দেশে আনলকের দ্বিতীয় পর্বের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ৮৫হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪০০জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯ হাজারের গণ্ডি। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: ভাদোদরায় আরও সাতটি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল। আরও ৭০০টি শয্যা বাড়ল।
রাত ১০.০০: গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জন সিএরপিএফ জওয়ান করোনা আক্রান্ত ।
134 new #COVID19 positive cases reported in CRPF today, taking the total number of positive cases to 1385, of which 682 are active cases & 694 recovered cases. The death toll is at 9: Central Reserve Police Force (CRPF)
— ANI (@ANI) July 1, 2020
রাত ৯.১৫: করোনা পরীক্ষার উপর সমস্ত বিধিনিষেধ তুলে নিল কেন্দ্র। রাজ্যগুলিকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ।
রাত ৮,২০: আরও ২৪ জন আইটিবিপি জওয়ান করোনা আক্রান্ত হলেন।
রাত ৮.০০: শ্রীপতি নারায়ণ – ডায়মন্ড হরাবারের ৯৮ বছরের বৃদ্ধ ৮ দিনে কোভিডমুক্ত হয়ে বাড়ি ফিরলেন। এখনও পর্যন্ত রাজ্য ও দেশের প্রবীণতম করোনাজয়ী।
সন্ধে ৭.৪৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৬১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। ফলে বাংলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,১৭০ জন। এদিকে মৃত্যু হয়েছে মোট ৬৮৩ জনের। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৮ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৩৫ শতাংশ।
সন্ধে ৭.৩০: কাল থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গোয়া। ২৫০টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাওয়া বাধ্যতামূলক। অন্যথায় গোয়ায় পরীক্ষা করা হবে। জানিয়েথে রাজ্য প্রশাসন।
সন্ধে ৬.৩০: কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫১ জন। সুস্থ হয়েছেন ১৩১ জন।
সন্ধে ৬. ২০: লকডাউনের বাস সমস্যা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী রমাপ্রসাদ সরকারের। হাইপাওয়ার্ড কমিটি গঠনেরও আবেদন করেন তিনি।
বিকেল ৫. ৩০: করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, ক্যবিনেট সচিবের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Delhi: Home Minister Amit Shah is chairing a meeting on COVID-19 situation in his office. Health Minister Dr Harshavardhan, the Cabinet Secretary and other top officials are attending the meeting.
— ANI (@ANI) July 1, 2020
বিকেল ৫. ১০: দিল্লির কমনওয়েলথ গেমসের স্পোর্টস কমপ্লেক্সে করোনা আক্রান্তদের দেখতে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে এই কমপ্লেক্সকে COVID কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে।
Delhi Chief Minister Arvind Kejriwal visits Commonwealth Games Village Sports Complex which has been converted into a COVID care centre. He says, “Around 500 beds have been set up here. The centre will be linked to LNJP Hospital and has separate wards for male & female patients.” pic.twitter.com/HMTmbtvO5V
— ANI (@ANI) July 1, 2020
বিকেল ৪. ৩০: করোনায় আক্রান্ত হয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারান পুলিশ আধিকারিক এএসআই হাসান ফকির।
দুপুর ৩. ২০: বলিউড অভিনেতা আমির খানের মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
দুপুর ২. ০৩: করোনা আবহে অনাবশ্যক কাজ রুখতে মুম্বইতে জারি হল ১৪৪ ধারা।
দুপুর ১. ৩০: ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ৬৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
বেলা ১২. ১৫: করোনা আবহেই তিন মাস পর ওড়িশা সরকার আজ থেকে মদ বিক্রি ও হোম ডেলিভারির অনুমতি দিল।
Bhubaneswar: Odisha Government allows over-the-counter sale of liquor in addition to home delivery from today after over three months due to #COVID19 lockdown. pic.twitter.com/lws2J2uaxU
— ANI (@ANI) July 1, 2020
বেলা ১১. ২০: ICMR-এর প্রোটোকল মেনে না চলায় রাজ্যের একটি বেসরকারি ল্যাবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল প্রশাসন।
সকাল ১০. ৩০: নাগাল্যান্ডে ২৪ ঘণ্টায় ২১ জনের সরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
সকাল ৯. ১০: ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৬৫৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ,৮৫ হাজার ৪৯৩জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০৭ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৪০০।
507 deaths and 18,653 new #COVID19 cases in the last 24 hours; Positive cases in India stand at 5,85,493 including 2,20,114 active cases, 3,47,979 cured/discharged/migrated & 17,400 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/9Faj9kP65c
— ANI (@ANI) July 1, 2020
সকাল ৮. ৫০: বুধবার থেকে মুম্বইতে নির্দিষ্ট কয়েকটি রুটে ৩৫০ টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের।
সকাল ৮. ২০: আজ থেকেই ভক্তদের জন্য খুলে যাচ্ছে কালীঘাট মন্দির।
সকাল ৮. ০০: ৪ জুলাই থেকে ইংল্যান্ডে শিথিল করা হবে লকডাউন। খুলবে পাব-রেস্তরাঁ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.