আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪২ লক্ষ ০৪ হাজার ৬১৪ জন। মৃত্যু হয়েছে ৭১ হাজার ৬৪২ জনের। রাজ্যে নতুন করে আক্রান্ত ৩০৭৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৬২০ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১২.৩০: এবার করোনায় আক্রান্ত ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। নেশনস লিগে আপাতত খেলতে পারবেন না তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলার কথা ছিল তাঁর। সোমবারও দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন তিনি। এই নিয়ে প্যারিজ সাঁ জাঁর মোট সাত ফুটবলার করোনার কবলে পড়লেন।
রাত ১০.৩০: অসমে একদিন করোনা আক্রান্ত ২৭৮৫ জন।
2785 #COVID cases detected today out of 38611 tests done in the last 24 hours. Total number of cases now at 1,28,244 including 96,823 recoveries, 31,048 active cases and 370 deaths: Assam Health Minister Himanta Biswa Sarma. pic.twitter.com/FNCpx6kNj8
— ANI (@ANI) September 7, 2020
রাত ১০.০০: হিমাচল প্রদেশে একদিনে করোনা আক্রান্ত ২৪৫ জন।
245 new #COVID19 positive cases and 183 patients have cured in Himachal Pradesh in the last 24 hours. Total number of cases now at 7660 including 2234 active cases and 54 deaths: State Health Department pic.twitter.com/pLbX3FfLTo
— ANI (@ANI) September 7, 2020
রাত ৯.৫০: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১৫৮০ জন।
Rajasthan reports 1580 new #COVID19 cases and 14 deaths in the last 24 hours. Total number of cases now at 92536 including 14958 active cases and 1151 deaths: State Health Department pic.twitter.com/Mm5wEsPOEm
— ANI (@ANI) September 7, 2020
রাত ৯.১০: বিধানসভা অধিবেশনের প্রথমদিন হাজির থাকার পরই করোনা আক্রান্ত হিমাচলের বিজেপি বিধায়ক রীতা ধীমান।
BJP MLA Rita Dhiman tested Positive for #COVID19, she attended the first day of monsoon session of state Assembly today: RD Dhiman, Additional Chief Secretary (Health), Himachal Pradesh
— ANI (@ANI) September 7, 2020
রাত ৯.০০: দেশে তৈরি ‘করোনা’র টিকা প্রথমবারের জন্য বিশ্ববাসীর সামনে আনল চিন। সোমবার দেশের এক বাণিজ্যমেলায় এটি প্রদর্শন করা হয়। যদিও দেশে এখনও তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে প্রতিষেধকটির।
রাত ৮.৪৫: রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৩০৭৭ জন। মৃত্যু হল ৫৮ জনের।
রাত ৮.২০: উত্তরাখণ্ডে ফের আক্রান্ত ৮০৭ জন।
রাত ৮.১০: নতুন করে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের ১৭৯ পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও তিনজনের।
রাত ৮টা: মণিপুরে নতুন করে আক্রান্ত ৮৪।
সন্ধ্যা ৭.৫০: দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মচারীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য ডিডিসিএয়ের অফিস বন্ধের নোটিস ঝোলানো হল।
Today there was a test organised for 98 persons out of whom, one employee tested positive for #COVID19. DDCA (Delhi & District Cricket Association) is closed till further notice as the tested person was in touch with the other officials: DDCA joint secretary Rajan Manchanda
— ANI (@ANI) September 7, 2020
সন্ধ্যা ৭.৪০: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৩২ জন। মৃত্যু হয়েছে তিন জনের।
সন্ধ্যা ৭.৩০: ভারতে প্রতিদিন ১১ লক্ষ ৭০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সন্ধ্যা ৭.২০: আগের থেকে সুস্থ রয়েছেন মনোহর লাল খাট্টার। জানাল হরিয়ানার মুখ্যমন্ত্রীর অফিস।
সন্ধ্যা ৭টা: আগের থেকে সুস্থ রয়েছেন মনোহর লাল খাট্টার। জানাল হরিয়ানার মুখ্যমন্ত্রীর অফিস।
সন্ধ্যা ৬.৩৫: কেরলে আক্রান্ত ১৬৪৮ জন। একদিনে সুস্থ হলেন ২২৪৬।
Kerala reports 1648 new #COVID19 positive cases and 2246 recoveries. Active number of cases now at 22066; so far 67001 patients have recovered. pic.twitter.com/a9NZFEVVa6
— ANI (@ANI) September 7, 2020
সন্ধ্যা ৬.১৫: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ২৮ জন।
সন্ধ্যা ৬টা: সমস্ত চিকিৎসকদের অবসরের মেয়াদ তিন মাস বাড়াল পাঞ্জাব সরকার।
বিকেল ৫.৪০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হলেন ৮,৩৬৮ জন। মৃত্যু হয়েছে ৭০ জনের।
8,368 new #COVID19 positive cases and 70 deaths reported in Andhra Pradesh today. Total number of cases now at 5,06,493 including 97,932 active cases, 4,04,074 recoveries and 4,487 deaths: State COVID-19 nodal officer pic.twitter.com/CKUZM6caPU
— ANI (@ANI) September 7, 2020
বিকেল ৫.২০: করোনাযুদ্ধে জয়ী হলে বিখ্যাত গায়ক বালাসুব্রমণিয়ম।
বিকেল ৫.১০: করোনা মহামারি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে লোক ইনসাফ পার্টির বিধায়ক সিমারজির সিংয়ের নামে এফআইআর দায়ের করল পাঞ্জাব পুলিশ।
An FIR has been registered against Lok Insaaf Party (LIP) leader and MLA Simarjit Singh Bains for allegedly spreading false propaganda to mislead the people on the #COVID19 pandemic: Punjab Police
— ANI (@ANI) September 7, 2020
বিকেল ৪.১০: আক্রান্ত মহিলাকে ধর্ষণ করেছে অ্যাম্বুল্যান্স চালক। এই ঘটনার জেরে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস ও বিজেপির মহিলা কর্মীরা।
Kerala: Members of the BJP Mahila Morcha in Thiruvanathapuram, protest outside Secretariat demanding Health Minister KK Shailaja’s resignation, over alleged rape of a #COVID19 positive woman by an ambulance driver in Pathanamthitta. pic.twitter.com/n7w0bqBPHs
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ৩. ৩০: লকডাউনের সময় রাজ্যের মানুষকে স্বস্তি দিতে সম্পত্তি কেনাবেচার স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনল মধ্যপ্রদেশ সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
Economic activities were almost totally halted due to #COVID19 lockdown. Keeping this in view, a cess of 1% on stamp duties, reduced from earlier 3%, will be levied on all urban area property transactions. This will be applicable till Dec 31: Shivraj S Chouhan, CM, Madhya Pradesh pic.twitter.com/rD3DY5eSAV
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ৩. ১০: সংক্রমণ বৃদ্ধির জেরে বার্ষিক সমাবর্তনের অনুষ্ঠান ভারচুয়ালি করার সিদ্ধান্ত জেএনইউ (JNU) কর্তৃপক্ষের।
Jawaharlal Nehru University (JNU) to have a virtual convocation in the month of November, in view of #COVID19 pandemic. pic.twitter.com/NR4rKoQ0lW
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ২. ৫০: দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল আজমের শরিফ দরগার দরজা।
Rajasthan’s Ajmer Sharif Dargah opens for devotees today after months of #COVID19 lockdown. pic.twitter.com/zs64qScbTv
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ২. ১০: স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে স্যানিটাইজার টানেল।
দুপুর ১. ২৫: মুম্বইয়ে নতুন করে সংক্রমিত ১৯ জন।
19 new #COVID19 positive cases reported in the state today till now. Total number of cases rise to 7,441 including 2,106 active cases, 5,236 recoveries and 53 deaths: Himachal Pradesh Health Department pic.twitter.com/HYrqNlV6mn
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ১২.৫২: পুনঃসংক্রমিত বেঙ্গালুরু ২৭ বছরের এক তরুণী।
#Bengaluru A 27-year-old woman has been re-infected with #COVID19 within a couple of months after she had recovered. Today, I have called a meeting of a team of specialists on this: Dr Sudhakar K, Karnataka Minister for Medical Education pic.twitter.com/2vaSS4Z9Em
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ১২.৩০: ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লক্ষের বেশি মানুষ।
India’s total recovered cases have crossed 32.5 lakh today, with 69,564 patients being discharged in the last 24 hours. The recovery rate is now 77.31%: Ministry of Health and Family Welfare https://t.co/9mbBlNSwYc
— ANI (@ANI) September 7, 2020
দুপুর ১২.০০: করোনা পরীক্ষা বাড়ানোর কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
Many people in Bihar keep criticising us, without any information. In March, we had decided to increase testing capacity for #COVID19 & today over 1 lakh 50 thousand people are being tested every day. We have more than sufficient arrangements for COVID here: Bihar CM Nitish Kumar pic.twitter.com/lTcPEbc7Ui
— ANI (@ANI) September 7, 2020
সকাল ১১.২৮: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩, ৮৬১।
722 fresh #COVID19 cases reported in Rajasthan today till 1030 hours. The total number of positive cases in the state is now 91,678 including 74,821 recoveries, 15,562 active cases & 1,147 deaths: Rajasthan Health Department pic.twitter.com/zOB42jXvVr
— ANI (@ANI) September 7, 2020
সকাল ১১. ০৩: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৭২২ জন।
722 fresh #COVID19 cases reported in Rajasthan today till 1030 hours. The total number of positive cases in the state is now 91,678 including 74,821 recoveries, 15,562 active cases & 1,147 deaths: Rajasthan Health Department pic.twitter.com/zOB42jXvVr
— ANI (@ANI) September 7, 2020
সকাল ১০. ৪০: করোনা পরিস্থিতিতে ১৩ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে তামিলনাড়ু সরকার।
Madurai: Indian Railways has started to operate
13 special trains within Tamil Nadu from today, after relaxed #COVID19 restrictions pic.twitter.com/0PRPXdD8NL— ANI (@ANI) September 7, 2020
Madurai: Indian Railways has started to operate
13 special trains within Tamil Nadu from today, after relaxed #COVID19 restrictions pic.twitter.com/0PRPXdD8NL— ANI (@ANI) September 7, 2020
সকাল ১০. ০৫: লকডাউনে স্তব্ধ বাংলা প্রায় সমস্ত জেলা।
সকাল ৯. ৪৯: তেলেঙ্গানায় শুরু মেট্রো পরিষেবা।
Telangana: Hyderabad metro services resume after Centre’s #UNLOCK4 guidelines; less footfall seen.
In phase one, services on the Red Line – from LB Nagar to Miyapur – have commenced. pic.twitter.com/QIl6jeVtcS
— ANI (@ANI) September 7, 2020
সকাল ৯. ৩৫: একদিনে দেশে সংক্রমিত ৯০, ৮০২ জন। মৃত্যু হয়েছে ১, ০১৬ জনের।
India’s #COVID19 case tally crosses 42 lakh mark with a spike of 90,802 new cases & 1,016 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 42,04,614 including 8,82,542 active cases, 32,50,429 cured/discharged/migrated & 71,642 deaths: Ministry of Health pic.twitter.com/TKc9rQKwoc— ANI (@ANI) September 7, 2020
সকাল ৯.০০: কেরলেও চালু হল মেট্রো পরিষেবা। ২০ মিনিট অন্তর সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো।
Kerala: Services of Kochi Metro resume with #COVID19 protocols in place as part of #Unlock4 guidelines.
In the first phase, metro trains will run at intervals of 20 minutes from 7 am to 8 pm. pic.twitter.com/DeWP2jgDKd
— ANI (@ANI) September 7, 2020
সকাল ৮. ৪০: সকাল থেকেই বেঙ্গালুরু মেট্রোতে চোখে পড়ছে যাত্রী।
Bengaluru Metro resumes service with Purple Line as part of Unlock 4.0.
Trains will operate between 8-11 am and 4:30-7:30 pm with a frequency of five minutes pic.twitter.com/4jc4ihwnqi
— ANI (@ANI) September 7, 2020
সকাল ৮. ১০: পুনেতে নতুন করে করোনা আক্রান্ত ৪,৪৪৭ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।
4,447 fresh positive cases and 80 deaths reported in Pune yesterday. Death toll in Pune rises to 4,575 while total positive cases are 1,93,013: Pune Health Department, Maharashtra#COVID19 pic.twitter.com/nqr8yNwl2K
— ANI (@ANI) September 7, 2020
সকাল ৮. ০০: সেপ্টেম্বরে আজই প্রথম সম্পূর্ণ লকডাউন বাংলায়। সকাল থেকেই শুনশান পথ ঘাট। মোড়ে মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Kolkata: West Bengal observes complete lockdown, to control the spread of #COVID19 infection
Complete lockdown will also be observed on September 11 and 12. pic.twitter.com/dXuTzvdttS
— ANI (@ANI) September 7, 2020
সকাল ৭. ০০: আনলক ফোরে আজ থেকে দিল্লিতে, লখনউ, হায়দরাবাদে শুরু মেট্রো পরিষেরা। সকাল ৭ টা থেকে ১১ টা ও বিকেল ৪ থেকে ৮ টা পর্যন্ত স্মার্ট কার্ড ব্যবহারকারীরা মেট্রো যাত্রা করতে পারবেন না।
Delhi Metro resumes services on Yellow Line (Samaypur Badli to Huda City Centre); operating hours 7 am to 11 am and 4 pm hours to 8 pm. Only use of Smart Card allowed for entry. pic.twitter.com/8Ls2qWnON4
— ANI (@ANI) September 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.