করোনায় ত্রস্ত গোটা বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৭ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৫২,৯৫২। মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৭৯ জনের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫৪৮। সুস্থ হয়েছেন ২৯৬জন। এই পরিস্থিতিতে ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: বিদেশ থেকে স্বদেশে ফেরা। আবু ধাবি থেকে ভারতীয়দের নিয়ে প্রথম বিমান নামল কোচি বিমানবন্দরে। রয়েছেন ৪৯ জন গর্ভবতী মহিলা।
#WATCH: First repatriation Air India Express flight from Abu Dhabi lands at Cochin International Airport in Kerala. #VandeBharatMission pic.twitter.com/6CoZMXtJx4
— ANI (@ANI) May 7, 2020
রাত ৯.৪৫: করোনার কবলে মুম্বইয়ের আর্থার রোড জেল। সেখানকার অন্তত ৭৭ জন বন্দির শরীরে করোনার জীবাণু। তাদের ভরতি করা হল সেন্ট জর্জ হাসপাতালে। সংশোধনাগারের ২৬ জন পুলিশ কর্মীও আক্রান্ত। জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এটি মুম্বইয়ের অন্যতম হাইপ্রোফাইল সংশোধনাগার বলে পরিচিত।
77 inmates & 26 police personnel at Mumbai’s Arthur Road prison have tested positive for #COVID19. They will be sent to Saint George’s hospital for treatment: Anil Deshmukh, Maharashtra Home Minister pic.twitter.com/0IAzpOd4Yz
— ANI (@ANI) May 7, 2020
রাত ৯.৩০: JEE অ্যাডভান্স এন্ট্রান্সের দিন ঘোষণা। আগামী ২৩ আগস্ট হবে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। ঘোষণা করলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল।
রাত ৯: ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়, খবর বিদেশ মন্ত্রক সূত্রে।
PM Narendra Modi had a phone call today with Charles Michel, President of the European Council. Two leaders discussed the situation of and responses to the #COVID19 pandemic in India and the European Union: Ministry of External Affairs (MEA) pic.twitter.com/xBffSH7nHW
— ANI (@ANI) May 7, 2020
রাত ৮.৪৬: কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগ ঘিরে আইনি জটিলতা। হাই কোর্টে মামলা দায়ের। কাজকর্ম দেখভালের জন্য প্রশাসক গোষ্ঠীকে এক মাসের সময় দিল কলকাতা হাই কোর্ট।
রাত ৮.০৮: রথযাত্রা নিয়ে ওড়িশা সরকারকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। ঐতিহ্যবাহী অনুষ্ঠান নিয়ে ওড়িশার প্রস্তাবের যৌক্তিকতা জানতে চাওয়া হল চিঠিতে।
MHA in a letter issues clarification to Odisha Govt over proposed construction of chariots for conduct of Raha Yatra,stating,”Ratha construction activities in Ratha-khala,which is situated on both sides of Grand Road in front of Temple Office & Sri Nahar,be immediately permitted” pic.twitter.com/ynLc0wGKRe
— ANI (@ANI) May 7, 2020
সন্ধে ৬.৪৮: গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে আক্রান্ত ৯২জন। মৃতের সংখ্যা বেড়ে ৭৯। করোনা পজিটিভ ১৫৪৮জন। স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে নয়া তথ্য।
সন্ধে ৬.৩০: মুম্বই বিমানবন্দরে কর্মরত CISF জওয়ানের মৃত্যু। দিন কয়েক আগে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। আজ তাঁর মৃত্যু হয়েছে।
A Central Industrial Security Force (CISF) head constable posted at Mumbai airport, who had tested positive for #COVID19, passed away today: CISF #Maharashtra pic.twitter.com/1FYmzvCU0g
— ANI (@ANI) May 7, 2020
বিকেল ৫.৪২: অবশেষে বোধোদয়। ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে সর্বদল বৈঠক সারলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ছিলেন দেবেন্দ্র ফড়ণবিস, রাজ ঠাকরে, অশোক চৌহান-সহ বিরোধী দলের একাধিক নেতা।
Mumbai: Maharashtra Chief Minister Uddhav Thackeray held an all-party meeting via conference over #COVID19. Deputy CM & NCP leader Ajit Pawar, BJP leader Devendra Fadnavis, Congress’ Ashok Chavan, MNS chief Raj Thackeray, and other leaders were also present. pic.twitter.com/jrgkvWAy9E
— ANI (@ANI) May 7, 2020
বিকেল ৫.৩০: করোনা আক্রান্ত জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর। দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বেসরকারি এক হাসপাতালে ভরতি হন। অ্যাঞ্জিওগ্রাম করানোর আগে COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। ১০দিন ধরে অসুস্থতার জন্য থানায় হাজির না থাকায় সহকর্মীরা আপাতত কোয়ারেন্টাইনে থাকছেন না।
বিকেল ৫.১৫: অসমের স্কুল-কলেজ ও অন্য়ান্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। ঘোষণা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
Assam govt has decided to declare summer vacation for schools and colleges from May 1 to May 31: State Minister Himanta Biswa Sarma pic.twitter.com/rvw6YtXw8P
— ANI (@ANI) May 7, 2020
বিকেল ৪.২০: করোনার বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জন্য প্রার্থনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
Buddhists from across the world prayed for the victims of COVID-19 and honoured the medical professionals as they joined the virtual Buddha Poornima celebrations and Global Prayer Week
Read @ANI story | https://t.co/eEiMcEupZ5 pic.twitter.com/j4sV0efGk2
— ANI Digital (@ani_digital) May 7, 2020
বিকেল ৪.১২: পাঞ্জাবে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হল।
Punjab Government has decided to declare summer vacation in government colleges and universities of the state from May 15 to June 15: Government of Punjab pic.twitter.com/ZoGIOGpSOS
— ANI (@ANI) May 7, 2020
দুপুর ৩.৫৮: কর্ণাটকে আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ। ৮ মে থেকে বিশেষ ট্রেন পরিষেবা চালুর বিষয়ে কর্ণাটক সরকার চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা এবং রাজস্থান সরকারকে।
Govt of Karnataka has written to Jharkhand, Odisha, Bihar, Madhya Pradesh, Uttar Pradesh, Manipur, Tripura, West Bengal and Rajasthan Governments seeking their consent to operate trains to their states from 8 to 15 May for transportation of people stranded in Karnataka. #COVID19 pic.twitter.com/9IugwcFdZH
— ANI (@ANI) May 7, 2020
দুপুর ৩.২৭: রাজকোট থেকে আহমেদাবাদ এবং আহমেদাবাদ থেকে রাজকোট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ। যেতে পারবে শুধুমাত্র অ্যাম্বুল্যান্স। সিদ্ধান্তের কথা জানালেন রাজকোটের কালেক্টর রেম্যা মোহন।
We have put a ban on traveling between Rajkot to Ahmadabad and vice versa due to #COVID19. No vehicle will be allowed to travel between these two cities except ambulances and medical van: Rajkot Collector Remya Mohan #Gujarat
— ANI (@ANI) May 7, 2020
দুপুর ২.৩৩: যাদবপুরে কে পি সি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন প্রসূতির করোনা পজিটিভ। প্রসবের পর রবিবার তিন প্রসূতির নমুনা রিপোর্ট পজিটিভ আসে। ওই প্রসূতিদের সংস্পর্শে আসার জন্য হাসপাতালের ১২জন চিকিৎসক-সহ নার্স ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে মোট ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।
বেলা ১২.৪৪: মদের দোকান খোলার প্রতিবাদে তামিলনাড়ুর মাদুরাইতে বিক্ষোভে সামিল একদল মহিলা।
Tamil Nadu: A group of women protest in Pykara area of Madurai district against state govt orders to open liquor shops in the state amid #CoronavirusLockdown. pic.twitter.com/8NGHAYQ2Vw
— ANI (@ANI) May 7, 2020
বেলা ১২.৪২: কর্ণাটকে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাসের থাবা। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০১।
8 new #COVID19 positive cases reported in Karnataka from 5 PM yesterday to 12 noon today, taking the total number of cases in the state to 701 including 30 deaths and 363 cured/discharged: State Health Department pic.twitter.com/hmeG1jVAQK
— ANI (@ANI) May 7, 2020
বেলা ১২.৩৭: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX419 কোচি থেকে আবু ধাবির উদ্দেশে রওনা দিল।
#VandeBharatMission: The first repatriation flight of Air India Express IX419 to take off from Kochi (Kerala) for Abu Dhabi today. #COVID19 pic.twitter.com/da5j1RTPbw
— ANI (@ANI) May 7, 2020
বেলা ১২.৭: বাড়ি ফেরানোর দাবিতে কেরলের কুথাট্টুকুলামে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের।
#WATCH Kerala: Police resort to mild lathicharge in Koothattukulam area of Ernakulam District to disperse migrant labourers who were protesting demanding they be sent back to their native places. pic.twitter.com/b3O1MMZyEd
— ANI (@ANI) May 7, 2020
সকাল ১১.৩৭: মালদ্বীপে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে পৌঁছল আইএনএস জলশ্ব।
#WATCH INS Jalashwa entering Male port for the first phase under Operation Samudra Setu to repatriate Indians from Maldives: High Commission of India in Maldives. #COVID19 pic.twitter.com/qoNPB9pioZ
— ANI (@ANI) May 7, 2020
সকাল ১১.৩৬: লকডাউন অগ্রাহ্য করে তামিলনাড়ুর ধর্মপুরির জাক্কামপাত্তিতে মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের লম্বা লাইন।
Tamil Nadu: Long queue of people seen outside a liquor shop at Jakkampatti village in Dharmapuri. State Government has allowed opening of state-run liquor shops from today, except in #COVID19 containment zones. pic.twitter.com/hhWQJmhWp6
— ANI (@ANI) May 7, 2020
সকাল ১১.১৪: করোনা পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Lucknow: Chief Minister Yogi Adityanath holds #COVID19 review meeting with chairpersons of 11 committees. pic.twitter.com/A8tJiakZuc
— ANI UP (@ANINewsUP) May 7, 2020
সকাল ১০.৫৯: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়াল। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫৫৩২ জন। তাঁদের মধ্যে ভেন্টিলেশনে রাখা হয়েছে ১২ জনকে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
The total number of positive cases in Delhi stands at 5532, of which 428 cases were reported yesterday. Total 12 patients are on ventilator. The doubling rate of #COVID19 in Delhi is 11 days now: Delhi Health Minister Satyendra Jain pic.twitter.com/eeSA1WzNsm
— ANI (@ANI) May 7, 2020
সকাল ১০.৪০: মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদ। চেন্নাইয়ে নিজের বাড়ির সামনে প্রতিবাদে সামিল ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।
Tamil Nadu: DMK Chief MK Stalin holds protest against State Government’s decision to allow opening of state-run liquor shops from today except in #COVID19 containment zones, outside his residence in Chennai. pic.twitter.com/MJTFs8ioxh
— ANI (@ANI) May 7, 2020
সকাল ১০.২৬: উৎপাদনের বাড়ানোর আশায় লকডাউনে কারখানায় কাজের নিয়মে বদল আনল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan to announce some changes in labour laws today, including allowing maximum production in factories with minimum restrictions. Govt may allow to increase working hours of workers in factories and allow an overtime of up to 72 hours a week. pic.twitter.com/lQrQxG72pf
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৯: বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গোটা বিশ্বের সব স্বাস্থ্যকর্মীদের জন্য প্রার্থনা করুন। বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
During this difficult time of #CoronavirusLockdown, there are several ppl around us who are working 24 hours to help others, to maintain law&order, to cure infected persons&to maintain cleanliness, by sacrificing their own comforts. All such people deserve appreciation&honour: PM pic.twitter.com/hRaeBVVKVV
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৮.৫৮: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ হাজার ৯৫২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৮৩।
Total number of #COVID19 positive cases in India rises to 52,952 including 35,902 active cases, 1783 deaths, 15,266 cured/discharged and 1 migrated: Ministry of Health and Family Welfare pic.twitter.com/VW1C8Ya3oa
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৭.৫৩: আন্তঃরাজ্য সীমান্ত বন্ধের সিদ্ধান্তের কথা উল্লেখ করে নির্দেশিকা জারি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
Rajasthan CM Ashok Gehlot has issued an order stating that all the inter-state boundaries of the state will be sealed with immediate effect to prevent the entry of unauthorized persons from the inter-state boundaries of the state. #COVID19
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৬.৫৬: দিল্লির লক্ষ্মীনগরে মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের লম্বা লাইন।
Delhi: People begin to gather outside a wine and beer shop in Laxmi Nagar. #CoronaLockdown pic.twitter.com/g6kVyFmh2p
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৬.৪৫: ১২০০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে পাটনার উদ্দেশে রওনা দিল বিশেষ ট্রেন।
Maharashtra: A special train, carrying 1200 migrant workers, left from Bhiwandi for Bihar’s Patna yesterday amid #CoronavirusLockdown. pic.twitter.com/4wQQD0PhpD
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৬.৪৪: লকডাউন থোড়াই কেয়ার। ফল, সবজি কিনতে দিল্লির গাজিপুর বাজারে ভিড় বহু মানুষের।
Delhi: People reach the wholesale fruit and vegetable market in Delhi’s Ghazipur, to make purchases amid Coronavirus lockdown. pic.twitter.com/rwxph303S4
— ANI (@ANI) May 7, 2020
সকাল ৬.০৯: কেরলের কোঝিকোড় থেকে ১১৮৯ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বিহারের উদ্দেশে রওনা দিল বিশেষ ট্রেন।
Kerala: A special train, carrying around 1189 migrant workers, left from Kozhikode for Bihar yesterday amid #CoronavirusLockdown. pic.twitter.com/eelyg7ETyU
— ANI (@ANI) May 7, 2020
রাত ১২.১১: পার্ল হারবার এবং ৯/১১-র ভয়াবহতাকেও ছাপিয়ে গিয়েছে করোনা, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
United States of America (USA) President Donald Trump says #coronavirus crisis ‘worse than Pearl Harbor’ or 9/11: AFP news agency (file pic) pic.twitter.com/aWkZQoOwP8
— ANI (@ANI) May 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.