Advertisement
Advertisement
করোনা

করোনা আক্রান্ত ফরাসি তারকা এমবাপে, খেলতে পারবেন না নেশনস লিগের পরের ম্যাচে

সোমবারও দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন তিনি।

CORONA UPDATE: Kylian Mbappe Tests Positive For Coronavirus
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2020 8:51 am
  • Updated:September 8, 2020 8:04 am  

আনলক ফোরেও দেশজুড়ে  বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪২ লক্ষ ০৪ হাজার  ৬১৪ জন। মৃত্যু হয়েছে ৭১ হাজার ৬৪২ জনের। রাজ্যে নতুন করে আক্রান্ত ৩০৭৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৬২০ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১২.৩০: এবার করোনায় আক্রান্ত ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। নেশনস লিগে আপাতত খেলতে পারবেন না তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলার কথা ছিল তাঁর। সোমবারও দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন তিনি। এই নিয়ে প্যারিজ সাঁ জাঁর মোট সাত ফুটবলার করোনার কবলে পড়লেন। 
রাত ১০.৩০:
অসমে একদিন করোনা আক্রান্ত ২৭৮৫ জন।

Advertisement

রাত ১০.০০: হিমাচল প্রদেশে একদিনে করোনা আক্রান্ত ২৪৫ জন।

 

রাত ৯.৫০: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১৫৮০ জন। 

রাত ৯.১০: বিধানসভা অধিবেশনের প্রথমদিন হাজির থাকার পরই করোনা আক্রান্ত হিমাচলের বিজেপি বিধায়ক রীতা ধীমান।

রাত ৯.০০: দেশে তৈরি ‘করোনা’র টিকা প্রথমবারের জন্য বিশ্ববাসীর সামনে আনল চিন। সোমবার দেশের এক বাণিজ্যমেলায় এটি প্রদর্শন করা হয়। যদিও দেশে এখনও তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে প্রতিষেধকটির।

রাত ৮.৪৫: রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৩০৭৭ জন। মৃত্যু হল ৫৮ জনের।

রাত ৮.২০: উত্তরাখণ্ডে ফের আক্রান্ত ৮০৭ জন।

রাত ৮.১০: নতুন করে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের ১৭৯ পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও তিনজনের।

রাত ৮টা: মণিপুরে নতুন করে আক্রান্ত ৮৪।

সন্ধ্যা ৭.৫০: দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মচারীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য ডিডিসিএয়ের অফিস বন্ধের নোটিস ঝোলানো হল।

সন্ধ্যা ৭.৪০: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৩২ জন। মৃত্যু হয়েছে তিন জনের।

সন্ধ্যা ৭.৩০: ভারতে প্রতিদিন ১১ লক্ষ ৭০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সন্ধ্যা ৭.২০: আগের থেকে সুস্থ রয়েছেন মনোহর লাল খাট্টার। জানাল হরিয়ানার মুখ্যমন্ত্রীর অফিস।

সন্ধ্যা ৭টা: আগের থেকে সুস্থ রয়েছেন মনোহর লাল খাট্টার। জানাল হরিয়ানার মুখ্যমন্ত্রীর অফিস।

সন্ধ্যা ৬.৩৫: কেরলে আক্রান্ত ১৬৪৮ জন। একদিনে সুস্থ হলেন ২২৪৬।

সন্ধ্যা ৬.১৫: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ২৮ জন।

সন্ধ্যা ৬টা: সমস্ত চিকিৎসকদের অবসরের মেয়াদ তিন মাস বাড়াল পাঞ্জাব সরকার।

বিকেল ৫.৪০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হলেন ৮,৩৬৮ জন। মৃত্যু হয়েছে ৭০ জনের।

বিকেল ৫.২০: করোনাযুদ্ধে জয়ী হলে বিখ্যাত গায়ক বালাসুব্রমণিয়ম।

বিকেল ৫.১০: করোনা মহামারি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে লোক ইনসাফ পার্টির বিধায়ক সিমারজির সিংয়ের নামে এফআইআর দায়ের করল পাঞ্জাব পুলিশ।

বিকেল ৪.১০: আক্রান্ত মহিলাকে ধর্ষণ করেছে অ্যাম্বুল্যান্স চালক। এই ঘটনার জেরে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস ও বিজেপির মহিলা কর্মীরা।

দুপুর ৩. ৩০: লকডাউনের সময় রাজ্যের মানুষকে স্বস্তি দিতে সম্পত্তি কেনাবেচার স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনল মধ্যপ্রদেশ সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

দুপুর ৩. ১০: সংক্রমণ বৃদ্ধির জেরে বার্ষিক সমাবর্তনের অনুষ্ঠান ভারচুয়ালি করার সিদ্ধান্ত জেএনইউ (JNU) কর্তৃপক্ষের।

দুপুর ২. ৫০: দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল আজমের শরিফ দরগার দরজা।

দুপুর ২. ১০: স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে স্যানিটাইজার টানেল।

দুপুর ১. ২৫: মুম্বইয়ে নতুন করে সংক্রমিত ১৯ জন।

দুপুর ১২.৫২: পুনঃসংক্রমিত বেঙ্গালুরু ২৭ বছরের এক তরুণী।

দুপুর ১২.৩০: ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লক্ষের বেশি মানুষ।

 

দুপুর ১২.০০: করোনা পরীক্ষা বাড়ানোর কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

সকাল ১১.২৮: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩, ৮৬১।

সকাল ১১. ০৩: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৭২২ জন। 

সকাল ১০. ৪০: করোনা পরিস্থিতিতে ১৩ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে তামিলনাড়ু সরকার। 

সকাল ১০. ০৫: লকডাউনে স্তব্ধ বাংলা প্রায় সমস্ত জেলা।

সকাল ৯. ৪৯: তেলেঙ্গানায় শুরু মেট্রো পরিষেবা।

সকাল ৯. ৩৫: একদিনে দেশে সংক্রমিত ৯০, ৮০২ জন। মৃত্যু হয়েছে ১, ০১৬ জনের।

 

সকাল ৯.০০: কেরলেও চালু হল মেট্রো পরিষেবা। ২০ মিনিট অন্তর সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো।

 

সকাল ৮. ৪০: সকাল থেকেই বেঙ্গালুরু মেট্রোতে চোখে পড়ছে যাত্রী।

 

সকাল ৮. ১০: পুনেতে নতুন করে করোনা আক্রান্ত ৪,৪৪৭ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

সকাল ৮. ০০: সেপ্টেম্বরে আজই প্রথম সম্পূর্ণ লকডাউন বাংলায়। সকাল থেকেই শুনশান পথ ঘাট। মোড়ে মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

সকাল ৭. ০০: আনলক ফোরে আজ থেকে দিল্লিতে, লখনউ, হায়দরাবাদে শুরু মেট্রো পরিষেরা। সকাল ৭ টা থেকে ১১ টা ও বিকেল ৪ থেকে ৮ টা পর্যন্ত স্মার্ট কার্ড ব্যবহারকারীরা মেট্রো যাত্রা করতে পারবেন না। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement