করোনায় ত্রস্ত গোটা বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৪২,৮৩৬। মৃত্যু হয়েছে ১৩৮৯ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আজ থেকে লকডাউনের তৃতীয় দফায় শর্তসাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খুলছে মদের দোকান, সেলুন, স্পা-ও। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৬১ জনের মৃ্ত্যু হয়েছে এ রাজ্যে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৫৯। সুস্থ হয়েছেন ২১৮ জন। এই পরিস্থিতিতে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.২০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নেই। যদিও বেড়েছে আক্রান্তের সংখ্য়া। টুইটারে জানাল স্বাস্থ্য দপ্তর।
349 new #COVID19 positive cases reported in Delhi today, taking the total number of cases to 4898; no deaths due to Coronavirus recorded in the state in the last 24 hours: State Health Department pic.twitter.com/WrxD7ignyc
— ANI (@ANI) May 4, 2020
রাত ৯: ফের পত্রবোমা রাজ্যপালের। করোনা পরিস্থিতি থেকে লকডাউনে রেশন বণ্টনে রাজ্যের ভূমিকার সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে ৪ পাতার চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাত ৮.২০: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের স্পেশ্য়াল ব্রাঞ্চের এক অফিসার। খড়দহের বাসিন্দা ওই অফিসার ২৭ এপ্রিল জ্বর নিয়ে কলকাতা থেকে বাড়ি ফেরেন। আজ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বারাসতের কদম্বগাছির কোভিড হাসপাতালের ভরতি তিনি। পরিবারের ৫ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
রাত ৮: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বারাসত জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা। মোট সাড়ে ৮ লক্ষ ৪৬ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি, লকডাউনের শুরুর দিন থেকে এলাকার প্রৌঢ় ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হেলপ লাইন নম্বর চালু করেছেন। এছাড়া কমিউনিটি কিচেন থেকে ফুটপাথবাসীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন জেলা পুলিশের কর্মীরা।
সন্ধে ৭.১৫: কর্ণাটকের শহরাঞ্চলে চালু হতে পারে তথ্য-প্রযুক্তি সংস্থার কাজ। শুরু করতে চেয়ে অনলাইনে আবেদন করতে হবে সরকারের কাছে। সংক্রমিত এলাকায় অফিস খোলা যাবে না। জানাল ইয়েদুরাপ্পা প্রশাসন।
Karnataka Govt asks industries to submit online self-declaration of adhering to standard operating procedure to resume operations. Govt has allowed certain industries & IT/ITES companies to resume operations in urban areas &all industries in rural areas outside containment zones.
— ANI (@ANI) May 4, 2020
সন্ধে ৬.৩৫: বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগ। ৭ মে থেকে ধাপে ধাপে ফেরানোর কথা ঘোষণা কেন্দ্রের।
Govt of India will be facilitating the return of Indian nationals stranded abroad on compelling grounds in a phased manner. The travel would be arranged by aircraft and naval ships. The Standard Operating Protocol (SOP) has been prepared in this regard: Government of India
1/2— ANI (@ANI) May 4, 2020
সন্ধে ৬.২৭: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ পিয়ারলেস হাসপাতালের ৫ জন করোনা আক্রান্ত। সংক্রমণ এড়াতে নতুন করে কোনও রোগী ভরতি করা হবে না। জানিয়ে দিল কর্তৃপক্ষ।
বিকেল ৫.৪৫: দেশে আক্রান্তের সংখ্য়া বেড়ে ৪২,৮৩৬। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৭৩ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ৮৩ জনের। টুইট করে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
2573 new cases and 83 deaths reported in last 24 hours.
Total number of #COVID19 positive cases in India rises to 42836 including 29685 active cases, 11762 cured/discharged/migrated and 1389 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/s2lHbomxHb— ANI (@ANI) May 4, 2020
বিকেল ৫.৩০: ”রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২৫৯। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন, শতকরা হার ১৭.৩২%। এই মুহূর্তে চিকিৎসাধীন ৯০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে ৬১।” নবান্নে ঘোষণা মুখ্যসচিব রাজীব সিনহার।
বিকেল ৫.১০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলীপ ঘোষের। আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
বিকেল ৪.৫০: নয়ডার রাস্তায় থুতু বা গুটখার পিক ফেললে জরিমানা করা হবে। প্রথমবারের অপরাধে জরিমানা ৫০০ টাকা। দ্বিতীয়বার তা করলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
Spitting/spitting of tobacco products at public places is prohibited in Noida. A fine of Rs 500 will be charged from 1st time offenders and Rs 1000 from 2nd time offenders: Chief Executive Officer, Noida authority pic.twitter.com/H0OqpGbyCL
— ANI UP (@ANINewsUP) May 4, 2020
বিকেল ৪.৩৫: কেন্দ্রীয় প্রতিনিধি দলের এসকর্ট গাড়ির চালক করোনায় আক্রান্ত। যদিও তিনি প্রতিনিধি দলের কারও সংস্পর্শে আসেননি বলেই জানা যাচ্ছে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
BSF driver who drove escort car for Inter-Ministerial Central Team (IMCT) convoy in Kolkata has tested COVID19 positive. The driver was immediately removed 30th April & quarantined. 50 jawans who came in contact with him have been quarantined: BSF sources 1/2
— ANI (@ANI) May 4, 2020
বিকেল ৪.১০: পুণেতে করোনার বলি এক এএসআই আধিকারিক। গত ১২ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
বিকেল ৪.০০: বাংলায় মদ কেনা-বেচা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল আবগারী দপ্তর। নয়া নিয়ম অনুযায়ী, একজন ক্রেতাকে দু’বোতলের বেশি মদ দেওয়া যাবে না। সেই সঙ্গে একই সময় লাইনে পাঁচজনের বেশি দাঁড়াতে পারবেন না। দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
বেলা ৩.৩৫: করোনার জেরে এবার স্থগিত সিভিল সার্ভিস পরীক্ষা। আগামী ৩১ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন দিনক্ষণ ২০ মে ঘোষণা করা হবে।
বেলা ৩.০৫: মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। পূর্ব দিল্লিতে মদের দোকান খোলার পরও সমস্ত দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিল পুলিশ।
বেলা ২.৪০: কেন্দ্রের সহায়তায় ট্রেনে করে ত্রিপুরায় আটকে পড়া ৩৩ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানো হবে। জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
Govt of Tripura along with the help of Central Govt have decided to sent back 33,000 migrant workers to their respective states from Tripura largely by train: Chief Minister of Tripura Biplab Kumar Deb. #CoronavirusLockdown pic.twitter.com/mEKhWYciN2
— ANI (@ANI) May 4, 2020
বেলা ২.২৫: কেন্দ্রের নির্দেশিকা মেনে হরিয়ানায় খুলল সেলুন। সেলুনের ভিতর এক সময় একজন কর্মী ও একজন খদ্দেরই শুধু থাকার অনুমতি পাবেন।
বেলা ২.০৫: বিশেষ ট্রেনে বিহারে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা পৌঁছনোর পর ২১ দিনে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বেলা ১.৪০: ফের বাংলার মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এদিন রাজ্য ছাড়ার আগে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা হল চিঠিতে। পাশাপাশি রাজ্যের তরফে কোনও সাহায্য মেলেনি বলেও অভিযোগ। করোনা সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্যকে স্বচ্ছতা বজায় রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
IMCT writes to West Bengal Chief Secretary on their final day in the state. “State needs to be transparent & consistent in reporting figures & not play down spread of virus”, writes IMCT leader Apurva Chandra pic.twitter.com/u6mtaWRZtt
— ANI (@ANI) May 4, 2020
বেলা ১.৩০: এই প্রথম NAM সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলা নিয়ে হবে আলোচনা।
বেলা ১.১৫: দিল্লির সিজিও কমপ্লেক্সের বিএসএফ হেডকোয়ার্টারে সোমবার এক কর্মী করোনায় আক্রান্ত হয়। যার জেরে বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ সিল করে স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।
After a staff member of Border Security Force (BSF) working in Headquarters at CGO Complex in Delhi tested positive for #COVID19 last night, first and second floor of the office have been closed for sanitization: BSF
— ANI (@ANI) May 4, 2020
বেলা ১.০৫: মদের দোকানের বাইরে লম্বা লাইন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সেই কারণে দিল্লির করোল বাগে মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।
বেলা ১২.৩০: লকডাউনের তৃতীয় পর্বে প্রথমবার দিল্লির সচিবালয়ে ক্যাবিনেট বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ থেকে রাজধানীতে অনেকটাই শিথিল লকডাউন।
Chief Minister Arvind Kejriwal held first Cabinet meeting in the Delhi Secretariat today after government offices were allowed to be opened by the Delhi government from today. #COVID19 pic.twitter.com/o70R9oTyz5
— ANI (@ANI) May 4, 2020
বেলা ১২.০৫: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার দুপুর ৩টের মধ্যেই কলকাতায় পৌঁছনোর কথা তাদের। এদিন হয়তো কলকাতা বা তার আশেপাশের এলাকায় ঘুরবে না দলটি। বরং করোনা মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতির আপডেট নেবে।
সকাল ১১.৪৫: দিল্লির কাশ্মীরি গেট এলাকায় মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব না মেনেই লাইনে ক্রেতারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। ছত্তিশগড়েও মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্সিং।
#WATCH: Police resorts to mild lathicharge outside a liquor shop in Kashmere Gate after social distancing norms were flouted by people outside the shop. #Delhi pic.twitter.com/XZKxrr5ThC
— ANI (@ANI) May 4, 2020
সকাল ১১.১০: পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ায় ৮৫ শতাংশ ভরতুকি দিয়েছে রেল। মাত্র ১৫ শতাংশ শ্রমিকদের থেকে তুলে দিতে হবে রাজ্য সরকারকে। দাবি বিজেপির।
সকাল ১০.১৮: সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি পুরষ্কারের মনোনয়ন দেওয়ার মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন। জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
Government of India extends the invitation of nominations for Sardar Patel National Unity Award till 30th June 2020: Ministry of Home Affairs
— ANI (@ANI) May 4, 2020
সকাল ৯.৫৫: ৪ মে সকাল ৯টা পর্যন্ত দেশে করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ৭ হাজার ২৩৩টি। জানাল আইসিএমআর।
সকাল ৯.৪৮: গোয়া, অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে শর্তসাপেক্ষে খুলল সেলুন, স্পা। সকাল থেকে ক্রেতাদের ভিড়।
Andhra Pradesh: Salons open in Vijayawada following the revised guidelines issued by Ministry of Home Affairs for the #CoronavirusLockdown that has been extended till May 17. pic.twitter.com/P2eMfxjRwC
— ANI (@ANI) May 4, 2020
সকাল ৯.২০: দেশে লডকাউনের সময়সীমা আরও বাড়ার জের। শেয়ার বাজারে ধস। সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট।
সকাল ৮.৫০: দেশে ফের লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা। করোনার কবলে মোট ৪২,৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭২ জন ও আক্রান্ত ২৫৫৩। মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৩। অ্যাকটিভ কেস ২৯,৪৫৩। সুস্থ হয়ে উঠেছেন ১১,৭০৭ জন। দেশের মধ্যে সবচেয়ে করুন পরিস্থিতি মহারাষ্ট্রের। জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Total number of #COVID19 positive cases in India rises to 42,533 including 29,453 active cases,11,707 cured/discharged/migrated and 1373 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/zqwLyTceUO
— ANI (@ANI) May 4, 2020
সকাল ৮.৩০: আজ থেকে শর্তসাপেক্ষে কর্ণাটকে খুলছে মদের দোকান। সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত হবে কেনা-বেচা। দীর্ঘদিন পর দোকান খোলায় সকাল সাতটা থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন সুরাপ্রেমীরা। ছত্তিশগড়েও সোমবার সকালে ধরা পড়েছে একই ছবি।
সকাল ৮.১০: পরিযায়ী শ্রমিকদের রেল যাত্রার খরচ নেবে না কেন্দ্র। এই ঘোষণার পরই সরব হয়েছিল বিরোধীরা। এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানালেন, পরিযায়ী শ্রমিক ও কর্মীদের রেল যাত্রার খরচ বহন করবে প্রদেশ কংগ্রেস কমিটি। তাঁদের যাতে বাড়ি পৌঁছতে কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করবে কংগ্রেস।
Indian National Congress has taken a decision that every Pradesh Congress Committee shall bear the cost for the rail travel of every needy worker & migrant labourer and shall take necessary steps in this regard: Sonia Gandhi, Congress President (File pic) pic.twitter.com/rmQ4ovsHhE
— ANI (@ANI) May 4, 2020
সকাল ৭.৪৫: লকডাউনের মধ্যে রেড জোনেও মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র। যাতে তীব্র আপত্তি দেখিয়েছেন ঔরঙ্গাবাদের সাংসদ। তাঁর দাবি, এখন মদের দোকান খুললে সংক্রমণের আতঙ্ক বাড়বে। তাই এটা মদের দোকান খোলার সঠিক সময় নয়। প্রয়োজনে জোর করে দোকান বন্ধ করা হবে।
সকাল ৭.২০: মার্কিন মুলুকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনার বলি ১৪৫০ জন। খবর জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে।
সকাল ৭.০০: চলতি বছরের শেষেই আমেরিকার হাতে থাকবে করোনার প্রতিষেধক। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.