সোমনাথ রায়, নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত (India)। এক আণুবীক্ষণিক জীবের দাপটে কাঁপছে রাজধানী দিল্লি। এহেন সংকট কালে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, সোমবার অর্থাৎ আজ সোমবার রাত ১০টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত দিল্লিতে লকডাউন চলবে। তবে এক্ষেত্রে জরুরি পরিষেবা যেমন-চিকিৎসা, খাদ্য সরবরাহের মতো বিষয়ে ছাড় দিয়েছে কেজরি-সরকার।বিয়েবাড়িতে সর্বোচ্চ ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়ে দিয়েছে দিল্লি সরকার। তবে এর জন্য বিশেষ পাস নিতে হবে। এদিন কেজরিওয়াল বলেন, “গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। যদি দৈনিক ২৫ হাজার মানুষ আক্রান্ত হন, সেক্ষেত্রে পরিকাঠামো ভেঙে পড়বে।”
উল্লেখ্য, ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে করোনা। এতদিন রেকর্ড হারে বাড়ছিল শুধু আক্রান্তের সংখ্যা। এবার শুরু হল মৃত্যু মিছিলও। সোমবার সকালেও দেশে রেকর্ড ভেঙে প্রায় পৌনে তিন লক্ষ মানুষ করোনার কবলে পড়েছেন। মৃত্যু হয়েছে ষোলোশোর বেশি মানুষ। যে হারে দেশের পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস বাড়ছে, তাতে খুব দ্রুত ভেঙে পড়তে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশের মতো রাজ্যে ভয়াবহ পরিস্থিতি। স্বস্তিতে নেই রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, বাংলাও।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৩ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৭৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.