Advertisement
Advertisement

Breaking News

Corona

করোনা পরিস্থিতি: ১২ আগস্ট পর্যন্ত ট্রেন পরিষেবা বাতিল, ঘোষণা রেল মন্ত্রকের

চলবে না মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন।

Corona Situation: Rail announces to suspend train services till August 12

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 25, 2020 8:14 am
  • Updated:June 26, 2020 8:50 am  

লকডাউন কাটিয়ে নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৪ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার  ৬৪৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে  ৬০৬ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.২০: দিল্লির করোনা পরিস্থিতি মহারাষ্ট্রের চেয়েও ভয়াবহ। নিউইয়র্কের সঙ্গে তুলনীয়। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবিষয়ে উদাসীন। দিল্লি সরকারকে তুলোধোনা বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির।

Advertisement

রাত ৯.৪৬: ১২ আগস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন পরিষেবা নয়, সিদ্ধান্ত রেলের। 

রাত ৯.২৫: করোনা আতঙ্ক বরানগর পুরসভায়। আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো পুরসভার পূর্ত ও এসটাব্লিশমেন্ট  দপ্তর। জীবানুমুক্ত করার কাজ চলছে। কয়েকদিন আগে পুরসভার পূর্ত দপ্তরের এক কর্মী অসুস্থ হয়ে বাড়ি চলে যান। বুধবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। দু’টি দপ্তরে তখনই ছুটি ঘোষণা করা হয়।

রাত ৯.১৬: আগামী ছ মাসের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

রাত ৯:   দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৩৩৯০ জন নতুন করে করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৬৪ জনের। 

সন্ধে ৭.১৫: রাজ্যে করোনা সংক্রমণের হার ফের উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় নতুন করে করোনা পজিটিভ ১৬৩ জন। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল। আক্রান্তের সংখ্যা ১৫,৬৪৮। 

সন্ধে ৬.৩২: করোনার কামড় থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে।

সন্ধে ৬.০৫: দিল্লিতে এবার আর COVID সেন্টারে গিয়ে রোগীদের স্বাস্থ্যের খোঁজ নিতে হবে না। রোগী বাড়ি ফেরার পর সেখানে খোঁজ নিয়েই স্থির করা যাবে তিনি হোম আইসোলেশনে থাকতে পারবেন কি না। মেডিক্যাল টিমকে কেন্দ্রের পরিবর্তিত নির্দেশের কথা জানালেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।

বিকেল ৫.৪৬: করোনায় আক্রান্ত বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের এক দন্ত চিকিৎসক। সংক্রমণ রুখতে হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

বিকেল ৫.৩০: রাশিয়ায় একদিনে করোনা আক্রান্ত ৭,১১৩ জন।

বিকেল ৫.১৫: মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে। এর মধ্যেই খুলছে সালোঁ, জিম।

বিকেল ৪.৪০: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্মরত পুলিশ কর্মী করোনা আক্রান্ত। 

বিকেল ৪.০০: গুজরাটে করোনা পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হল আড়াই হাজার টাকা। 

দুপুর ২.৩০: বাতিল হল সিবিএসই-এর দশম শ্রেণির সমস্ত পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।বাতিল হল ICSE, ISC-এর পরীক্ষাও। 

দুপুর ১.৫০: মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি ও তামিলনাড়ুতে পৌঁছে গেল করোনার দাওয়াই রেমডেসিভির। হায়দরাবাদ থেকে হেটেরো প্রথম দফার ওষুধগুলি পাঠিয়েছে। পরের ধাপে কলকাতা, ইন্দোর, ভোপাল, লখনউ, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, বিজয়ওয়াড়া, কোচি-সহ একাধিক শঙরে পাঠানো হবে। 

দুপুর ১.১৫: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৭৭ জন।

বেলা ১২.৪০: গুজরাটের কংগ্রেস বিধায়ক চিরাগ কালারিয়া করোনা আক্রান্ত। ভরতি রাজকোট হাসপাতালে। রাজ্যসভার ভোটের জন্য গান্ধীনগর গিয়েছিলেন তিনি।

সকাল ১১.৪৫: পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অভিনব পদক্ষেপ করল বম্বে আইআইটি (Bombay IIT)। অনলাইনেই আগামী সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, অনলাইনেই চলবে ক্লাস। যে সমস্ত পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার জন্য প্রয়োজনীয় মেশিন নেই। তাঁদেরও সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সকাল ১১.৩০: ওড়িশায় করোনা আক্রান্ত আরও ২১৬ জন। ফলে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল।

সকাল ১১.০০: মুর্শিদাবাদের ডোমকল মহকুমার করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর আতংকে কাজ বয়কট করলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২০ জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই অস্থায়ী কর্মীরা ।

সকাল ১০.৪৫: নাগাল্যান্ডের কোহিমা জেলায় করোনা আক্রান্ত ১২ সেনাকর্মী। তাঁরা সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগাল্যান্ডে ফিরে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। বুধবার রাতে তাদের লালরস পরীক্ষার রিপোর্ট আসে। জানা যায়, তাঁরা করোনা আক্রান্ত। 

সকাল ১০.১০: ইন্দোরের আন্তর্জাতিক বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি বিশেষ যন্ত্র বসানো হয়েছে। কেউ সামাজিক দূরত্ববিধি না মানলেই বার্তা দেবে ওই যন্ত্রটি। আর্টিফিসিয়াল ইনটালিজেন্সের মাধ্যমে কাজ করবে যন্ত্রটি। 

সকাল ১০.০০: বেঙ্গালুরুতে কি ফের লকডাউন? ১১টায় বৈঠকে বসছে কর্ণাটকের মন্ত্রিসভার সদস্যরা।

সকাল ৯.১৭: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৬,৯২২ জন। একই সময়ে দেশে মৃত্যু হয়েছে আরও ৪১৮ জনের।  ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪,৮৯৪ জন।

সকাল ৯.১০: পতঞ্জলির কলোনিল মিলবে না মহারাষ্ট্রে, জানিয়ে দিলেন মন্ত্রী অনিল দেশমুখ।

সকাল ৯.০০: করোনা আবহে আজ কর্ণাটকে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা। সকাল থেকেই স্কুলে জমায়েত করেছেন পরীক্ষার্থীরা। 

সকাল ৮.৩০: মুম্বইয়ের সরকারি বাজারের দোকানগুলি জোড়-বিজোড় নিয়ম মেনে খুলবে।

সকাল ৮.২০: বেঙ্গালুরুর কুমার ক্রপা গেস্ট হাউসে কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। 

সকাল ৮.১০: সকাল থেকে দিল্লি-উত্তরপ্রদেশের বাজারগুলিতে ভিড়।

সকাল ৮.০০: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩.৩ লক্ষ। মৃত্যু হয়েছে ৪.৭০ লক্ষের। আগামী সপ্তাহের মধ্যে সংক্রমিতের সংখ্যা ১ কোটি ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু (WHO)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement