকী, আমেরিকা বা ব্রিটেনের মতো উন্নত পরিকাঠামোর দেশও একদিনে এত মানুষের টিকাকরণের ব্যবস্থা করতে পারেনি। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

এদিকে, রবিবারও দেশের বিভিন্ন জায়গায় টিকাকরণ হয়েছে। তবে, প্রথম দিনের মতো বৃহৎ আকারে এদিন টিকা দেওয়া হয়নি। স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) তরফে জানানো হয়েছে, টিকাকরণের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার দেশে মোট ১৭ হাজার ৭২ জন টিকা নিয়েছেন। যার ফলে এখনও পর্যন্ত দেশে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন টিকাকরণ কম হওয়াটা আসলে সরকারের পরিকল্পনারই অংশ। কেন্দ্র এমনভাবে টিকাকরণ করতে চাইছে, যাতে অন্যান্য রোগের টিকাকরণে কোনও সমস্যা না হয়। সেজন্যই রবিবার অর্থাৎ দ্বিতীয় দিন মাত্র ছ’টি ছোট রাজ্যে করোনার টিকাকরণ অভিযান চালানো হয়।

[আরও পড়ুন: ‘নিজেদের সময়ে কী করেছিলেন?’, কংগ্রেসকে বিঁধে কৃষি আইনের পক্ষে সওয়াল অমিত শাহর]

এদিকে প্রথম দিনের টিকাকরণের পর বেশ কিছু গ্রহীতার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তবে, স্বাস্থ্যমন্ত্রক আশ্বস্ত করেছে, এতে চিন্তার কোনও কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম দিন গোটা দেশে ৪৪৭ জন গ্রহীতার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র ৩ জনকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। এবং তাঁরা প্রত্যেকেই বিপদমুক্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement