Advertisement
Advertisement
করোনায় লকডাউন দেশ

দেশে করোনার বলি ১১, আক্রান্ত প্রায় পাঁচশো ছুঁইছুঁই

রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ন'জন।

Corona scare LIVE: till now 11 dead in India, effected crossed 450
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2020 8:58 am
  • Updated:March 26, 2020 8:54 am  

করোনা যুদ্ধে নয়া অস্ত্রপ্রয়োগ শুরু হল  সোমবার থেকে। দেশের ৭৫ জেলায় শুরু  হয়েছে লকডাউন। দিন দিন যে হারে ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে স্টেজ- থ্রি বা গোষ্ঠী সংক্রমণে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যায়ে তা রুখে দিতেই লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। বন্ধ ট্রেন পরিষেবা-সহ গণপরিবহণ। তবে এই সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় পরিষেবা, যেমন – বাজার, ওষুধপত্র, দুধ, জল সবই মিলবে। খোলা থাকবে হাসপাতাল, মিলবে অন্যান্য স্বাস্থ্য পরিষেবাও। লকডাউনের বাইরে সংবাদমাধ্যম। পশ্চিমবঙ্গের সবকটি পুর শহরেও লকডাউন করা হয়েছে। ২৭ মার্চ পর্যন্ত এই কড়াকড়ি থাকবে।  এরইমধ্যে  রাজ্যে প্রথম করোনার বলি দমদমের এক  প্রৌঢ়।  পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তারই মধ্যে।   এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ১১ জন। আক্রান্তের সংখ্যা ৪৫০ পেরিয়েছে। এরাজ্যে ৭ জনের শরীরে মিলেছে COVID-19’র জীবাণু। গত ২৪ ঘণ্টায়  দেশে নতুন ১৬৬ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

রাত ১০.২০: করোনা আক্রান্ত আরও দুজনের হদিশ মিলল রাজ্যে। সংক্রামিত মধ্যে একজন ব্রিটেন ও আরেকজন ইজরায়েল থেকে ফিরেছিলেন। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল নজন।

Advertisement

রাত ৯.৫৭: ৩০ জুন শেষ হবে চলতি অর্থবর্ষ। ২০২০২-২০২১ অর্থবর্ষ শুরু হবে ১ জুলাই থেকে, কিন্তু শেষ হবে ২০২১ সালের মার্চ মাসে।

রাত ৯.৩০: হিমাচলে মৃত তিব্বতী শরনার্থীর। ১৫ মার্চ আমেরিকা থেকে ফিরেছিলেন।

রাত ৮.৩০: উত্তরপ্রদেশে আরও দুজন করোনা আক্রান্ত।

রাত ৮.১৫: নেপালে লকডাউন ঘোষণা করল সরকার।

সন্ধে ৭.৩০: পার্ক সার্কাসের আন্দোলনকারীরা উঠে যাচ্ছেন। মাত্র সাতজন থাকবেন আন্দোলনস্থলে। বাকিদের জামা অথবা জুতো রাখা থাকবে।

সন্ধে ৭.০০: কেরলে নতুন করে আক্রান্ত আরও ২৮ জন।

সকাল ৬.১৫: ১১ ও ১২ এপ্রিল প্রেসিডেন্সির প্রবেশিকা বন্ধ। রাজ্যে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সন্ধে ৬.০৫: গুজরাটে আরও একজন আক্রান্ত হলেন। এ নিয়ে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।উত্তরাখণ্ডেও আক্রান্ত হয়েছেন আরও একজন।

বিকেল ৫.৫৫: জিএসটি রিটার্নের সময়সীমা বেড়ে ৭ এপ্রিল।

বিকেল ৫.৩০: করোনার চিকিৎসার জন্য বেছে নেওয়া হল মেডিক্যাল কলেজ হাসপাতালকে।হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

বিকেল ৫.২৮: নৈহাটিতে করনা ভাইরাস রুগী দুবাই থেকে এসেছেন। পুলিশ বেলেঘাটা আইডিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিকেল ৫.০০: অসমে আগামিকাল সকাল ছ’টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন। মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা।

বিকেল ৪. ৪৫: মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মেনে আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত অসামরিক বিমান মন্ত্রকের। মঙ্গলবার মাঝরাত থেকে বন্ধ উড়ান। 

দুপুর ৩.৫৭: রাজ্যে করোনার প্রথম বলি। সল্টলেকের বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু দমদমের ৫৭ বছরের বাসিন্দার। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। রিপোর্ট পাঠানো হল স্বাস্থ্য ভবনে। মৃতের পরিবারের মোট ৮ জন সদস্য হাসপাতালে। তাঁদের  COVID-19 পরীক্ষার রিপোর্ট মিলবে আজ সন্ধেয়।

দুপুর ৩: করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে মৃত্যু পাকিস্তানের চিকিৎসক। ২৬ বছরের চিকিৎসক গিলগিট-বাল্টিস্তান এলাকায় কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

দুপুর ২.৫৫: লোকসভায় কোনও আলোচনা ছাড়াই ধ্বনিভোটে পাশ অর্থবিল। এরপর মুলতুবি হয়ে গেল অধিবেশন।  করোনা সতর্কতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদ।

দুপুর ২.৪৭: করোনা সংক্রমণ এড়াতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের কাজ।

দুপুর ১.৫৫: সরকারি নির্দেশ অমান্য। আসানসোলে স্কুলে ডেকে ছাত্রছাত্রীদের মিড-ডে মিল বিতরণ। জমায়েত থেকে সংক্রমণের আশঙ্কা। 

দুপুর ১.১০: লকডাউন আবহে গুরুত্বপূর্ণ পরামর্শ সুপ্রিম কোর্টের।  সংশোধনাগারগুলিতে ঠাসাঠাসি করে বন্দিদের থাকায় লাগাম দেওয়া নিয়ে পদক্ষেপ নিতে পরামর্শ কেন্দ্রকে।  

দুপুর ১.০২: সংক্রমণের জেরে এইমসের আউটডোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।

দুপুর ১২.৪০: বাংলাদেশে মৃত্যু ইটালি ফেরত করোনা আক্রান্ত যুবকের। এনিয়ে বাংলাদেশে করোনার বলি ৩। 

দুপুর ১২.৩১:  করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভরতি কেরলের এক ব্যক্তি। তাঁকে ধর্মতলা বাস ডিপো থেকে নিয়ে আসা হয় হাসপাতালে। 

দুপুর ১২.২৫: স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই সময়ে হাসপাতাল সংলগ্ন হোটেল বা অতিথিশালায় থাকার ব্যবস্থা। মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

দুপুর ১২.১৫: লকডাউনের জেরে শিল্পক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, রিপোর্ট চাইলেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২.১০: করোনা সংক্রমণ এড়াতে মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের সীমানা সিল করে দিল রাজস্থান সরকার।

বেলা ১১.৪৫: পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা দেওয়া হল ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য।  

বেলা ১১.২০: লকডাউনের বলবৎ আইন ভাঙলে প্রতিটি রাজ্য যেন কড়া আইনি ব্য়বস্থা নেয়, রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের।

বেলা ১১. ১০: গুজরাটে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। একেবারে ১১জনের শরীরে মিলল করোনার জীবাণু। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৬।

সকাল ১০. ২২: সেলফ কোয়ারেন্টাইনে থাকা কোনও ব্যক্তি নিয়ম ভাঙলে ১০০ তে ডায়াল করুন। নয়া নির্দেশিকা বেঙ্গালুরু পুলিশের। অভিযোগ পেয়ে যথাযথ ব্যবস্থা নিতে চালু হল হেল্পলাইন নং।

সকাল ১০.১৮: মুম্বইয়ে করোনা আক্রান্ত বিদেশির মৃত্যু। ফিলিপিন্সের পর্যটকের মৃত্যুতে দেশে করোনার বলি ৯।

সকাল ১০. ১০: লকডাউন ঘোষণার পরও অনেকে তা মানতে নারাজ। সরকারি নির্দেশ উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন কেউ কেউ। এ নিয়ে টুইটে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সেইসঙ্গে আরজি,  ‘নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান।’

সকাল ১০: বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস। হু হু করে নামল সেনসেক্স। ৮৪২ পয়েন্ট নেমে গেল নিফটি। 

সকাল ৯.৫১: লকডাউন নিয়ে জরুরি বৈঠক ডাকলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সকাল ৯.১১:  পাঞ্জাবের আইএএস অফিসাররা করোনা মোকাবিলায় নিজেদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা করলেন।

সকাল ৯.১০: রাজস্থান ও কেরলে নতুন করে করোনায় আক্রান্ত অন্তত ১৮ জন। 

সকাল ৯.০৫: পাটনা AIMS-এর আউটডোর শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য খোলা , জানাল কর্তৃপক্ষ।

সকাল ৮.৫৫: ধর্মতলা চত্বরে প্রবল ভিড়। কলকাতা থেকে দূরে বাড়ি ফেরা জন্য বাস ধরতে ব্যস্ত নিত্যযাত্রীরা। 

Esplande-crowd

সকাল ৮.৩৫: ঋণ সংক্রান্ত কাজের জন্য জরুরি পরিষেবা মিলবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ঘোষণা কর্তৃপক্ষের।

সকাল ৮.২৭: টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার আরজি জানিয়ে IOC কে চিঠি পাঠাল অস্ট্রেলিয়া। গুরুত্ব দিয়ে দেখছে জাপান।

সকাল ৮.২০: দিল্লির শাহিনবাগের মতো লখনউয়ের ঘণ্টা ঘরে চলছিল CAA বিরোধী আন্দোলন। সকালে সেখান থেকে সমবেত জনতাকে সরিয়ে দিল পুলিশ।

[আরও পড়ুন: COVID-19 কি তাহলে জৈব রাসায়নিক যুদ্ধের মহড়া?]

সকাল ৮.১৫: শিয়ালদহ স্টেশনে মাইকিং। করোনা সংক্রমণ এড়াতে ট্রেন পরিষেবা বন্ধ আজ থেকে। জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিয়ে সচেতনতা প্রচারের লক্ষ্যে মাইকিং পুলিশের।

train-no-service
সকাল ৮.০৫: করোনা পরিস্থিতি আরও ভয়াবহ ইটালিতে। একদিনে মৃত্যু ৬৫১ জনের। সামগ্রিকভাবে মৃতের সংখ্যা ৫৫০০ ছুঁইছুঁই।

সকাল ৭.৫৯: দিল্লিতে সকাল ৬টা থেকেই লকডাউন, তা সত্ত্বেও শাহিনবাগে জমায়েত হাতে গোনা আন্দোলনকারী।

সকাল ৭.৫৭: যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও করোনার থাবা। একজনের শরীরে ধরা পড়ল COVOD-19 জীবাণু।

সকাল ৭.৫০: দিল্লিতে পরিষেবা বন্ধ করল অ্যাপ ক্যাব সংস্থা।

[আরও পড়ুন: আমেরিকায় সেল্‌ফ আইসোলেশনে শাকিব, দেখা করছেন না স্ত্রী ও মেয়ের সঙ্গেও]

সকাল ৭.৪৮: আমেরিকায় করোনা সংক্রমণের পরবর্তী কেন্দ্রস্থল নিউইয়র্ক। আশঙ্কায় শাট ডাউনের পথে গোটা শহর। সে দেশে মৃতের সংখ্যা ২৫০।

সকাল ৭.৪৫: করোনা পজিটিভ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ। স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement