সময়ের সঙ্গে সঙ্গে আতঙ্কের পারদ চড়ছেই। প্রতি মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। আবহাওয়া পরিবর্তন হয়ে তাপমাত্রা বৃদ্ধির পরও পরিস্থিতির বিশেষ পরিবর্তন নেই। মারণ জীবাণুকে বাগে আনা যাচ্ছে না কিছুতেই। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মৃতের সংখ্যা ৮৩। আক্রান্ত ৩৫০০ পেরিয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২৬৭ জন। দেশবাসীর প্রতি মন্ত্রকের পরামর্শ, বাইরে বেরলেই মাস্ক ব্যবহার করুন। এরই মধ্যে আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাকে সাড়া দিয়ে মোম, প্রদীপ জ্বালিয়ে ভারতবাসী নিজেদের ঐক্যের পরিচয় দেবে। করোনার বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়ছে, তারই একটা প্রমাণ ভারতের বাইরে এই মুহূর্তে করোনা দাপটে কাবু বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা। সেখানকার পরিসংখ্যান চূড়ান্ত উদ্বেগের। করোনার ছোবল থেকে নিজেদের ধীরে ধীরে বের করে আনতে বদ্ধপরিকর স্পেন, ইটালি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.১০: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সংহতির আহ্বানে দেশজুড়ে জ্বলল আশার প্রদীপ।
Ghaziabad: People light up candles following the call of PM Modi to switch off all the lights of houses today at 9 PM for 9 minutes, and just light a candle, ‘diya’, or mobile’s flashlight, to mark India’s fight against #Coronavirus. pic.twitter.com/oN9qMk9CaF
— ANI UP (@ANINewsUP) April 5, 2020
সন্ধে ৭.৪৫: দেশে আর চারজনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩। মোট আক্রান্ত বেড়ে ৩৫৭৭, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
Total number of #COVID19 positive cases rise to 3577, death toll increases to 83: Ministry of Health and Family Welfare
There has been a spike of 505 positive cases in the last 24 hours. pic.twitter.com/zXf4mvd12a
— ANI (@ANI) April 5, 2020
সন্ধে ৭.৩০: মহারাষ্ট্রে রবিবার বিকেল পর্যন্ত ১১৩ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪৮। জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্যদপ্তর।
Total number of #Coronavirus positive cases in Maharashtra rises to 748 after 113 positive cases reported in the state today so far, 56 people have been discharged after recovering from the disease: Maharashtra Health Department pic.twitter.com/VJlicneEcW
— ANI (@ANI) April 5, 2020
বিকেল ৪.২০: বায়ুবাহিত নয় নোভেল করোনা ভাইরাস। জানিয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR).
No evidence of #COVID19 being airborne yet: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/ytSVOEJiMz
— ANI (@ANI) April 5, 2020
বিকেল ৪.০৩: দেশের করোনার বলি ৭৯। আক্রান্ত ৩৩৭৪। সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দিলেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্য়া ১১। নিজামুদ্দিন যোগে বাড়ছে আক্রান্তের সংখ্য়া, বললেন যুগ্মসচিব। প্রধানমন্ত্রীর ডাকে আজ রাতে দীপ জ্বালানো কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন।
#WATCH live: Union Health Ministry briefs the media over #Coronavirus, in Delhi (5th April) https://t.co/PogJTtclqp
— ANI (@ANI) April 5, 2020
দুপুর ৩.৪৯: করোনার চিকিৎসার জন্য দিল্লির কয়েকটি বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করা হোক, সরকার তা অধিগ্রহণ করুক। স্বাস্থ্য মন্ত্রককে প্রস্তাব পাঠালেন দিল্লির উপরাজ্যপাল।
দুপুর ৩.৪৩: স্কুল-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে? ১৪ তারিখ বৈঠক করে সিদ্ধান্ত নেবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
দুপুর ২.৩৫: মুম্বইয়ের ধারাভিতে চতুর্থজনের শরীরে মিলল করোনার জীবাণু। আতঙ্কে কাঁটা গোটা বসতি।
দুপুর ২টো: লকডাউন নিয়ে ২ প্রাক্তন প্রধানমন্ত্রী – মনমোহন সিং, দেবেগৌড়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি। ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। কথা বলেন বিরোধী দলের কয়েকজন নেতার সঙ্গেও। লকডাউন সংক্রান্ত কোনও সিদ্ধান্তের আগে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
He also called up leaders of various political parties like Sonia Gandhi, Mulayam Singh Yadav, Akhilesh Yadav, Mamata Banerjee, Naveen Patnaik, K Chandrashekar Rao, MK Stalin and Parkash Singh Badal. #Coronavirus https://t.co/V7hL8FIh5F
— ANI (@ANI) April 5, 2020
দুপুর ১২. ৩৬: প্রধানমন্ত্রীর দীপ জ্বালানোর আহ্বানে সাড়া দেওয়ার প্রস্তুতি। উত্তরপ্রদেশের মোরাদাবাদে মাটির প্রদীপের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিক্রিও হচ্ছে দারুণ।
দুপুর ১২.১৫: সুযোগ বুঝে দিল্লির বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালানোর ছক। অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়ায় জিজ্ঞাসাবাদ, পুলিশকে হস্তান্তর করা হল।
8 Tablighi Jamaat members from Malaysia intercepted by Delhi’s IGI immigration department today when they tried to board Malindo Air relief flight for Malaysia. They will be handed over to the authorities (Police): Immigration Sources
— ANI (@ANI) April 5, 2020
বেলা ১১.৪৬: উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির। তিনি করোনা পজিটিভ বলে হাসপাতাল সূত্রে খবর। পরিবারের অভিযোগ, হাসপাতালে কালিম্পংয়ের করোনা আক্রান্ত মহিলার সঙ্গেই তাঁর চিকিৎসা চলছিল। তাই হাসপাতাল থেকে সংক্রমণ ছড়িয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে এখনও খবরটি নিশ্চিত করা হয়নি।
বেলা ১০.৫৬ : করোনা মোকাবিলায় আইসোলেশনের পরিকাঠামো গড়তে এগিয়ে এল অর্ডিন্যান্স ফ্যাক্টরি, HAL. অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড দেশের ১০ জায়গায় ২৮০টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে। HAL'এর সদর দপ্তর বেঙ্গালুরুতে ইতিমধ্যেই পরিকাঠামো রয়েছে। ৯৩ জন রোগী থাকতে পারে সেখানে।
#COVID19: Ordnance Factory Board has planned for 280 isolation beds across 10 hospitals spread over 6 states in the country. Hindustan Aeronautics Ltd Bengaluru has isolation ward facility with 3 beds in ICU&30 beds in wards. In all, 93 persons can be accommodated at HAL facility
— ANI (@ANI) April 5, 2020
সকাল ৯.৫৪: স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত PPE নেই, করোনা পরীক্ষার যথেষ্ট সংখ্যক টেস্ট কিট নেই। যোগী সরকারকে তোপ দেগে অভিযোগ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের।
সকাল ৯.৫০: উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। করোনা আক্রান্ত তাঁর রাজ্যের স্বাস্থ্যদপ্তরের মুখ্যসচিব। খবর শুনেই তড়িঘড়ি পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সকাল ৯.২০: সংক্রমণের হার একই দেশে। গত ১২ ঘণ্টায় ৩০২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। টুইট করে জানাল স্বাস্থ্যমন্ত্রক। সুস্থ হয়েছেন ২৬৭ জন।
Increase of 302 #COVID19 cases in the last 12 hours; Total number of #COVID19 positive cases rise to 3374 in India (including 3030 active cases, 267 cured/discharged/migrated people and 77 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/lpRhHeYEFb
— ANI (@ANI) April 5, 2020
সকাল ৯.১৫: ব্রিটেনে করোনার সর্বকনিষ্ঠ বলি। ৫ বছরের শিশুর মৃত্যুতে সে দেশে মৃতের সংখ্য়া বেড়ে ৭০৮। এর আগে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে।
সকাল ৯: লকডাউনের দ্বিতীয় রবিবার সকাল থেকেই তুমুল ভিড় কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে। নেই সামাজিক দূরত্ব বজায় রাখার দায়।
সকাল ৮.১২: লকডাউনের জেরে তীব্র সংকটে মহারাষ্ট্রের নাসিকের যৌনপল্লির বাসিন্দারা। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।
সকাল ৮: রাজস্থানের গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভরতি নিতে অস্বীকার। মাঝপথেই সন্তান প্রসব, চিকিৎসা না পেয়ে সদ্যোজাতের মৃত্যু। মহিলার স্বামীর অভিযোগ, তাঁরা মুসলিম হওয়ায় প্রত্যাখ্যান করেছেন ভরতপুরের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
Rajasthan: A pregnant woman was allegedly denied admission into Janana Hospital, Bharatpur citing her religion.Her husband says,"hospital staff referred us to a hospital in Jaipur as we are Muslims.We didn't even cross Bharatpur, she delivered the child on the way&the baby died" pic.twitter.com/bv3oLsEbCM
— ANI (@ANI) April 5, 2020
সকাল ৭.৩৭: করোনা আবহের মধ্যে টেলিফোনে কথা বললেন মোদি-ট্রাম্প। ভারত থেকে আমেরিকায় ম্যালেরিয়ার ওষুধ রপ্তানি বন্ধ হওয়ায় অসুবিধার কথা জানিয়ে মোদিকে ফোন, হোয়াইট হাউসে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সকাল ৭: লকডাউনের বিধিনিষেধ সকলে মানছেন কিনা, দেখতে এবার ড্রোন ক্যামেরা ব্যবহার করছে অসম পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.