ছবি: প্রতীকী।
করোনা সংক্রমণ রুখতে দ্বিতীয় দফা লকডাউনের মাঝেই আজ থেকে ফের কর্মমুখর দেশ। বিশেষ কয়েকটি ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। সবটাই চলছে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে। তবে দিল্লির মতো সংক্রমিত এলাকায় (Containment Zone) একেবারেই ঘরবন্দি থাকবেন জনতা। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬। মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৪২ জন। হটস্পট হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি জেলায় নতুন করে সংক্রমণের খবর না মেলায় কিছুটা স্বস্তি। চিন থেকে আসা টেস্ট কিট দিয়ে এবার করোনা সংক্রমিতকে চিহ্নিত করতে শুরু হবে ব়্যাপিড টেস্ট। উপসর্গহীন করোনা রোগীকে চিহ্নিত করতে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে পুল টেস্টিং। এ রাজ্যে মারণ জীবাণু প্রাণ কেড়েছে ১২ জনের। আক্রান্তের সংখ্যা ২৪৫। এদিকে, ইউরোপের করোনার ছোবলে প্রাণহানি লক্ষাধিক মানুষের। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.২০: ১২০ কিলোমিটার রাস্তা হেঁটে বাড়ি ফেরার সময় এক বারো বছরের কিশোরীর মৃত্যু হল। সে ছত্তিশগড় থেকে হেঁটে তেলেঙ্গানার নিজের গ্রামে আসছিল। জানা গিয়েছে, পরিবারের অন্যান্যদের সঙ্গে ছত্তিশগড়ের লংকা ক্ষেতে কাজ করত ওই কিশোরী। লকডাউন ঘোষণার পর ১৫ এপ্রিল থেকে হাঁটা শুরু করে সে। বাড়ি পৌঁছনোর ৫০ কিলোমিটার আগেই তাঁর মৃত্যু হল।
রাত ৮.১৫: করোনা আবহে ভারতে মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর রাজপরিবার -সহ কয়েকটি মানবাধিকার সংগঠন। সোমবার তাঁর জবাব দিয়ে একটি টুইট করেন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কুমার। তিনি লেখেন, ” ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বৈষম্যমূলক মূল্যবোধে বিশ্বাস করে না। সেখান আইনের শাসন চলে। এটা সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী ভারতীয়দের মনে রাখা উচিত।”
India and UAE share the value of non-discrimination on any grounds. Discrimination is against our moral fabric and the Rule of law. Indian nationals in the UAE should always remember this. https://t.co/8Ui6L9EKpc
— Amb Pavan Kapoor (@AmbKapoor) April 20, 2020
সন্ধে ৭.৩৫: মহারাষ্ট্র প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ধারাভি। এদিন সেখানে আরও ৩০ জন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে এশিয়ার বৃহত্তম বসতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৮। তাঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।
30 new #Coronavirus positive cases reported today in Dharavi. The total number of positive cases in the area increases to 168 (including 11 deaths): Brihanmumbai Municipal Corporation (BMC). #Mumbai pic.twitter.com/g9paEWRUvI
— ANI (@ANI) April 20, 2020
সন্ধে ৬.৫০: প্রোটোকল ভেঙে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার, আগেই এহেন অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর ক্ষোভের কথাও জানিয়েছিলেন। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র।
West Bengal CM’s letter to PM Modi further states, “Central teams kept the state government in complete dark and had approached central forces like BSF & SSB for logistics support and had already moved in the field without any consultation with the state government”. #COVID19 https://t.co/TPDhjfxeq4
— ANI (@ANI) April 20, 2020
সন্ধ্যে ৬.৪৫: কেরলে নতুন ছয় আক্রান্তের হদিশ মিলেছে। জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
সন্ধে ৬.৪০: রাজস্থানের কোটয় আটকে থাকা পড়ুয়াদের ফেরাবে পাঁচ রাজ্য। জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
সন্ধে ৬.০০: দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬। তাঁদের মধ্যে ২৮৪২ জন সুস্থ হয়েছে গিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯ জন।
India’s total number of #Coronavirus positive cases rises to 17656 (including 14255 active cases, 2842 cured/discharged/migrated and 559 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/AIV4wRrQfD
— ANI (@ANI) April 20, 2020
বিকেল ৫.০৫: রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৫। মৃতের সংখ্যা আটকে ১২তেই। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। ফুল ও মিষ্টির দোকান দুপুর ১২টায় বন্ধ করে দিতে হবে। নির্দেশ প্রশাসনের।
বিকেল ৪: রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র-রাজ্য। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের।
We welcome all constructive support & suggestions, especially from the Central Govt in negating the #Covid19 crisis. However, the basis on which Centre is proposing to deploy IMCTs in select districts across India including few in WB under Disaster Mgmt Act 2005 is unclear.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2020
দুপুর ৩.১০: উত্তর ২৪ পরগনার বারাকপুরে এবার করোনার থাবা। বারাকপুর পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেরই বাসিন্দা তিনি। বেসরকারি হাসপাতালে কর্মী ওই ব্যক্তির পরিবার এবং তাঁর সংস্পর্শে আসা ৮০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে তাঁর শরীরে সংক্রমণ হয়েছে বলে প্রাথমিক ধারণা পরিবারের।
দুপুর ২.৪০: সংক্রামক এলাকার (Containment Zone) মতো ভারতীয় সেনাবাহিনীকেও তিন জোনে ভাগ করে দেওয়া হল। লাল, হলুদ এবং সবুজ। করোনা সংক্রমণ রুখতে তিনটি বিভাগ পৃথক হল। কোয়ারেন্টাইন শেষে স্বাস্থ্য পরীক্ষায় পাশ করা সেনারা গ্রিন জোনে। যাঁদের শরীরে উপসর্গ রয়েছে, তাঁরা থাকবেন রেড জোনে।
All personnel in the Indian Army will be classified as Green (who have completed 14 days Quarantine period), Yellow (who need to undergo 14 days Quarantine period) and Red (Symptomatic requiring isolation and further treatment in #COVID19 hospital): Indian Army https://t.co/FRkFVKi9RG
— ANI (@ANI) April 20, 2020
দুপুর ১.১৫: দেশের চার মহানগরে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। শহরগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে কলকাতাও।
Situation especially serious in Indore (MP); Mumbai & Pune (Maharashtra); Jaipur (Rajasthan); and Kolkata, Howrah, Medinipur East, 24 Parganas North, Darjeeling, Kalimpong & Jalpaiguri (West Bengal): Spokesperson, Ministry of Home Affairs
— ANI (@ANI) April 20, 2020
দুপুর ১২.৫৫: হোম কোয়ারেন্টাইনে বর্ধমানের ৬২ জন স্বাস্থ্যকর্মী। জেলায় প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলার পর বর্ধমান মেডিক্যাল কলেজ ও কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য়কর্মীদের পাঠানো হল কোয়ারেন্টাইনে। এছাড়া সালারের এক করোনা আক্রান্ত বর্ধমানে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁর সংস্পর্শ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে।
দুপুর ১২. ২০: তেলেঙ্গানায় বাড়ল লকডাউনের মেয়াদ। ৩ মে’র পরিবর্তে ৭ মে সেখানে চলবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের।
দুপুর ১২.০২: করোনার থাবা আফগানিস্তানে। খোদ রাষ্ট্রপতি ভবনের ২০ জন কর্মীর শরীরে মিলল করোনার জীবাণু।
বেলা ১১.০৫: লকডাউনে কৃষিকাজে ছাড়। কেন্দ্রের নির্দেশ মেনে পাঞ্জাবে কৃষিকাজে ছাড় দিল অমরিন্দর সিং প্রশাসন। লুধিয়ানায় গমখেতে শুরু কাজ।
সকাল ১০.৪০: প্রায় এক মাস পর সংসদের সচিবালয়ে শুরু কাজ। ওই চত্বরে প্রবেশকারী সমস্ত গাড়িকে স্যানিটাইজ করা হয়েছে।
Delhi: Rajya Sabha and Lok Sabha secretariats resume functioning today after 30 days with sanitisation of all vehicles at the entry point. pic.twitter.com/3BQFSHDn2a
— ANI (@ANI) April 20, 2020
সকাল ১০.২৬: মণিপুরকে ‘করোনামুক্ত’ রাজ্য হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উত্তর-পূর্বের এই রাজ্যে করোনা আক্রান্ত ছিলেন মাত্র দু’জন। তাঁরা সম্পূর্ণ সুস্থ, নতুন করে আক্রান্তের খবর নেই। টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী। এর আগে গোয়ার মুখ্যমন্ত্রীও এই রাজ্যকে ‘করোনামুক্ত’ বলে ঘোষণা করেছিলেন।
I am glad to share that Manipur is now Corona free. Both patients have fully recovered and have tested negative. There are no fresh cases of the virus in the state: Manipur CM N Biren Singh pic.twitter.com/5d9xR7kg8g
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৯. ২০: আজকের সেনসেক্স সূচক ৩১,৮২০ পয়েন্ট, নিফটি ৯৩০১ পয়েন্ট।
Sensex currently at 31,820.39; Nifty at 9,301.35 pic.twitter.com/F2qf5rO9ek
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৯.০৫: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭২৬৫। গত ২৪ ঘণ্টায় মৃত্য়ু হয়েছে ৩৬ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২৫৪৬ জন। টুইট করে পরিসংখ্যান দিল স্বাস্থ্যমন্ত্রক।
1553 new cases and 36 deaths reported in last 24 hours. India’s total number of #Coronavirus positive cases rises to 17265 (including 14175 active cases, 2546 cured/discharged/migrated and 543 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/zbcB5Fy5iR
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৮.৪০: COVID-19 সংক্রমণ মোকাবিলায় অনেকটা এগিয়ে থেকে দেশের মডেল কেরল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেখানে দোকানপাট, রেস্তরাঁ খোলার তোড়জোড় শুরু হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। লকডাউন চলাকালীন নিয়ম ভেঙে এসব খোলা যাবে না, টুইটারে জানানো হল কেরল সরকারকে। অন্যথায় মহামারি আইনে মামলার হুঁশিয়ারি।
সকাল ৮.২০: করোনা আবহেই শুরু G-20 সম্মেলন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। COVID-19 যুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তা তাঁর।
Global health crisis being witnessed globally,today,has created an opportunity to dive deep into the nature of what connects us all,while simultaneously providing us collective strength&wisdom to accomplish the unthinkable:Union Min Dr Harsh Vardhan at #G20 Health Ministers’ meet https://t.co/gP1MkAIUx9 pic.twitter.com/aLBpoNOj8k
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৮.১৫: ত্রুটিপূর্ণ টেস্ট কিট। আইসিএমআর থেকে নাইসেডে পাঠানো COVID-19 টেস্ট কিট নিয়ে মারাত্মক অভিযোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ধারাবাহিক টুইটে ক্ষোভ প্রকাশ। রাজ্যের আরও কয়েকটি মেডিক্যাল কলেজে চালু পরীক্ষা।
Department of Health & Family Welfare, West Bengal, in a series of tweets on 19th April, alleged defective test kits supplied by Indian Council of Medical Research (ICMR) as the reason for testing delays. pic.twitter.com/86cJGNFK1m
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৭.৩০: আজ থেকে রাজ্যের জুটমিল চালুর কথা। তবে বারাকপুর শিল্পাঞ্চলে চটকল খোলা নিয়ে দিনের শুরুতেই গন্ডগোল। কর্মীদের অভিযোগ, কেন্দ্রের তরফে কাজে ফেরার বার্তা পেয়ে তাঁরা সাতসকালেই কাজের জন্য হাজির হয়েছেন। কিন্তু মিল বন্ধ, তাই কাজে যোগ দিতে না পেরে ক্ষুব্ধ তাঁরা।
সকাল ৭.২৫: মৃত্যুমিছিল আরও দীর্ঘ আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯৭ জনের। মোট সংখ্য বেড়ে দাঁড়াল ৪০,৫৯১। বলছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান।
United States records 1,997 #Coronavirus deaths in 24 hours: AFP news agency quoting Johns Hopkins tally
— ANI (@ANI) April 20, 2020
সকাল ৭: দেশের বিভিন্ন অংশে সীমিত ক্ষেত্রে আজ থেকে শুরু কাজ। ছাড় কৃষিকাজ, পণ্য পরিবহণে। খুলল টোল প্লাজা। পণ্যবাহী গাড়িগুলি থেকে টোল ট্যাক্স আদায় শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.