করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। মৃত ৩১ হাজার ৩৫৮ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৭৭ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩২ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১: করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রবিবার থেকে পাহাড়েও শুরু হচ্ছে লকডাউন। রবিবার থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন পালন করা হবে দার্জিলিং জেলার দার্জিলিং, মিরিক, কার্শিয়াং পুরসভায়।
রাত ৯.৩৯: করোনা সংক্রমণ রুখতে আগামী ২৭ জুলাই ভোর পাঁচটা থেকে তিনদিন লকডাউন ত্রিপুরায়।
Total lockdown to be imposed in the entire state of
Tripura for 3 days from 5 am on 27th July to 5 am on 30th
July. This will be in continuation of the night curfew to be imposed from 9 pm on 26th July: Government of Tripura— ANI (@ANI) July 25, 2020
রাত ৯.২৯: একদিনে গোয়ায় আক্রান্ত ১৪৬ জন।
Goa records 146 new COVID-19 positive cases today, taking the total number of cases in the State to 4,686 out of which 1,606 cases are active and 3047 have recovered. The death toll stands at 33: State Health Department pic.twitter.com/Ek7kC9aFHq
— ANI (@ANI) July 25, 2020
রাত ৯.২৫: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২ হাজারের গণ্ডি।
Himachal Pradesh’s #COVID19 case tally rises to 2,049. There are 848 active cases, 1173 recovered cases and 11 deaths: State Health Department pic.twitter.com/v79gBYsLLv
— ANI (@ANI) July 25, 2020
রাত ৯.২১: বেঙ্গালুরুতে আগামী ২৭ জুলাই থেকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন। নিয়ম ভাঙলেই হবে কড়া শাস্তি।
Lockdown will be in effect in Bengaluru from 9 pm today till 5am on 27th July. Legal action will be taken against violators: N. Manjunatha Prasad, Bruhat Bengaluru Mahanagar Palike (BBMP) Commissioner. #Karnataka
— ANI (@ANI) July 25, 2020
রাত ৯.১৮: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ২৪৪ জন।
244 new #COVID19 cases reported in Uttarakhand today, taking the total number of cases to 5,961 including 2,365 active cases and 63 deaths: State Health Department pic.twitter.com/WjB682dU7i
— ANI (@ANI) July 25, 2020
রাত ৯.১৩: রাজস্থানে রাত সাড়ে আটটা পর্যন্ত নতুন করে আক্রান্ত ১১২০ জন।
1,120 new #COVID19 cases and 11 deaths reported in Rajasthan till 8:30 pm today. The total number of cases in the State stands at 35,298 including 9,379 active cases and 613 deaths: State Health Department pic.twitter.com/X1zRPMhvj4
— ANI (@ANI) July 25, 2020
রাত ৮.৫৮: রাখিবন্ধন উপলক্ষে আগামী ২ আগস্ট পাঞ্জাবে খোলা যাবে সমস্ত মিষ্টির দোকান, জানালেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
Sweet shops in Punjab will be allowed to remain open on 2nd August, in view of the ‘Raksha Bandhan’ festival: Punjab Chief Minister Captain Amarinder Singh pic.twitter.com/3dgADfwZ0t
— ANI (@ANI) July 25, 2020
রাত ৮.২৬: পাঞ্জাবে বর্তমান শিক্ষাবর্ষে স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।
Government schools in Punjab will not charge any admission, re-admission and tuition fee from students for the 2020-21 academic session on account of the #COVID19 crisis: Punjab Government
— ANI (@ANI) July 25, 2020
রাত ৮.২৬: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৫ হাজার ৭২ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রাণ ১ লক্ষের কাছাকাছি।
Karnataka reports 5,072 new #COVID19 positive cases and 72 deaths. The total number of cases in the state stands at 90,942 including 55,388 active cases and 1,796 deaths: State Government pic.twitter.com/9BfAtDncCs
— ANI (@ANI) July 25, 2020
রাত৮.১৭: গ্রেটার মুম্বইতে নতুন করে আক্রান্ত ১ হাজার ৯০ জন।
1090 #COVID19 positive cases and 52 deaths reported in #Mumbai today; 617 patients recovered and discharged. The total positive cases rise to 1,07,981 including 78,877 patients recovered and discharged & 6033 deaths: Municipal Corporation Greater Mumbai pic.twitter.com/ugu6x8BOgi
— ANI (@ANI) July 25, 2020
রাত ৮.১৩: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা রেকর্ড।
সন্ধে ৭.৫৮: মণিপুরে নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন।
Manipur reports 30 new #COVID19 cases, taking the total number of cases in the State to 2,176. The number of active and recovered cases are 656 and 1520 respectively: State Government pic.twitter.com/gUFoa2jENm
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৭.৫২: মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ৭১৬ জন।
Madhya Pradesh reports 716 new #COVID19 cases and 8 deaths today; taking the total number of cases to 26,926 including 799 deaths and 7,639 active cases: State Health Department pic.twitter.com/dNexsRdrKP
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৭.৪০: জলপাইগুড়ি শহরে নতুন করে আক্রান্ত পাঁচ। আক্রান্তদের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত জলপাইগুড়ি শহরের কদমতলা দূর্গাবাড়ি এলাকার বাসিন্দা স্বাস্থ্যকর্মীও রয়েছেন। ইতিমধ্যে ওই স্বাস্থ্যকর্মীকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। আক্রান্তের বাড়ি এবং সংলগ্ন এলাকা আবারও জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে পুরসভা। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর নতুন করে আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী কার কার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। করোনা জয়ীদের ফের করোনায় কাবু করার ঘটনা চিন্তা বাড়িয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের। কারণ খুঁজতে বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন স্বাস্থ্যকর্তারা। উত্তরবঙ্গে করোনা মোকাবিলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত রায় জানান, বিষয়টি যথেষ্ট উদ্বেগের। সে কারণে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে।
সন্ধে ৭.২০: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ৪৬৮ জন।
468 new #COVID19 positive cases reported in Punjab today. The total number of cases now stands at 12,684 including 4,096 active cases, 8,297 discharged cases and 291 deaths: Department of Information & Public Relations, Punjab Government pic.twitter.com/aoADulpyYS
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৭.১০: কেরলে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ১০৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
1,103 new #COVID19 positive cases and 3 deaths have been reported in Kerala today. There are 9420 active cases in the state now. The death toll stands at 60: Chief Minister Pinarayi Vijayan (File pic) pic.twitter.com/WKZd0uPqbv
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.৪৮: এক বিধায়ক করোনা আক্রান্ত তাই আপাতত অন্যান্যদেরও ৭ দিন আইসোলেশনে থাকার নির্দেশ পণ্ডিচেরির মুখ্যমন্ত্রীর।
All Assembly members should isolate themselves for 7 days, as an MLA has tested positive for #COVID19. Tests will be conducted for all MLAs on July 27: Puducherry CM V Narayanasamy in Assembly
The session, today, was conducted in the open outside Assembly hall, as a precaution. https://t.co/EYnamt09VA pic.twitter.com/3fxm8aBfDL
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.২০: মুম্বইয়ের ধারাভিতে ফের সংক্রমণ। নতুন করে আক্রান্ত ১০ জন।
10 new #COVID19 positive cases reported in Dharavi area of Mumbai today, taking the total number of cases in Dharavi to 2,529 including 2,155 discharges and 124 active cases: Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.১৫: নতুন করে জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ৫২৩ জন।
523 new #COVID19 positive cases reported in Jammu and Kashmir today; 156 from Jammu division and 367 from Kashmir division. The total number of cases stands at 17,305 including 7,483 actives cases, 9,517 recoveries and 305 deaths: Government of J&K pic.twitter.com/LDjPO4uQJk
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.০৮: বৃহন্মুম্বই পুরসভায় করোনা আক্রান্তের হার কমে দাঁড়াল ১.০৬ শতাংশ।
Yesterday, the daily positivity rate was 1.09%, today it has come down to 1.06%. Subsequently, the doubling rate of positive patients has also jumped to 66 days today from 64 yesterday: Brihanmumbai Municipal Corporation (BMC) #Mumbai pic.twitter.com/6ZTlC7o07s
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.০৫: দিল্লির সর্দার বল্লভ ভাই প্যাটেল কোভিড চিকিৎসা কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ১৯৬ জন।
Delhi: Total 196 people have been discharged after recovery at Sardar Patel COVID Care Centre and Hospital, Radha Soami in Chhatarpur. Total 472 positive cases have been admitted to the facility since 5th July. pic.twitter.com/E5Ova7Tvna
— ANI (@ANI) July 25, 2020
সন্ধে ৬.০০: অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেলে কাছেও অনুমতি চাইল সেরাম।
বিকেল ৫.৫০: তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় সাত হাজার জন।
Tamil Nadu reports 6,988 new #COVID19 cases and 89 deaths today. The total number of positive cases in the state stands at 2,06,737 including 1,51,055 recoveries and 3,409 deaths. There are 52,273 active cases as of today: State Health Department pic.twitter.com/9rdqHkYHn5
— ANI (@ANI) July 25, 2020
বিকেল ৫.৪০: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুহাজার জনেরও বেশি।
1,142 #COVID19 positive cases, 2,137 patients recovered/discharged/migrated and 29 deaths in Delhi today. There are 12,657 active cases. Total 1,13,068 patients have recovered/discharged/migrated, the death toll stands at 3,806: Government of Delhi pic.twitter.com/3YYhj8u7lD
— ANI (@ANI) July 25, 2020
বিকেল ৫.৩২: রাজস্থানে আজ থেকে প্লাজমা ব্যাংক চালু হচ্ছে।
Rajasthan Government today started a Plasma Bank at Sawai Man Singh Hospital in Jaipur for treatment of COVID-19 patients. I appeal to all #COVID19 recovered patients to donate their plasma: Rajasthan Governor Kalraj Mishra pic.twitter.com/sRzDbVasua
— ANI (@ANI) July 25, 2020
বিকেল ৫.২৩: জম্মু কাশ্মীরে বেড়েছে করোনা পরীক্ষা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে গড়ে ৪৫ হাজার জনের পরীক্ষা করা হচ্ছে। যা জাতীয় গড়ের চেয়ে বেশি।
Per million testing in J&K reaches 44,744 as against 12,742 in the country; recovery rate touches 53.01%, lowest 0.8 positivity rate in Jammu, Reasi; Shopian’s positivity rate highest at 8.3: Department of Information and Public Relations, Jammu & Kashmir
— ANI (@ANI) July 25, 2020
বিকেল ৫.১১: জলপাইগুড়িতে চার কোভিডজয়ী ফের করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। সেরে ওঠার মাত্র তিরিশ দিনের মাথায় সংক্রমিত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
বিকেল ৪.৫৩: ফিলিপন্সের ম্যানিলায় নিয়ম ভেঙে জমায়েত করলেন স্থানীয় বাসিন্দারা। বাস্কেট বলের ম্যাচ দেখতে স্থানীয় স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজার খানেক দর্শক। শিকেয় উঠেছিল সামাজিক দূরত্ব বিধি।
বিকেল ৪.৪৫ : ৯৩ বছর বয়সে কোভিড জয় করে মেডিক্যাল কলেজ থেকে বাড়ি ফিরছেন বিমল রায়। বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতাদের সকলের প্রিয় মানুষ এই বিমল রায়। হার্টের সমস্যা রয়েছে। আছে সুগারও। নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগতেন তিনি। তারপরও কোভিড জয় করে ফিরছেন বাড়ি।
বিকেল ৪.১৯: দুর্গাপুরে আরও একটি কোভিড হাসপাতাল। ইস্পাত কারখানার মেন হাসপাতালে কোভিড চিকিৎসা করা হবে। সেখানে ৫০টি শয্যা রাখা হচ্ছে। পাশাপাশি. আরও কিছু সেফ হোম তৈরি করা হচ্ছে বলে খবর।
বিকেল ৪.১৫: দেগঙ্গা এবং শোভাবাজারে দুই করোনা রোগীকে ‘হেনস্তা’। দীর্ঘক্ষণ কলকাতা মেডিক্যাল সুপার স্পেশ্যালিটি ব্লকের সামনে বসিয়ে রাখা হয় তাঁদের। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সুপার।
বিকেল ৪.০৩: পূর্ব রেলের এজিএম-সহ পুরো পরিবার করোনা আক্রান্ত
দুপুর ৩.৪৭: শিক্ষাব্যবস্থায়ও করোনার কোপ। তাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।
দুপুর ৩.১৩: দক্ষিণ ২৪ পরগণায় আরও ১২টি কনটেমেন্ট জোন বাড়ল। ফলে সেখানে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯টি।
দুপুর ২.৫৭: বারুইপুর পুলিশ দুপুর পর্যন্ত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে লকডাউন ভঙ্গ করার অপরাধে।
দুপুর ২.৪৫: লকডাউন কার্যকর করতে গিয়ে মালদহের ইংরেজ বাজারে হেনস্থার শিকার পুলিশ
দুপুর ২,৩৭: করোনায় মৃত হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মন। এর আগে লালাবাজারের ট্রাফিক বিভাগে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল।
দুপুর ২.৩০: চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
I will be admitted at #COVID19-dedicated Chirayu Hospital on the advice of doctors: Madhya Pradesh Chief Minister #ShivrajSinghChouhan https://t.co/OZ2PFkxrKx pic.twitter.com/8LoBuCyW1c
— ANI (@ANI) July 25, 2020
দুপুর ২.১৫: উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, “প্রচারের বদলে করোনা মোকাবিলায় নজর দিন।”
দুপুর ২.০৭: কালিংপঙে শহরভিত্তিক লকডাউনের নির্দেশিকা জারি। আগামিকাল সকাল থেকে শুরু হবে লকডাউন। চলবে আগামী সাতদিন।
Comprehensive town-wide lockdown to be imposed in Kalimpong Municipality for seven days, starting 9 am on 26 July, to curb the spread of #COVID19.#WestBengal pic.twitter.com/TEm0ycntKd
— ANI (@ANI) July 25, 2020
দুপুর ১.৩৩: করোনা পরীক্ষার ফল মিলবে মাত্র এক ঘণ্টায়। খরচ হবে মাত্র ৪০০ টাকা। এমনই এক যন্ত্র তৈরি করেছে বলে দাবি আইআইটি খড়গপুরের ছাত্রদের।
IIT Kharagpur researchers claim to have developed a novel technology for #COVID19 rapid test. Ultra-portable device to cost Rs 400.
Customized smartphone application to disseminate test results within 1 hour, without requiring manual interpretation. pic.twitter.com/rkZDvNpXTh
— ANI (@ANI) July 25, 2020
দুপুর ১.২৫: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাড়িতে এল একটি অ্যাম্বুল্যান্স।
Bhopal: An ambulance arrives at the residence of Madhya Pradesh CM Shivraj Singh Chouhan, after he tests positive for #COVID19 pic.twitter.com/nomGUJq0KF
— ANI (@ANI) July 25, 2020
দুপুর ১.২০: বিহারে হোম আইসোলেশনে আত্মঘাতী এক করোনা আক্রান্ত রোগী।
Bihar: A 35-year-old #COVID19 positive man in home-isolation dies by suicide in Patna City’s Malsalami Police Station limits.
— ANI (@ANI) July 25, 2020
দুপুর ১.০৬: দুর্গাপুরে লকডাউন না মানায় গ্রেপ্তার ৭৩ জন।
বেলা ১২.৫৬: কোচবিহারের মাথাভাঙা শহরে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হল।
বেলা ১২.৫০: আনলকের তৃতীয় পর্যায়ে কি খুলে যাবে সিনেমা হল? এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তা নিয়ে আলোচান করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
বেলা ১২.৪৫: ভূস্বর্গেও শুনশান রাস্তাঘাট। সংক্রমণ রুখতে চলছে লকডাউন।
Srinagar: Regal Chowk market wears a deserted look as lockdown continues in parts of Kashmir valley. #JammuKashmir pic.twitter.com/0S1J6c8Zri
— ANI (@ANI) July 25, 2020
বেলা ১২.৪০: রাজ্যে লকডাউন চলছে। কলকাতায় ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ।
West Bengal: Police use drones to keep vigil in Midnapore amid #COVID19 induced lockdown.
A 2-day weekly lockdown is being imposed in the state to curb COVID19 spread. The next lockdown will be observed on July 29. pic.twitter.com/k1Iche7s01
— ANI (@ANI) July 25, 2020
বেলা ১২.১৮: করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বেলা ১২.০০: করোনা সংক্রমণের জেরে থমকে রয়েছে শুটিং। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, ষাটোর্ধ্ব কোনও অভিনেতা শুটিং করতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রডিউসার সংগঠন। সেই মামলার শুনানিতে আদালত মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চাইলেন, কেন ষাটোর্ধ্ব অভিনেতারা শুটিং করতে পারবেন না?
সকাল ১১.৪০: লকডাউন অমান্য করে বাইপাসে বন্ধুদের সঙ্গে জয়রাইডে এক যুবক। পুলিশ আটকানোর চেষ্টা করতে তাকে ধাক্কা মারে ওই যুবক।
সকাল ১১.২৪: মহারাষ্ট্র পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮,২৩২ জন। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার জন সেরে উঠেছেন।
সকাল ১১.১৮: কেরলের তিরুবন্তপুরমের রাস্তা শুনশান। উইকএন্ডে সেই রাজ্যে চলছে ‘ট্রিপল লকডাউন’।
Kerala: Streets in Thiruvananthapuram deserted amid weekend ‘Triple lockdown’ which entails police intervention on three levels – general containment strategy, focus on specific clusters and houses of those infected
Visuals from Thampanoor #COVID19 containment zone pic.twitter.com/gj4ok1jvZ2
— ANI (@ANI) July 25, 2020
সকাল ১০.৪৭: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হল। ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনের।
সকাল ১০৩৮: ঝাড়খণ্ডে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা।
Jharkhand COVID19 case rally rises to 7627 with 377 new infections. The total number of active cases in the state is 4197 and 3354 recovered cases; death toll 76: State Health Department pic.twitter.com/ivVDNcg48X
— ANI (@ANI) July 25, 2020
সকাল ১০.০০: লকডাউনের ভাঙার জের। সকাল ১০ টার মধ্যে কলকাতায় আটক ১০০ জন। এমনটাই খবর লালবাজার সূত্রে।
সকাল ৯.৫৬: দিল্লির ১১টি জেলায় ফের সেরো সার্ভে করা হবে।
সকাল ৯.৪৭: অন্ধ্রপ্রদেশে বাড়ছে কোভিড হাসপাতালের সংখ্যা।
সকাল ৯.৪০: রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে আরও কড়া পুলিশ। সকাল থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং, রাজারহাটে নিয়ম ভেঙে বেরিয়ে আটক ৬, বাগুআটিতে ১২। বাড়ি পাঠানো হল প্রাতঃভ্রমণকারীদেরও। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি।
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৮ হাজার ৯১৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। মৃত বেড়ে ৩১ হাজার ৩৫৮ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন।
Single-day spike of 48,916 positive cases & 757 deaths in India in the last 24 hours.
Total #COVID19 positive cases stand at 13,36,861 including 4,56,071 active cases, 8,49,431 cured/discharged/migrated & 31,358 deaths: Health Ministry pic.twitter.com/HPEz5soYu0
— ANI (@ANI) July 25, 2020
সকাল ৯.২০: মধ্যপ্রদেশে নাগচন্দ্রেশ্বর মন্দিরে চলছে পুজো। বছরে একবারই এই মন্দিরের দরজা খোলা হয়। কিন্তু চলতি বছরে করোনা আবহে সেটা সম্ভব হয়নি। তাই অনলাইনেই দেবীর দর্শন করছেন ভক্তরা।
Madhya Pradesh: Priests offer prayers at Nagchandreshwar Temple on the occasion of ‘Naag Panchami’. The priest says, “The doors of this temple are opened once in a year. This year due to #COVID19, devotees can do online darshan for 24 hours.” pic.twitter.com/36qmWn9hri
— ANI (@ANI) July 25, 2020
সকাল ৯.১৭: রাজস্থানে প্রথম প্লাজমা ব্যাংক তৈরি হচ্ছে।
সকাল ৯.০০: চিনে নতুন করে করোনা আক্রান্ত ৩৪ জন।
সকাল ৮.৫৫: করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছিল। ক্ষোভ সামাল দিতে এবার ওষুধের দাম কমাতে উদ্যোগী হলেন তিনি। এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন।
সকাল ৮.৫০: ফেস মাস্ক ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার উপর জারি হল নিষেধাজ্ঞা।
Can’t fly without face masks, say US airlines
Read @ANI Story | https://t.co/8vcUJM8411 pic.twitter.com/DgpcvSizup
— ANI Digital (@ani_digital) July 25, 2020
সকাল ৮.৩১: রাজ্যুগুলিকে করোনা পরীক্ষা বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র। দিল্লিতে পরীক্ষার সংখ্যা বাড়িয়েই সংক্রমণে লাগাম পরানো গিয়েছে বলে দাবি কেন্দ্রের। এবার গোটা দেশেই সেই নীতি কার্যকর করতে চায় মোদি সরকার।
সকাল ৮.২৫: নাগপুর আজ ও আগামিকাল জনতা কারফিউ। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।
Maharashtra: ‘Janta Curfew’ imposed in Nagpur city today and tomorrow, to curb the spread of COVID19 infection; essential services to remain functional pic.twitter.com/VrFlvEkq9j
— ANI (@ANI) July 25, 2020
সকাল ৮.২০: বিশ্বজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। এর মধ্যেও আশা জাগাচ্ছে কোভিডজয়ীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনাকে হারিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লক্ষ ২৩ হাজার ৯৪৯ জন।
সকাল ৮.১৩: গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা আক্রান্ত ২২৪ জন।
সকাল ৮.০৭: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তাই বেজিংয়ে আজ থেকে বিধিনিষেধ মেনেই খুলছে সিনেমা হল।
সকাল ৮.০০: করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দিনের লকডাউন। বন্ধ সমস্ত গণপরিবহণ। বিমান ওঠানামার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত দোকানপাট, অফিস-কাছারিও।
West Bengal: Flight operations at the Kolkata airport will remain suspended today and on 29th July, amid COVID19 induced lockdown pic.twitter.com/KlodWoVxX5
— ANI (@ANI) July 25, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.