Advertisement
Advertisement
করোনা

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল, গত ১২ ঘণ্টায় পজিটিভ ৪৯০জন

আক্রান্ত ৪০৬৭ জন। জানাল স্বাস্থ্যমন্ত্রক।

Corona Pandemic: India's death toll rises to 109, positive cases cross 4000

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:April 6, 2020 11:47 am
  • Updated:April 6, 2020 11:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। কিন্তু কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না করোনার সংক্রমণ। ভারতে এবার আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত ১২ ঘণ্টায় সামনে এসেছে ৪৯০টি পজিটিভ রিপোর্ট। মৃতের সংখ্যাও ১০০-র গণ্ডি পেরিয়ে গেল। যা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর।

রবিবার বিকেল পর্যন্ত এ দেশে মৃতের সংখ্যা ছিল ৮৩। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, করোনার বলি হয়েছেন মোট ১০৯ জন। আক্রান্ত ৪০৬৭ জন। এদের মধ্যে বর্তমানে করোনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ৩,৬৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন কিংবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯২ জন। মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। সেখানে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিনই আবার মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভি আসায় সেই হাসপাতালকে সিল (containment zone) করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন’, বিজেপির প্রতিষ্ঠা দিবসে কর্মীদের করোনা মোকাবিলার বার্তা মোদির]

আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। যেখানে করোনা মোকাবিলায় এবার বাড়ি-বাড়ি গিয়ে COVID-19 সমীক্ষা শুরু করতে চলেছে সরকার। এদিন রাজস্থান ও গুজরাটের ভোপালেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। দুই রাজ্যের স্বাস্থ্যদপ্তরই নতুন করে আক্রান্তের খবর নিশ্চিত করেছে। রবিবার রাতে কোটার এক হাসপাতালে ভরতি ৬০ বছরের প্রবীণের মৃত্যু হয়েছে বলে জানায় রাজস্থানের স্বাস্থ্যদপ্তর। তাঁর ভ্রমণের কোনও ইতিহাস না থাকলেও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল।

এরই মধ্যে দেশে করোনার ‘হটস্পট’ সিল করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। তাদের অভিযোগ, “এভাবে আক্রান্তের মাত্রা বেড়ে যাওয়ায় নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্টানের জমায়েতকেই চিহ্নিত করা হচ্ছে।” স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশে সংক্রমণ ছড়াতে অনুঘটকের কাজ করেছে। সেই কারণেই এই ধরনের আঁতুড়ঘর একমাস সিল করে রাখা হবে বলে জানানো হয়েছে। তালিকায় ঢুকবে এমন এলাকা, যেখান থেকে সংক্রমিতের সংখ্যা বেশি। সবমিলিয়ে ভাইরাস রোধে সবরকম প্রয়াস চালিয়ে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

[আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে সংকটে এয়ার ডেকান, কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠাল সংস্থা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement