Advertisement
Advertisement
করোনা

করোনা পরিস্থিতি: সুরাট থেকে ওড়িশায় ফেরার পথে বাস দুর্ঘটনা, মৃত ১ শ্রমিক

পরিযাযী শ্রমিকদের নিয়ে ফিরছিল বাসটি।

Corona situation: Bus carrying migrants from Surat to Odisha overturned, one died

ছবি:‌ প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:May 2, 2020 9:03 am
  • Updated:May 2, 2020 10:45 pm  

গোটা বিশ্ব করোনার জেরে ত্রস্ত। দিন দিন দাপট বেড়েই চলেছে মারণ জীবাণুর। বিশ্বে ৩৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ।  আক্রান্ত৩৭৭৭৬। মৃত্যু হয়েছে ১২২৩ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৪৮ জনের মৃ্ত্যু হয়েছে এ রাজ্যে। আক্রান্ত  ৬২৪। পরিস্থিতি মোকাবিলায় তৈরি হয়েছে কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.১০: রবিবার দেশের COVID যোদ্ধাদের অভিনন্দন জানাতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা বাহিনী।সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার মনদীপ হুদা জানান, রবিবার সকাল ১০টা থেকে ১১ টার মধ্যে আলিপুরের কমান্ড হাসপাতাল ও রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের উপর দিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে উড়ে যাবে হেলিকপ্টার। এই দুটি হাসপাতালই COVID হাসপাতাল বলে পরিচিত। 

Advertisement

রাত ৯.৪০: সুরাট থেকে ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফেরার পথে বাস দুর্ঘটনা। কলিঙ্গঘাটের কাছে বাস উলটে মৃত্যু ১ জনের। উদ্ধার ৪০জন।

রাত ৯.৩০: বারাকপুর মহকুমায় আরও তিনজন করোনা আক্রান্ত। মোহনপুর পঞ্চায়েতের ওষুধ ব্যবসায়ীর শরীরে মিলল জীবাণু, বাঙ্গুরে চিকিৎসাধীন।  বারাকপুর পুরসভার ১২, ২১ নং ওয়ার্ডের দুই প্রবীণ ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। 

রাত ৯: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ৪৮ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৮।  আক্রান্ত ৬৫০র বেশি।

রাত ৮.৪৬: লকডাউনে আটকে থাকা ব্যক্তিদের সুরাহার জন্য নয়া সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। One time-One day-One stay pass চালু করা হচ্ছে। এই পাস নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেন শ্রমিক, পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রীরা। 

রাত ৮.১৬: কলকাতার করোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি।  এমআর বাঙুর হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ২৪ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস।

রাত ৮: এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৩  জনে রোগীর শরীরে মিলল করোনার জীবাণু। এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর এই খবর নিশ্চিত করেনি।

সন্ধে ৭.৩২:  কলকাতায় আরও জাঁকিয়ে বসছে করোনা আতঙ্ক। যাদবপুরে এক চিকিৎসক ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। কোয়ারেন্টাইনে গোটা আবাসনের বাসিন্দারা। 

সন্ধে ৭.১৬: সোমবার থেকে কর্ণাটকে সকাল ৯ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। বাদ থাকবে শুধু সংক্রমিত এলাকা (Containment Zones)। জানালেন রাজ্যের আবগারি মন্ত্রী। 

সন্ধে ৭:  রাজস্থানের জয়পুরে করোনার বলি মাত্র ২০ দিনের শিশু। বিশ্বের এটাই করোনা আক্রান্ত সর্বকনিষ্ঠের মৃত্যু বলে মনে করা হচ্ছে। 

সন্ধে ৬.৪২:  দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৭৭৬। মৃত্যু হয়েছে ১২২৩ জনের। টুইটারে জানাল স্বাস্থ্যমন্ত্রক।

সন্ধে ৬.২২: করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন মুম্বইয়ের ৫৬ জন।  মীরা রোডে আনন্দ করলেন সকলে।  

বিকেল ৫.৩০: রাজ্যপালকে ১২ পাতার পালটা চিঠি মুখ্যমন্ত্রীর। আগের চিঠিতে রাজ্যপাল যে ভাষা ব্যবহার করেছেন, তা দেশের সংবিধানে নজিরবিহীন। চিঠিতে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।  ‘রাগ নয়, আক্ষেপ হচ্ছে’, লিখলেন তিনি।

বিকেল ৪.৩০: ভিনরাজ্যে আটকে পড়া বাসিন্দাদের ফেরাতে দেশের ভিতরের সীমান্তগুলি খুলে দিল অসম। তবে বাংলার সঙ্গে যুক্ত থাকায় বন্ধই থাকবে সিকিম সীমান্ত। জানালেন অসমের মন্ত্রী।

বিকেল ৪.০০:  লকডাউনের মধ্যেও দেশের কৃষি ক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাওয়া যায়, সেই সংক্রান্ত আলোচনার জন্য এদিন মন্ত্রী নির্মলা সীতারমণ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ৩.১৫: 
ত্রিপুরার আম্বাসার বিএসএফ ইউনিটের দুজন নতুন করে করোনায় আক্রান্ত। সে রাজ্যে আক্রান্ত বেড়ে চার। যাঁদের মধ্যে দুজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 


বেলা ২.৫৫: দিল্লির এইমসে মৃত হলদিয়ার ক্যানসার আক্রান্ত ব্যক্তি। অ্যাম্বুল্যান্সে ফেরানো হচ্ছিল দেহ। কিন্তু বাংলায় ঢোকার সময় ঝাড়খণ্ড সীমান্তে অ্যাম্বুল্যান্স আটকে দেয় পুলিশ। ছ’ঘণ্টা ধরে দেহ নিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স। 
বেলা ২.২০:  ১৭ মে পর্যন্ত সমস্ত আন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ থাকবে। ঘোষণা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের।


বেলা ১.৫৩:
ভিনরাজ্যের দুই ব্যক্তির করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে সন্দেহে তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। সল্টলেকের মিজোরাম হাউসে তাঁদের যাতায়াত ছিল বলে শনিবার এই ভবনটিকে সিল করে দেওয়া হল।
বেলা ১.৪৮:
ভারতে আটকে পড়া ১৯৩ জন পাকিস্তানি নাগরিককে ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্র। মোট দশটি রাজ্যে আটকে পড়েছেন তাঁরা। ৫ মে রাজ্যগুলিকে তাঁদের ফেরার ব্যবস্থা করার নির্দেশ দিল কেন্দ্র।
বেলা ১.৩৩:
গুজরাটের রাজকোটে খুলে দেওয়া হল একটি সরকারি স্কুল। একশোরও বেশি পড়ুয়া হাজির হয় স্কুলে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
বেলা ১.১০:
দিল্লির ঠেকেওয়ালি গলির এক বিল্ডিংয়ের এক বাসিন্দা করোনা পজিটিভ হওয়ার পর সেই বিল্ডিং সিল করে দেওয়া হয়েছিল। শনিবার দক্ষিণ-পশ্চিম দিল্লির জেলাশাসক জানালেন, সেই বিল্ডিংয়ের ৪১ জন করোনায় আক্রান্ত।


বেলা ১২.৩৫:
পালঘরের সাধু হত্যার ঘটনায় অভিযুক্তদের একজন করোনা আক্রান্ত। যার জেরে পুলিশ কর্মী-সহ কোয়ারেন্টাইনে ৪৩ জনকে পাঠানো হল।
বেলা ১২.১০:
হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানানো হবে। ভারতীয় সেনার এই সিদ্ধান্তের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, মিডিয়া এবং নিরাপত্তারক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।


সকাল ১১.৩৫:
মহারাষ্ট্রের নাসিক থেকে উত্তরপ্রদেশের লখনউের উদ্দেশে রওনা দিল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। ৮৩৯ জন পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দেবে এই ট্রেন।
সকাল ১১.০০:
১৭ মে পর্যন্ত দিল্লির ১১টি জেলাতেই চলবে লকডাউন। জানালেন মন্ত্রী সত্যেন্দ্র জৈন।


সকাল ১০.৩৫:
টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক।
সকাল ১০.২০:
মুর্শিদাবাদের সালারে রেশন ডিলারের বিরুদ্ধে কম রেশন দেওয়ার অভিযোগে ধুন্ধুমার। রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর। তাঁর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
সকাল ১০.১৫: 
ঝাঁসির সরকারি বাসে মহারাষ্ট্রে ফেরা সাত শ্রমিকের করোনা পরীক্ষা পজিটিভ বলে জানাচ্ছেন বাসতির জেলাশাসক।
সকাল ৯.৪৮:
নিজামুদ্দিনের তবলিঘি জামাতের জমায়েতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই ব্যক্তিই সুস্থ হয়ে দুবার প্লাজমা দান করলেন। আর্শাদ আহমেদ জানান, করোনা মোকাবিলায় দশবার প্লাজমা দিতে হলেও তিনি রাজি।


সকাল ৯.২৪:
পূর্ব দিল্লির সিআরপিএফ ব্যাটিলিয়নের আরও ৬৮ জওয়ানের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। সেই ব্যাটিলিয়নে আক্রান্তের সংখ্যা ১২২। দেশে মোট ১২৭ জন সিআরপিএফ জওয়ান করোনা পজিটিভ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।
সকাল ৮.৫৫:
লকডাউনেও কমছে না করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২২৯৩। মৃত ৭১ জন। মোট ৩৭,৩৩৬ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। অ্যাকটিভ কেস ২৬,১৬৭। সুস্থ হয়ে উঠেছেন ৯৯৫০ জন। মৃত্যু হয়েছে ১২১৮ জনের। জানাল স্বাস্থ্যমন্ত্রক।


সকাল ৮.৪৯:
ভিনরাজ্য থেকে বিহারে নিজেদের বাড়ি ফিরছেন পরিয়াযী শ্রমিকরা। তবে ট্রেন থেকে নামলেই তাঁদের ২১ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে।  ব্লক হেডকোয়ার্টারে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হচ্ছে। সেখানে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই থাকবে। জানালেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।
সকাল ৮.৩৭:
মার্কিন মুলুকে অব্যাহত করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনার বলি ১৮৮৩ জন। এমনটাই জানাল জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে।  

সকাল ৮.২৩: পাঞ্জাবে আটকে পড়া ২৭১ জন ব্রিটিশ নাগরিককে দেশে ফেরানো ব্যবস্থা করা হল। অমৃতসর থেকে একটি বিশেষ বিমান রওনা দিল ব্রিটেনের উদ্দেশে। 
সকাল ৭.৫৫: 
ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এখনও পর্যন্ত পাঁচটি বিশেষ ট্রেন যাত্রা শুরু করেছে বলে জানাল ভারতীয় রেল।

[আরও পড়ুন: করোনা যোদ্ধাদের কুর্নিশ, হেলিকপ্টার থেকে হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করবে ভারতীয় সেনা]


সকাল ৭.৪০:
রাজস্থানের কোটায় আটকে পড়া পড়ুয়াদের বাড়ি ফেরাতে ৪০টি বাস পাঠাল দিল্লি সরকার।
সকাল ৭.০০:
আগামী ১৮ মে পর্যন্ত আয়ারল্যান্ডে বাড়ানো হল লকডাউনের সময়সীমা। চলতি মাসের সেপ্টেম্বরে খুলবে স্কুল-কলেজ। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী লিও ভরদকর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement