করোনা যুদ্ধ আরও কঠিন হচ্ছে। ভারত-সহ গোটা বিশ্বেই দাপট বাড়িয়ে তুলছে নোভেল করোনা ভাইরাস। মারণ জীবাণুর বলি বিশ্বের অন্তত ১ লক্ষ ৪৪ হাজার মানুষ। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২১ লক্ষ মানুষের শরীরে। মৃত্যুর নিরিখে রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সময়ের সঙ্গে সঙ্গে ভারতেও বাড়ছে করোনা ভাইরাসের দাপট। দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫২। গোটা দেশের ১৭০ জেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক, যার মধ্যে রয়েছে বাংলার চার জেলা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিল করা শুরু করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬২। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪৫: কলকাতায় করোনা আক্রান্ত পুলিশ অফিসার। গার্ডেনরিচের পুলিশ কর্তার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে এমআর বাঙুরে ভরতি করা হয়।
রাত ৯.৫০: নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সমাবেশে হাজির ছিলেন বহু রোহিঙ্গা। তাঁরা অনেকেই সরকারি শিবিরে ফিরে যাননি। দ্রুত তাঁদের খুঁজে বের করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিল কেন্দ্র। মনে করা হচ্ছে, তাঁরা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। ফলে তাঁদের থেকেও করোনা ছড়াতে পারে।
MHA writes to all States & UTs to trace Rohingyas after it was reported that they attended religious congregations of Tablighi Jamaat&there is a possibility of their contracting COVID-19. MHA has given locations in New Delhi, J&K, Punjab and Haryana where Rohingyas are living. pic.twitter.com/LLaNkSdQyT
— ANI (@ANI) April 17, 2020
রাত ৯.০০: করোনা সংক্রান্ত তথ্য নিয়ে ফের হু-কে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, বিভিন্ন সময় হু করোনা নিয়ে তথ্য গোপন করেছে। এ প্রসঙ্গে তিনি তাইওয়ানের গবেষকের কথাও উল্লেখ করেন। ট্রাম্পের অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে তাইওয়ানের গবেষকরা দাবি করেছিলেন মানুষের মাধ্যমে করোনা ছড়াতে পারে। সেইসময় তাঁদের সেই দাবিকে আমল দেয়নি হু।
Why did the W.H.O. Ignore an email from Taiwanese health officials in late December alerting them to the possibility that CoronaVirus could be transmitted between humans? Why did the W.H.O. make several claims about the CoronaVirus that ere either inaccurate or misleading….
— Donald J. Trump (@realDonaldTrump) April 17, 2020
রাত ৮.২৫: নেপালে নতুন ১৪ জন আক্রান্তের মধ্যে ১২ জন ভারতীয়।
রাত ৮.১০: করোনা মোকাবিলায় ওষুধ সরবরাহ করার জন্য ভারতকে ধন্যবাদ জানাল রাশিয়া।
Comments to the Press by President Putin’s Spokesperson, Mr. Dmitry Peskov – “#Russia is grateful to #India for decision to supply medicines to fight #COVID19.”@PMOIndia @narendramodi @DrSJaishankar @MEAIndia @WIONews @IndianDiplomacy @ANI @RusEmbIndia @DDNewslive @DDNewsHindi pic.twitter.com/nL3cXZRCsn
— India in Russia (@IndEmbMoscow) April 17, 2020
সন্ধে ৭.০০: এশিয়ার সবচেয়ে বড় বসতি ধারাভিতে আক্রান্তের সংখ্যা ১০১। আর নতুন করে ১৫ জনের শরীরে জীবাণুর হদিশ মিলেছে।
সন্ধ্যে ৬.০০: কেরলে আজও নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র একজন। ফলে সে রাজ্যে করোনা আক্রান্ত রয়েছেন মাত্র ১৩৮ জন। সুস্থ হয়েছেন দুশোজনের বেশি।
Only 1 #COVID19 positive case reported in Kerala today,10 more people have recovered. As of now, there are 138 active cases and 255 cured cases: Kerala Health Minister’s Office pic.twitter.com/NO7UShlDFp
— ANI (@ANI) April 17, 2020
বিকেল ৫টা: আগামী অন্তত তিনমাস ভাড়া চাইতে নিতে পারবেন না বাড়িওয়ালারা। নির্দেশ মহারাষ্ট্রের আবাসন দপ্তরের। এই সময়ের মধ্যে ভাড়াটিয়াদের তুলে দিতে পারবেন না বাড়িওয়ালারা।
Maharashtra State Housing Department issues instructions to landlords to postpone rent collection by at least 3 months. During this period, no tenant should be evicted from the rented house due to non-payment of rent: Maharashtra Chief Minister’s Office pic.twitter.com/ItptwgAOWu
— ANI (@ANI) April 17, 2020
বিকেল ৪.৩০: লকডাউনের আগে দেশে আক্রান্তের সংখ্যা প্রতি তিনদিনে দ্বিগুণ হচ্ছিল। কিন্তু গত সাতদিনের পরিসংখ্যানে দেখা গিয়েছে, অন্তত ৬ দিন অন্তর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। দেশের ১৯টি রাজ্যে দ্বিগুণ হারে বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
Before lockdown, doubling rate of #COVID19 cases was about 3 days, but according to data in the past 7 days, the doubling rate of cases now stands at 6.2 days. Doubling rate in 19 States, Union Territories are even lower than average doubling rate: Lav Aggrawal, Health Ministry pic.twitter.com/ycYpchvc2Z
— ANI (@ANI) April 17, 2020
বিকেল ৪.২০: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। নতুন করে আক্রান্ত ১০০৭ জন। পরিসংখ্যান দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
1007 new COVID19 cases, 23 deaths reported in the last 24 hours: Lav Agrawal, Joint Secretary, Ministry of Health pic.twitter.com/PPOjggyqDT
— ANI (@ANI) April 17, 2020
বিকেল ৪টে: রাজ্যে নতুন করে আক্রান্ত ২২ জন। মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১০, নবান্ন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ৩.২০: করোনা আক্রান্ত দুই পুলিশকর্মীর সংস্পর্শে আসায় দিল্লির এক পুলিশ আধিকারিক-সহ ২৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
26 police personnel, including a Station House Officer, are in quarantine. These personnel had come in contact with 2 police constables, who had tested positive for #COVID19: Delhi Police pic.twitter.com/IdIAbkisdY
— ANI (@ANI) April 17, 2020
দুপুর ৩টে: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দিলেন উত্তরাখণ্ড পুলিশের কর্মীরা।
Uttarakhand Police personnel have voluntarily donated around Rs 3 crores to Chief Minister’s Relief Fund to combat #COVID19: Ashok Kumar, DG Law & Order (file pic) pic.twitter.com/QZH8xSuTa0
— ANI (@ANI) April 17, 2020
দুপুর ২.৩০: রমজান মাসে ঘরে বসেই নমাজ পড়ুন, দিল্লিবাসীকে বার্তা ইমাম ও মুসলিম ধর্মগুরুদের।
Delhi: Clerics & community leaders urge people to pray at home during holy month of #Ramzan. Cleric Mufti Mukarram says, “We should stay at home & practice social distancing to keep ourselves & others safe. If we fast & pray at home, there is no problem with it”. #CoronaLockdown pic.twitter.com/7XfBfLxWfI
— ANI (@ANI) April 17, 2020
দুপুর ২টো: অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাংকের একগুচ্ছ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Today’s announcements by @RBI will greatly enhance liquidity and improve credit supply. These steps would help our small businesses, MSMEs, farmers and the poor. It will also help all states by increasing WMA limits.
— Narendra Modi (@narendramodi) April 17, 2020
দুপুর ১.৩০: মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯৪। আক্রান্ত ৩ হাজার ছাড়াল।
288 more #COVID19 cases & 7 more deaths reported in Maharashtra. Total coronavirus cases in the state stand at 3,204 and deaths at 194: State Health Department
— ANI (@ANI) April 17, 2020
দুপুর ১টা: ফের পাকিস্তানকে একহাত নিলেন সেনাপ্রধান মনোজমুকুন্দ নারাভানে। ভারত যখন সারা বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করছে, সেইসময় পড়শি দেশ সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।
India fighting COVID-19 globally, Pakistan busy exporting terror: Army Chief General MM Naravane
Read @ANI story | https://t.co/iGEEPFhfCl pic.twitter.com/2QEllTE5BB
— ANI Digital (@ani_digital) April 17, 2020
বেলা ১২.৩০: আগামী ৩ মাস সরকারি বা বেসরকারি কোনও স্কুল ফি চাইতে পারবে না। নির্দেশ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার।
कोई भी स्कूल 3महीने की फीस नहीं मांगेगा,सिर्फ एक महीने की ट्यूशन फीस मांग सकते हैं। जो ऑनलाइन एजुकेशन दी जा रही है वो सभी बच्चों को देनी होगी, जो माता-पिता फीस नहीं दे पा रहे हैं उनके बच्चों को भी। कोई भी स्कूल ट्रांसपोर्टेशन फीस और कोई अन्य फीस चार्ज नहीं करेगा: मनीष सिसोदिया https://t.co/LO3SRKPoFH
— ANI_HindiNews (@AHindinews) April 17, 2020
বেলা ১২টা: রাজস্থানের টংকে টহলদারির সময় কসাই মহল্লায়ে পুলিশের উপর হামলা। গুরুতর জখম তিন পুলিশকর্মী।
Rajasthan: Three police personnel injured after they were attacked while patrolling in Tonk today. Vipin Sharma, Additional SP says, “police party was attacked in ‘Kasaai mohalla’. We have brought some people for interrogation, investigation underway”. #CoronaLockdown pic.twitter.com/qdGULRzr3N
— ANI (@ANI) April 17, 2020
সকাল ১১.৩০: গরিব মানুষের রেশন কার্ড বা আধার কার্ড না থাকলেও তাঁদের খাদ্যসামগ্রী বিলিতে যেন খামতি না থাকে, আধিকারিকদের নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
UP CM in a meeting today with senior officers said,’It doesn’t matter if a person has Ration Card or not, Aadhaar Card or not, if the person is needy he/she would be provided with essential food items. Even if the person is a migrant he/she shall be provided with food and ration’ pic.twitter.com/G0DYWj5sRt
— ANI UP (@ANINewsUP) April 17, 2020
সকাল ১১.২০: করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে উপস্থিত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও।
Delhi: Union Group of Ministers (GOM) meeting over #COVID19, underway at Nirman Bhawan. Chief of Defence Staff (CDS) General Bipin Rawat, Health Minister Dr Harsh Vardhan, External Affairs Minister S Jaishankar, and other ministers also present. pic.twitter.com/PKnxvJP3Yv
— ANI (@ANI) April 17, 2020
সকাল ১০.৩৫: রেপো রেট অপরিবর্তিত রেখে রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল আরবিআই।
সকাল ১০.৩০: আবাসন শিল্পকে চাঙ্গা করতে ন্যাশনাল হাউজিং বোর্ডকে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ দিচ্ছে রিজার্ভ ব্যাংক।
সকাল ১০.২৫: পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ ব্যাংকগুলিকে নগদ জোগানের জন্য NABARD-কে ২৫ হাজার কোটি টাকা দিচ্ছে রিজার্ভ ব্যাংক।
সকাল ১০.২০: অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাংক ও NBFC গুলিকে ৫০ হাজার কোটি টাকার নগদ জোগান দেবে রিজার্ভ ব্যাংক।
সকাল ১০.১০: রিজার্ভ ব্যাংকের ১৫০ কর্মী কোয়ারেন্টাইনে, জানালেন শক্তিকান্ত দাস।
সকাল ১০টা: সাংবাদিক বৈঠক শুরু করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। করোনা যুদ্ধে সামনের সারির যোদ্ধাদের কুর্নিশ জানালেন তিনি।
#WATCH Live via ANI Facebook: RBI Governor Shaktikanta Das addresses media. #COVID19https://t.co/3mo97GWqBv pic.twitter.com/OXxrUDIiJz
— ANI (@ANI) April 17, 2020
সকাল ৯.২০: লকডাউনের মধ্যেই জাঁকজমক করে বিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলের। বিতর্কে জনতা দলের (এস) নেতা।
Karnataka: Nikhil Kumarswamy, son of former Karnataka CM HD Kumaraswamy, will tie the knot with Revathi, the grand-niece of former Congress Minister for Housing M Krishnappa, today. Visuals of rituals that took place yesterday at HD Kumaraswamy’s residence in Bengaluru. pic.twitter.com/oWpzEtYrNB
— ANI (@ANI) April 17, 2020
সকাল ৯টা: ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৩ জনের। নতুন করে আক্রান্ত ১০০৭।
#COVID19: 1007 positive cases & 23 deaths have been reported in the last 24 hours. https://t.co/otTaYSLC4d
— ANI (@ANI) April 17, 2020
সকাল ৮.৩০: করোনার জেরে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্যমন্ত্রীকে অপসারিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।
Brazilian President Jair Bolsonaro sacks health minister during virus crisis, reports AFP news agency quoting official. (File pic) #COVID19 pic.twitter.com/yUzIGLUn3W
— ANI (@ANI) April 16, 2020
সকাল ৮.১৫: দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় পর্বে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে রিজার্ভ ব্যাংক। সকাল দশটা নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন গভর্নর শক্তিকান্ত দাস।
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das to address at 10:00 AM today. (file pic) pic.twitter.com/3tfLrIJIHj
— ANI (@ANI) April 17, 2020
সকাল ৮টা: নিউ ইয়র্কে ১৫ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের সময়সীমা।
New York extends its lockdown till May 15: US Media#COVID19
— ANI (@ANI) April 16, 2020
সকাল ৭.৩০: ব্রিটেনে আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের সময়সীমা।
UK officials extend Coronavirus lockdown for ‘at least next three weeks’, reports AFP
— ANI (@ANI) April 16, 2020
সকাল ৭টা: দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৭।
India’s total number of #Coronavirus positive cases rises to 13,387 (including 11201 active cases, 1749 cured/discharged/migrated and 437 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/GheWAdYrSS
— ANI (@ANI) April 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.